Loksabha Election 2024 live update : উত্তপ্ত কৃষ্ণনগর, বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ জানাতে থানায় রানিমা, মাথা ফাটল সিপিআইএম প্রধানের আত্মীয়ের
শুরু হল চতুর্থ দফার নির্বাচন। ভোটের গরম। দেশ জুড়ে ১০ রাজ্যের ৯৬ আসনে ভোট গ্রহণ। পশ্চিমবঙ্গ (৮) অন্ধ্রপ্রদেশ (২৫) বিহার (৫) ঝাড়খণ্ড (৪) মধ্যপ্রদেশ (৮) মহারাষ্ট্র (১১) ওড়িশা (৪) তেলঙ্গানা (১৭) উত্তরপ্রদেশ (১৩) জম্মু ও কাশ্মীর (১) কেন্দ্রে নির্বাচন আজ। চতুর্থ দফার নির্বাচনে বাংলার বহরমপুর, কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, রানাঘাট, আসানসোল, বীরভূম এবং বোলপুরে ভোট। চতুর্থ দফায় সকাল থেকেই বিছিন্ন অশান্তির খবর বাংলার নানা জায়গায়। সবার আগে সব আপডেট নিয়ে হাজির NKTV বাংলা। চতুর্থ দফায় বিশেষ নজরে বহরমপুর, কৃষ্ণনগর এবং রানাঘাট লোকসভা কেন্দ্রে। কী বলছে তিন কেন্দ্রের ভোটের অঙ্ক? লাইভ আপডেট নিয়ে হাজির আমরা।
বহরমপুর
দুপুর ২:১০
অধীর চৌধুরীর গাড়ি ঘিরে বিক্ষোভ। বিশাল কনভয় নিয়ে ঘুরছেন কংগ্রেস প্রার্থী। নিয়মভঙ্গের নালিশ জানাল তৃণমূল। ডিএসপির সঙ্গে কথা অধীরের, দুটির বেশি গাড়ি নিয়ে ঘুরতে পারবেন না তিনি জানাল পুলিশ।
সকাল ৯:৩০
১। বহরমপুরের বড়ঞায় শ্রীহট্ট ১৬৫ নম্বর বুথে কংগ্রেস এজেন্টকে মারধর করে বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেসের এজেন্ট ছাড়াই চলছে ভোট, মেনে নিল প্রিসাইডিং অফিসার।
২। বেলডাঙায় লাঠি হাতে তৃণমূল কর্মীদের তাড়া কেন্দ্রীয় বাহিনীর। ভীড় সড়াতে পদক্ষেপ বাহিনীর।
সকাল ৭:৩০
‘এজেন্টদের ভয় দেখান হয়েছে, কোথাও বুথে ঢুকতে বাঁধা দেওয়া হয়েছে সকাল থেকেই। কিন্তু QRT টিম তাড়াতাড়ি সেই সমস্যার সমাধান করেছেন। এখনও কোনও বড় ঘটনা ঘটেনি। তবে ঘটনা ঘটানোর চেষ্টা চলছে।’ বললেন অধীর চৌধুরী।
সকাল ৭:১০
বেলডাঙায় ব্লকের খাগড়ুপাড়া কংগ্রেস কর্মীকে বুথে ঢুকতে বাঁধা। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
বিকেল ৫টার পর কী হবে দেখে নেবেন পালটা হুঁশিয়ারি কংগ্রেসের।
ভোটের সমীকরণ
রাজনীতির কারবারিরা এই আসনকে অধীরপুর বলেন। কারণ গত ২৫ বছর ধরে এই আসনে কায়েম রয়েছে তাঁর রাজত্ব। এই বারে জিতলে ডবল হ্যাট্রিক হবে অধীরের। বিপরীতে রয়েছেন তৃণমূলের খেলোয়াড় প্রার্থী ইউসুফ পাঠান। সংখ্যালঘু অধ্যুষিত বহরমপুরে তাই একটা বাড়তি সুবিধা আছে বইকি। যদিও অধীরের ভোট জাতি ধর্ম নির্বিশেষেই। বিজেপি প্রার্থী স্থানীয় শল্য চিকিৎসক নির্মল সাহা। রোগী বৎসল বলে পরিচিতি রয়েছে। তাই হিন্দু ভোটের সঙ্গে পেতে পারেন সংখ্যালঘু ভোটও। তাই হয়তো চিন্তাতেই অধীর। যদিও এই সব দাবি উড়িয়ে অধীরের চ্যালেঞ্জ ‘হেরে গেলে রাজনীতি ছেড়ে দেব’।
কৃষ্ণনগর
দুপুর ১২:৪৫
১। বুথে এজেন্টদের ভাত দিতে গিয়েছিলেন বিজেপি কর্মী। সেই কর্মীকে বাঁশ দিয়ে বেধড়ক মার, অভিযোগের তীর তৃণমূলের দিকে। চাপড়া থানায় অভিযোগ জানাতে পৌঁছল অমৃতা রায়।
সকাল ১১:৩০
১। বিজেপিকে কর্মীকে মারধর, কোতয়ালি থানায় অভিযোগ জানাল প্রার্থী অমৃতা রায়। অভিযোগ জানাতে গিয়ে বচসা পুলিশের সঙ্গে।
সকাল ১০:৩০
১। নদিয়ার পালিতবেঘিয়া গ্রাম পঞ্চায়েতে কালীগঞ্জ থানা এলাকার সিপিআইএম প্রধানের আত্মীয়কে মারধরের অভিযোগ। হাসমুত শেখের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ, চেয়ার, টেবিল নিয়ে বসতে বাধা দেওয়া হয়েছে। বসতে গেলে মারধর করা হয়েছে।
সকাল ১০:০০
১। কৃষ্ণনগরের চাপড়ার একটি বুথে সিপিএমের এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ। তা নিয়ে বাম এবং তৃণমূল কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সকাল ৯:৪৫
১। সোনাপুকুরে ৮,৯,১০ নম্বর বুথে ভোট দানে বাঁধা। ভোটারদের হাত ধরে টেনে বার করে দেওয়ার অভিযোগ, করা হয়েছে মারধর।
সকাল ৯:২০
১।ভোটের দিন সকালে কৃষ্ণনগরের তেহট্টে সিপিএম-তৃণমূল সংঘর্ষ। অভিযোগ, তৃণমূল কর্মীদের মারে মাথা ফেটেছে সিপিএম কর্মীর।
২। কৃষ্ণনগরের নাকাশিপাড়ার ১৭ নং বুথে বিকল হয়ে পড়েছে ইভিএম। কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার সিংহাঁটিতেও ১৮ নং বুথে খারাপ ইভিএম।
ভোটের সমীকরণ
কৃষ্ণনগর কেন্দ্রে এই বারে প্রথম থেকেই নজরে। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র। আদানি এবং মোদীকে নিয়ে সংসদে প্রশ্ন করায় এথিক্স কমিটির কলমের খোঁচায় হারিয়ে ছিলেন সাংসদ পদ। বিপক্ষে বিজেপির প্রার্থী রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির বউমা, রানিমা অমৃতা রায়। বিজেপি টিকিটে লড়ছেন তিনি। জোট প্রার্থী এস এম সাদি।
রানাঘাট
সকাল ৯:৩০
১। রানাঘাটের শান্তিপুরের ৮৬/২৫১ নম্বর বুথের ইভিএম খারাপ থাকায় ভোটগ্রহণ বন্ধ রয়েছে।
ভোটের সমীকরণ
মতুয়া সহায় থাকলে তরী পার হবে, তা বিলক্ষ্ণ জানেন রাজনৈতিক দলগুলি। সেই অস্ত্রে শান দিয়ে সিএএ হাতিয়ার করে আবারও সাংসদ হতে চান বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। উলটো দিকে তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারি নিজেই মতুয়া। এখন পালে হাওয়া কে টানে সেটাই দেখার। এই আসনে জোট প্রার্থী অলকেশ দাস।