জীবনতলায় আক্রান্ত বিজেপির মণ্ডল সভাপতি, কাঠগড়ায় শাসকদল, অভিযোগ অস্বীকার তৃণমূলের

0 61

ক্যানিং-এর জীবনতলায় রবিরার সকালে ছড়াল উত্তেজনা। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও, অভিযোগ অস্বীকার শাসকদলের।

দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। ইতিমধ্যেই ভাইরাল বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের ছবি। দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং পূর্ব বিধানসভার মঠেরদীঘি গ্রাম বিজেপি প্রার্থী অশোক কান্ডারী সমর্থনে এটি নির্বাচনীয় প্রচার ছিল। স্থানীয় বিজেপির মন্ডল সভাপতি নেতৃত্বে এই নির্বাচনী প্রচার হওয়ার কথা ছিল রবিবার। কিন্তু সেই প্রচার শুরুর আগে বিজেপির মন্ডল সভাপতিকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। এই ঘটনায় আক্রান্ত হয় বেশ কয়েকজন। আক্রান্তরা স্থানীয় মঠেরদীঘি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা তদন্তে পুলিশ।

বিজেপি-ই তাদের উপরে হামলা করেছে বলে দাবি করেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তাঁর অভিযোগ, বিজেপি-র হামলায় তাদের ৪ জন জখম হয়েছে। দুজনকে চিত্তরঞ্জন হাসপাতালেও রেফার করা হয়েছে এবং দুজন মঠের দিঘি হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানিয়েছেন তিনি।

বিধানসভা ভোটের পর থেকেই রাজনৈতিক সংঘর্ষে বার বার উত্তপ্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকা। লোকসঙার আগে ফের উত্তপ্ত ক্য়ানিং। শান্তিপূর্ণ নির্বাচন হবে তো , প্রশ্ন তুলছে সাধারণ মানুষ।

Leave A Reply

Your email address will not be published.