Loksabha Election 2024 live update : রাত পোহালেই তৃতীয় দফার ভোটগ্রহণ, মালদহ দক্ষিণ-মালদহ উত্তর-মুর্শিদাবাদ-জঙ্গিপুর কেন্দ্রে ত্রিমুখী লড়াই
রাত পোহালেই তৃতীয় দফার নির্বাচন। গ্রীষ্মের দাবদাহ। তারমধ্যেই ভোটের গরম। দেশ জুড়ে ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩টি আসনে ভোটগ্রহণ হবে লোকসভা নির্বাচনের তৃতীয় দফায়। মোট ১৩৩১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে মঙ্গলের ভোটগ্রহণে। গুজরাটে ২৫, গোয়ায় ২, দাদরা নগর হাভেলি এবং দমন দিউতে ৩ কেন্দ্রে ভোট। অসমে ৪, বাংলায় ৪, বিহারে ৫, ছত্তিশগড়ে ৭, মধ্যপ্রদেশে ৯, উত্তরপ্রদেশে ১০, মহারাষ্ট্রে ১১ ও কর্নাটকের ১৪ কেন্দ্রে ভোট। তৃতীয় দফার নির্বাচনে বাংলার মালদহ দক্ষিণ লোকসভা, মালদহ উত্তর লোকসভা, মুর্শিদাবাদ লোকসভা, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে।
মালদহ উত্তর লোকসভা (Malda Uttar Lok Sabha)
কথায় বলে ‘গনি-মিথে’-ই ভোট হয় মালদহে। সেই গনি ম্যাজিক কি এবার লোকসভাতেও? মঙ্গলবার ভোটের আগে উত্তাপ মালদহের দুই কেন্দ্রে। ডিসিআরসি থেকে রওনা ভোটকর্মীদের। মালদহ উত্তরে ভোট প্রস্তুতি দেখতে গেলেন খোদ জেলাশাসক। মঙ্গলে মালদহের দুই কেন্দ্রে নির্বাচন। ২০০৯ সালে আসন পুনর্বিন্যাসের পর মালদহ আসনটি ভেঙে মালদহ উত্তর ও মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্র তৈরি হয়। এবার, মালদহ উত্তরে তৃণমূলের তরফে প্রার্থী হয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিজেপির খগেন মুর্মু এবং কংগ্রেসের মোস্তাক আলম। উত্তর মালদা লোকসভা কেন্দ্রে মোট সাতটি বিধানসভার মধ্যে রয়েছে- পুরাতন মালদা, হবিবপুর , গাজোল, চাচোল, রতুয়া, মালতিপুর এবং হরিশ্চন্দ্রপুর। সব মিলিয়ে মালদহ উত্তরে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৮১২ টি। স্পর্শকাতর ভোটকেন্দ্র ৬৫১মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা রয়েছে ১৮ লক্ষ ৫৮ হাজার ১১৬। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৫৫ জন। পুরুষ ভোট রয়েছে ৯ লক্ষ ৪৪ হাজার ৩৩৩ । মহিলা ভোটার রয়েছে ৯ লক্ষ ১৩ হাজার ৭২৮ জন।
মালদহ দক্ষিণ লোকসভা (Malda Dakshin Lok Sabha)
অন্যদিকে মালদহ দক্ষিণে লোকসভা কেন্দ্রের অধীনে রয়েছে সাতটি বিধানসভা কেন্দ্র। ইংরেজবাজার, মানিকচক, সুজাপুর, মোথাবাড়ি, বৈষ্ণবনগর, ফরাক্কা, সামশেরগঞ্জ নিয়ে মালদহ দক্ষিণ লোকসভা।
এই লোকসভায় মোট বুথ ১ হাজার ৯৭৪ টি। স্পর্শকাতর ভোটকেন্দ্র রয়েছে ৭০২ টি।
মালদহ দক্ষিণে এবার তৃণমূলের তরফে প্রার্থী হয়েছেন, শাহনওয়াজ আলি রেইহান, বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরী এবং কংগ্রেসের ইশা খান চৌধুরী।
মালদহ দক্ষিণে কি কাজ করবে গনি ম্যাজিক? পরিসংখ্যান বলছে, এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা রয়েছে ১৭ লক্ষ ৭৯ হাজার ৮২৬। পুরুষ ভোটার রয়েছে ৮ লক্ষ ৯৮ হাজার ৪৪৩ । মহিলা ভোটার রয়েছে ৮ লক্ষ ৮১ হাজার ৩৪৫। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৪৮ জন। সব বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী। থাকছে সিসিক্যামেরা ও ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা।
নির্বাচন কমিশন সূত্রে খবর, তৃতীয় দফার ভোটে থাকছে ৪০৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। যার মধ্যে ৩৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চার কেন্দ্রে ভোটের কাজে ব্যবহৃত হবে। মালদা জেলায় কিউআরটি মোতায়েন থাকবে ১৪৩ সেকশন।
মুর্শিদাবাদ লোকসভা (Murshidabad Lok Sabha)
সকাল ৮টা: ভোট শুরুর আগেই মুর্শিদাবাদের ডোমকলে বোমাবাজির অভিযোগ। কংগ্রেস সমর্থকের বাড়ির লক্ষ্য করে সকেট বোমা ছোড়ার অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী।
এবার মুর্শিদাবাদে মূলত ত্রিমুখী লড়াই। ঘাস ফুলের হয়ে লড়াই করছেন বিদায়ী সাংসদ আবু তাহের খান। পদ্ম শিবির আস্থা রেখেছে বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের উপর। কলকাতা থেকে সোজা মুর্শিদাবাদ এসে লড়াই করে জোর টক্কর দিয়েছেন পথে প্রচারে নেমে মহম্মদ সেলিম। যদিও সমঝোতারা তোয়াক্কা না করেই মুর্শিদাবাদে প্রার্থী দিয়েছে আইএসএফও। মুর্শিদাবাদ বিধানসভাটি একমাত্র বিজেপির দখলে থাকলেও বাকি ছ’টা আসন রয়েছে তৃণমূলের দখলে। মুর্শিদাবাদ, ভগবানগোলা, হরিহরপাড়া, রানিনগর, জলঙ্গি, ডোমকল ও নদীয়া জেলার করিমপুর নিয়ে গঠিত মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র।
মুর্শিদাবাদে মোট ভোটার – ১৮ লক্ষ ৮৮ হাজার ৯১। মোট পুরুষ ভোটার – ৮ লক্ষ ৬২ হাজার ১৭৭, মহিলা ভোটার – ৯ লক্ষ ২৫ হাজার ৮৮৬, কেন্দ্রীয় বাহিনী – ১১৪ কোম্পানি, স্পর্শকাতর বুথ – ৭১৫
জঙ্গিপুর লোকসভা (Jangipur Lok Sabha)
খড়গ্রাম, নবগ্রাম, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সুতি, সাগরদিঘী ও লালগোলা বিধানসভা নিয়ে জঙ্গিপুর লোকসভা। জঙ্গিপুরে মোট ভোটার – ১৮ লক্ষ ৪ হাজার ৭৬৫। মোট পুরুষ ভোটার – ৯লক্ষ ১৬ হাজার ৯১৮, মোট মহিলা ভোটার – ৮ লক্ষ ৮৭ হাজার ৮২৪, জঙ্গিপুর লোকসভায় মোট বুথ – ১৮৫১, জঙ্গিপুর কেন্দ্রে ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী