Loksabha Election 2024 live update : বাঁশ, ঢিল নিয়ে দিলীপ ঘোষের উপর চড়াও গ্রামবাসীরা, আক্রান্ত NKTV বাংলা, ভাঙল গাড়ির কাঁচ

0 51

চতুর্থ দফার নির্বাচনে দেশ জুড়ে  ১০ রাজ্যের ৯৬ আসনে ভোট গ্রহণ। রয়েছে বাংলার ৮ আসন। পশ্চিমবঙ্গ (৮) অন্ধ্রপ্রদেশ (২৫) বিহার (৫) ঝাড়খণ্ড (৪) মধ্যপ্রদেশ (৮) মহারাষ্ট্র (১১) ওড়িশা (৪) তেলঙ্গানা (১৭) উত্তরপ্রদেশ (১৩) জম্মু ও কাশ্মীর (১) কেন্দ্রে নির্বাচন আজ। চতুর্থ দফার নির্বাচনে পশ্চিমবঙ্গের বহরমপুর, কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, রানাঘাট, আসানসোল, বীরভূম এবং বোলপুরে ভোট।  সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে বাংলার নানা জায়গায়। যদিও বড় কিছু হয়নি বলেই এখনও দাবি দিলীপ ঘোষের। সবার আগে সব আপডেট নিয়ে হাজির NKTV বাংলা।  শিল্পাঞ্চলে কেমন চলছে ভোট? কয়লাখনির দখল নেবে কোন ফুল? বিশেষ নজরে বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর ও আসানসোল লোকসভা কেন্দ্রে। কী বলছে ৩ কেন্দ্রের ভোটের অঙ্ক? লাইভ আপডেট নিয়ে হাজির আমরা।

বর্ধমান দুর্গাপুর

দুপুর ১:২০

১। আমড়াই গ্রামে বিজেপি কর্মীকে মারধর, গাড়ি ভাঙচুর! আক্রান্ত কর্মীকে তুলে এনে শুশ্রুষা করছেন দলের সমর্থকরা।

দুপুর ১:১৫

১। দিলীপ ঘোষ এবং কেন্দ্রীয় বাহিনীর গাড়ির উপর চড়াও গ্রামবাসীরা। ঢিল মেরে ভেঙে দেওয়া হল কেন্দ্রীয় বাহিনীর গাড়ির কাঁচ।

২। কোনও ক্রমে দিলীপ ঘোষকে বের করে নিয়ে গেল পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা।

৩। পার পেল না সংবাদমাধ্যম। ভেঙে দেওয়া হল সংবাদমাধ্যমের গাড়ি।

দুপুর ১২:১৫

১। মন্তেশ্বরে সৌজন্য সাক্ষাৎ কীর্তি আজাদ এবং দিলীপ ঘোষের।

সকাল ১০:৩০

১। বিজেপি কনভেনার সহ পাঁচ জনকে গোলমাল বাঁধানোর অভিযোগে আটক করল ভাতার থানার পুলিশ।

সকাল ৯:৪৫

১। বেলপুকুরে প্রাণনাশের হুমকি বিজেপি এজেন্টকে। বিকেল ৫টার পরে প্রাণনাশের হুমকি তৃণমূলের খোকন দাসের বিরুদ্ধে। পালটা দেখে নেওয়ার হুমকি দিলীপের।

২। পাণ্ডবেশ্বর বিধানসভার বিলপাহাড়ি এলাকার ২৬ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বসতে বাঁধা। এমনকি বিজেপি কর্মীদের বাড়ি থেকে বেরোতেও বাঁধা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

সকাল ৯:৩০

১। দিলীপ ঘোষকে দেখে জোড়া স্লোগান তৃণমূলের। ‘জয় বাংলা’ ও ‘গো ব্যাক’ স্লোগান শাসক দলের।

সকাল ৭:৩০

বাংলায় কিছু প্রিসাইডিং অফিসার এবং শাসক দলের কিছু গুণ্ডারা আমাদের কিছু বুথ এজেন্টকে আটকানোর চেষ্টা করছে বা বুথে ঢুকতে বাঁধা দেওয়া হয়েছে। তবে আমরা নির্বাচন কমিশনে জানিয়েছি। প্রিসাইডিং অফিসার যদি সরকারকে জেতানোর দায়িত্ব নেয় তা হলে ব্যবস্থা নেওয়া হবে

ভোটের সমীকরণ

গত বারেও এই আসনে জয় পেয়েছিল বিজেপি। তবে সেই সময় প্রার্থী ছিলেন এসএস আহলুওয়ালিয়া। তবে বিদায়ী সাংসদের বিরুদ্ধে চাপা ক্ষোভের জেরে আর তাঁকে এই আসনে প্রার্থী করেনি বিজেপি। বরং শক্ত মাঠে নিজেদের জমি ধরে রাখতে পাঠিয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি তথা পোড় খাওয়া রাজনীতিবিদ এবং সংগঠক দিলীপ ঘোষকে। বিপরীতে তৃণমূলের প্রার্থী যিনি তিনিও একসময়ে ছিলেন বিজেপির সাংসদ। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের প্রকাশ্যে সমালোচনা করে রোষানলে পড়েন। তারপর কংগ্রেস ঘুরে আজ তিনি ঘাসফুলে। বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ প্রার্থী দিলীপের বিরুদ্ধে। জোট প্রার্থী বাম নেতা সুকৃতি ঘোষাল।  

 বর্ধমান পূর্ব

দুপুর ২:০০

১। কাটোয়ার একাধিক বুথে এজেন্ট পরিচয় দিয়ে শর্মিলা সরকারের নাম লেখা নেমপ্লেট বুকে ব্যাচ হিসেবে লাগিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের দিকে। অভিযোগ বিজেপি প্রার্থী অসীম সরকারের।

দুপুর ১২:১৫

১। ভোট বয়কটের ডাক পূর্ব বর্ধমানের মেমারির বাগিলা গ্রাম পঞ্চায়েতের দিলালপুর গ্রামের বাসিন্দাদের। ভোট ঘোষণা হওয়ার পরেই পাকা সেতু এবং রাস্তার দাবিতে এই সিদ্ধান্ত। কোনও রাজনৈতিক দলকে প্রচার করতেও দেওয়া হয়নি। সকাল ১০টা পর্যন্ত মাত্র পাঁচটি ভোট পড়েছে ওই গ্রামে। তার মধ্যে দুই দলের এজেন্ট এবং তিনটি ইডিসি ভোট রয়েছে।

ভোটের সমীকরণ

কবিয়ালের বনাম চিকিৎসক এই আসনে লড়াইের ময়দানে দুই সরকার। বিজেপির প্রার্থী বিখ্যাত কবিয়াল তথা হরিণঘাটার মতুয়া বিধায়ক অসীম সরকার। আবার গুরু আশ্রম কালনায় হওয়ায় বেড়ে ওঠা এই অঞ্চলেই। কবিয়াল হওয়ায় গান গেয়ে বেড়াতেন কালনা থেকে কাটোয়ার নানা জায়গায়। সঙ্গে বেশ কিছু জায়গায় রয়েছে মতুয়া ভোটের আধিক্যও। তৃণমূলের প্রার্থী রাজনীতিতে একদম নবাগতা শর্মিলা সরকার। শর্মিলা পেশায় চিকিৎসক। নিজের রাজনীতিতে যুক্ত না থাকলেও পারিবারিক সূত্রে যোগ রয়েছে শর্মিলার। এই আসনে জোট প্রার্থী নীরব খাঁ।

আসানসোল

দুপুর ৩:২০

১। জামুরিয়ার নিমসা প্রাথমিক বিদ্যালয়ে ভুয়ো ভোট। বাবার সঙ্গে এসে বাবার জায়গায় ভোট দিলেন নাবালক ছেলে, সেই ছবি ধরা পড়ল NKTV বাংলায়। কিন্তু কেন এই কাজ? মন্তব্য করেননি পিতা-পুত্রের কেউ।

দুপুর ২:00

মৃত ব্যক্তিদের নামে পড়ছে ভোট, আসানসোল উত্তর বিধানসভার চেলিডাঙায় ৭২ নম্বর বুথের বাইরে বিজেপি এবং তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে বচসার জেরে উত্তেজনা। খবর পেয়ে সেখানে আসেন বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, অভিযোগ অস্বীকার করে তৃণমূলের।

সকাল ১১:৪৫

১। পাণ্ডবেশ্বরে ঢুকতে দেওয়া হল না বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে। নিজের বিধানসভা এলাকার বাইরে তিনি বেরোতে পারবেন না বলে জানায় পুলিশ। জিতেন্দ্র বলেন, ‘আমাদের আটকানো হচ্ছে। আমরা ঘুরলে ওদের অবস্থা খারাপ হয়ে যাবে। ভয় পায় ওরা। পুলিশ তো তৃণমূলের ইশারাতেই চলে।’ এ বিষয়ে নির্বাচন কমিশনে ফোন করেন বিজেপি প্রার্থী এসএস অহলুওয়ালিয়া।

সকাল ১১:১৫

১। সকাল থেকে বিজেপির কন্ট্রল রুমে বিজেপি প্রার্থী আহলুওয়ালিয়া

সকাল ৮:৩০

১। আসানসোলের রানিগঞ্জে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নতুন এগারা এলাকায় উত্তেজনা। বিজেপির দলীয় পতাকা তৃণমূলের লোকজন খুলে ফেলেন। প্রতিবাদ করলে হামলা করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

সকাল ৭:১৫

সকাল থেকেই অশান্তি। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ আসানসোলে।

ভোটের সমীকরণ

রাঢ়বঙ্গের কয়লাখনিতে তৃণমূলের প্রার্থী বিদায়ী সাংসদ ‘বিহারীবাবু’ শত্রুঘ্ন সিনহা। ২০২২ সালে বাবুলের ছেড়ে যাওয়া আসনে প্রার্থী হয়ে আদপেই সবাইকে ‘খামোশ’ করে দিয়েছিলেন তিনি। ২০১৯ যে আসনে বিজেপি ২ লাখের বেশি ভোটে জিতেছিল তৃণমূলের টিকিটে সেই আসনেই তিনি ৩ লাখের বেশি ব্যবধানে জয় পান। বিপরীতে বিজেপি প্রার্থী বাংলার দুবারের সাংসদ এসএস আহলুওয়ালিয়া। আবার জোট প্রার্থী জাহনারা খান। কয়লাখনির দখল কার কাছে থাকে সেটাই দেখার।

Leave A Reply

Your email address will not be published.