কতদিন বন্ধ মা উড়ালপুলের একাংশ?

15

কলকাতা, ২৬ এপ্রিল: কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, মা উড়ালপুলের রক্ষণাবেক্ষণ কাজের জন্য একমাসের জন্য নির্দিষ্ট সময়সীমায় বন্ধ রাখা হবে এর একাংশ। ২৮ এপ্রিল থেকে ২৭ মে পর্যন্ত, প্রতি রাতে রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত পার্ক সার্কাসমুখী দিকের রাস্তা বন্ধ থাকবে।

এই সময়কালে ই এম বাইপাস থেকে যেসব গাড়ি শহরের পশ্চিম দিকে যাবে, তারা মা উড়ালপুল ব্যবহার করতে পারবে না। বিকল্প হিসেবে গাড়িগুলি পরমা আইল্যান্ড, পিসি কানেক্টর, ৪ নম্বর ব্রিজ, নিউ পার্ক স্ট্রিট ও সৈয়দ আমির আলি অ্যাভিনিউ হয়ে এজেসি বোস ফ্লাইওভার ব্যবহার করবে। প্রায় এক মাস এই ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যকর থাকবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

উল্লেখযোগ্যভাবে, মা উড়ালপুল কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ ফ্লাইওভার, যা বাইপাস ধরে সল্টলেক ও নিউটাউনের সঙ্গে শহরের মূল অংশকে যুক্ত রাখে।

তবে সাম্প্রতিক সময়ে এই উড়ালপুলে বাইকারদের বেপরোয়া দৌরাত্ম্য উদ্বেগজনকভাবে বেড়ে গিয়েছে। অতিরিক্ত গতির নেশায় একাধিক দুর্ঘটনা ঘটছে, যার জেরে প্রাণহানিও ঘটেছে। দুর্ঘটনা ঠেকাতে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।

এই পরিস্থিতিতে উড়ালপুলের রক্ষণাবেক্ষণও অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তাই, নিরাপত্তা ও পরিকাঠামোর স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে ফ্লাইওভারের একটি অংশ।

Comments are closed.