Madhyamik result out 2024: take a look on kolkata merit list কলকাতা থেকে মেধা তালিকায় কারা জায়গা করে নিল

0 2,713

প্রকাশিত হল ২০২৪ মাধ্যমিকের ফলাফল। পরীক্ষার ৮০দিনের প্রকাশিত হল ফল। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক সম্মেলন থেকে মাধ্যমিকের পরীক্ষার ফল ঘোষণা করেছেন। এই বছরেও কলকাতাকে টেক্কা জেলাগুলির। বিশেষ নজর কেড়েছে উত্তরবঙ্গ। মাধ্যমিকে পাশের হারের নিরিখে তৃতীয় স্থানে কলকাতা। পাশের হার ৯১.৬২ শতাংশ। শীর্ষে কালিম্পং জেলা। পাশের হার ৯৬.২৬ শতাংশ। দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুরের পাশের হার ৯৫.৪৯ শতাংশ।

এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ২৩ হাজার ৬৩৬, যার মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পড়ুয়া। মাধ্যমিকের পাশের হার ৮৬.৩১ শতাংশ। যার মধ্যে পুরুষ পরীক্ষার্থী ছিলেন ৪,০৩,৯০০ এবং মহিলা পরীক্ষার্থী ছিলেন ৫,০৮,৬৯৮ ।
এই বছর মাধ্যমিকে প্রথম দশে রয়েছেন ৫৭ জন পড়ুয়া। যার মধ্যে প্রথম তিনজনে রয়েছে উত্তরবঙ্গের আধিপত্য। কলকাতা থেকে মেধা তালিকায় স্থান পেয়েছে একজন।

কলকাতা থেকে প্রথম হয়েছেন সোমদত্তা সামন্ত। সোমদত্তা কমলা গার্লস হাই স্কুলের ছাত্রী। ১৮ জনের সঙ্গেই দশম র‍্যাঙ্কে রয়েছেন তিনি। সোমদত্তার প্রাপ্ত নম্বর ৬৮৪ অর্থাৎ ৯৭.৭১ শতাংশ।

মেধাবী সোমদত্তার সঙ্গে কথা বলেছিল NKTV বাংলার প্রতিনিধি। তিনি জানান পড়াশোনার পাশাপাশি নাচ করতে সবচেয়ে বেশি ভালোবাসে সোমদত্তার। যদিও মাধ্যমিক পরীক্ষার জন্য বেশ কয়েকদিন নাচ করতে না পারা মন খারাপ তার । ভবিষ্যতে ডাক্তার হতে চায় সে । তাঁর প্রিয় খাবার কি? প্রশ্ন করতেই সটান উত্তর প্রিয় খাবার বিরিয়ানি বা রাইস চিলিচিকেন নয় । জল চিনি আর মুড়ি।

Leave A Reply

Your email address will not be published.