Maharashtra : আরজিকরকাণ্ডে যখন উত্তাল দেশ তখন ফের আগুন জ্বলল মহারাষ্ট্রের বদলাপুরে। দুই শিশুর উপর যৌন নির্যাতনের অভিযোগ। প্রতিবাদে রাস্তায় নামল আমজনতা। ট্রেন আটকে, পোস্টারে, ব্যানারে প্রতিবাদ। কার্যত থমকে ঠাণে। তুঙ্গে রাজনীতি।
এ ছবি কোনও সিনেমার নয়। এ ছবি আমজনতার। এইবার জেগেছে জনতা। আরজিকরকাণ্ডে উত্তাল দেশ থেকে বিদেশ। এরইমধ্যে ঠাণের বদলাপুরে স্কুলের মধ্যে দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল সাফাইকর্মীর বিরুদ্ধে। অভিযোগ,
আতঙ্কের বদলাপুর
স্কুলের মধ্যেই ৪ বছরের ২ পড়ুয়াকে যৌন নির্যাতন
২ পড়ুয়াকে বাথরুমে ডেকে নিয়ে যায় সাফাইকর্মী
বাথরুমেই দুই শিশুকে ভয় দেখিয়ে নির্যাতন
গোটা স্কুলে কোথাও কোনও সিসিক্যামেরাও ছিল না
ধৃত সহজেই গা-ঢাকা দিতে সক্ষম হয়
যেসময়ে ওই ঘটনা ঘটে, তখন ওই ২ পড়ুয়ার সঙ্গে ছিলেন না কোনও অ্যাটেনডেন্ট
শ্রেণি শিক্ষিকাও কোনও পদক্ষেপ করেননি
২৩ বছরের ধৃত অক্ষয় শিন্ডে বেসরকারি সংস্থার নিয়োজিত কর্মী
স্কুলের সঙ্গে কন্ট্রাক্টের মাধ্যমেই অক্ষয় কাজের বরাত পান
স্কুল পড়ুয়াদের অভিভাবকদের অভিযোগ প্রথমে স্কুল কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ করতে চায়নি। এমনকী এফআইআর করার প্রায় ১২ ঘণ্টা পর পদক্ষেপ করে পুলিশ। এরপরেই স্কুল ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা।
সেখানেই অবশ্য থামেনি সবটা। ঠাণে-সহ একাধিক এলাকায় ‘রেল রোকো’ অভিযান বিক্ষোভকারীদের। স্টেশনে স্টেশনে শুরু হয় চাক্কা জ্যাম! প্রায় ১০ টি এক্সপ্রেস ট্রেনের গতিপথ বদলাতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ। বদলাপুরে কার্যত বন্ধ রেল পরিষেবা।
ঘটনায় সিট গঠন করে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের। স্কুলের বিরুদ্ধেও পদক্ষেপ করবে সরকার। বার্তা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর। ৩ পুলিশকর্তাকেও কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করেছে শিন্ডে সরকার।
ইতিমধ্যেই NCPCR-এর একটি টিম গোটা ঘটনার তদন্তে নেমেছে।
আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় গোটা দেশে চলছে প্রতিবাদ। এরইমধ্যে শিশুকে যৌন নির্যাতনের ঘটনা। আমজনতা বলছে, আর কত? রেহাই কবে? কবে সুবিচার?