রাত পোহালেই দুই রাজ্যে ভোট

0 8

নিউজ ডেস্ক, ১৬ নভেম্বর : শুক্রবার দুই রাজ্যে বিধানসভা নির্বাচন। মধ্যপ্রদেশের ২৩০টি আসনের সব ক’টিতেই ভোট হবে। ছত্তিশগড়ের ৯০টি বিধানসভা আসনের মধ্যে দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ হবে ৭০টি আসনে। ৭ নভেম্বর ছত্তিশগড়ের ২০ আসনে ভোট হয়ে গেছে। দুরাজ্যেই গণনা আগামী ৩ ডিসেম্বর, অন্য তিন রাজ্য— রাজস্থান, তেলঙ্গানা এবং মিজোরামের সঙ্গে। ভোটগ্রহণকে ঘিরে ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। সকাল ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ পর্ব।

বুধবার বিকেল ৫টায় মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে বিধানসভা ভোটের প্রচারপর্ব শেষ হয়। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ছত্তিশগড়ের বেমেতরা, প্রিয়ঙ্কা গান্ধী মধ্যপ্রদেশের ভোপাল এবং দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গে বিন্ধ্য এলাকায় ভোট প্রচার করেছেন।

তাৎপর্যপূর্ণ ভাবে ছত্তিশগড়ের বেমেতরায় বিজেপির জনসভায় অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মধ্যপ্রদেশে বিজেপির তারকা প্রচারক ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার আর এক ভোটমুখী রাজ্য রাজস্থানে গিয়েছিলেন। সেখানে ভোটগ্রহণ আগামী ২৫ নভেম্বর।

প্রসঙ্গত, আগামী ৩ ডিসেম্বর মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় ছাড়াও রাজস্থান, তেলেঙ্গানা ও মিজোরামে ভোটগণনা।

Leave A Reply

Your email address will not be published.