শেষ পর্বে উত্তরকাশীর সুড়ঙ্গের উদ্ধারকাজ

0 11

নিউজ ডেস্ক, ২৩ নভেম্বর : শেষ পর্বে উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারকাজ। সুড়ঙ্গের ভেতরে পাঠানো হচ্ছে ইভাকুয়েশন পাইপ। তার মধ্য দিয়েই পাঠানো হবে ট্রলি। ওই ট্রলিগুলিতেই আটকে থাকা শ্রমিকদের বার করে আনা হবে। পাইপের মধ্যে দিয়ে স্ট্রেচারে শুয়ে আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছনোর প্রক্রিয়া শুরু করছে NDRF. সুড়ঙ্গের একেবারে মুখেই থাকবে অ্যাম্বুলেন্স। পাইপ দিয়ে শ্রমিকরা বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে তাদের অ্যাম্বুলেন্সে তোলা হবে।

বৃহস্পতিবার সকালে থেকেই জোরকদমে চলছে শেষ পর্বের কাজ। এনডিআরএফ-এর কর্মীরাও পুরোপুরি তৈরি। ইতিমধ্যেই ঘটনাস্থলে মজুত করা হয়েছে চিকিৎসা সামগ্রী। জানা গেছে, শ্রমিকদের উদ্ধারে সুড়ঙ্গে প্রবেশ করবেন ১৫ জনের এনডিআরএফের টিম। প্রয়োজনে রয়েছে এয়ারলিফ্টের ব্যবস্থাও। নিরাপদে উদ্ধারকাজের জন্য চলছে পুজো-আচ্চা। উত্তরকাশীর সুড়ঙ্গের সামনে তৈরি করা হয়েছে মন্দির।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও এই পুরো উদ্ধার অভিযানের দিকে নজর রাখছেন। উত্তরকাশীর ঘটনাস্থলে পৌঁছেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি সুড়ঙ্গের ভিতরে আটকে থাকা শ্রমিকদের সঙ্গে কথাও বললেন ওয়াকি-টকির মাধ্যমে।

ধীরে চলতে চাইছেন উদ্ধারকারী দলের সদস্যরা। উদ্ধারের কাজে কোনও তাড়াহুড়ো সম্ভব নয়। তাই ধীরে ধীরেই এগোচ্ছেন উদ্ধারকারীরা। সমস্ত প্রক্রিয়া শেষ হতে ১৭ ঘণ্টা সময় লাগতে পারে। তার পরে মুক্তির স্বাদ পাবেন শ্রমিকেরা।

Leave A Reply

Your email address will not be published.