LokSabha Election 2024 Live story update: ভোটের সপ্তমীতে অশান্ত বাংলা, হিংসা, ছাপ্পা ভোট, ইভিএম ফেলে দেওয়া হল জলে
চলছে শেষ দফার ভোট। দেশের ৮ রাজ্য সহ কেন্দ্রশাসিত অঞ্চলে রয়েছে সপ্তম দফার লোকসভা ভোট। পশ্চিমবঙ্গ ৯, বিহার ৮, হিমাচল প্রদেশ ৪, ঝাড়খণ্ড ৩, ওড়িশা ৬, পঞ্জাব ১৩, উত্তরপ্রদেশ ১৩ এবং চণ্ডীগড় ১ কেন্দ্রের ভাগ্য গণনা। শেষ দফার ভোটে ভাগ্য পরীক্ষায় নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট রয়েছে বারাণসীতে। পরীক্ষায় নামছেন বলি অভিনেত্রী কঙ্গনা রানাউত, অভিনেতা রবি কিষাণ থেকে লালু কন্যা।
শেষ দফার ভোটে রয়েছে বাংলার ৮ কেন্দ্র। বারাসত, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তরে ভোট গ্রহণ। সব খবর সবার আগে পেতে চোখ রাখুন NKTV বাংলার লাইভ স্টোরিতে।
ডায়মন্ড হারাবার লোকসভা
দুপুর ১২:৪৭
১। সরিষার নাহান্না স্কুলে সিপিএম এবং বিজেপির চিহ্নে কালো টেপ লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদ করায় রাস্তায় ফেলে বেধড়ক মারধর সিপিএম কর্মীকে।
সকালঃ ১১.৩০
১। বিজেপি এজেন্টকে বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ ডায়মন্ড হারবারে।
সকালঃ ৮.৩০টা
১। ডায়মন্ডহারবারে ‘ভুয়ো এজেন্ট’ ধরলেন সিপিএম প্রার্থী।
তৃণমূলের প্রার্থী ঘাসফুলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী করেছে ভূমিপুত্র অভিজিৎ দাসকে। জোট সমর্থিত বাম প্রার্থী তরুণ নেতা তথা আইনের ছাত্র প্রতীক-উর-রহমান। প্রার্থী দিয়েছে আইএসএফ। লড়ছেন মজনু লস্কর।\
কলকাতা উত্তর লোকসভা
দুপুর ১:২৪
১। কলকাতা উত্তরে শোভাবাজারে ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনন্দ সরকারের বিরুদ্ধে ঘরে আটকে রেখে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, খবর পেয়েই ঘটনাস্থলে যাচ্ছেন বিজেপি প্রার্থী তাপস রায়।
দুপুর ১২:৫৭
১। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়কে ঘিরে বিক্ষোভ। উল্টোডাঙায় বুথে যেতেই তেড়ে আসেন এলাকাবাসী। কোনওক্রমে তাঁকে বার করে আনেন নিরাপত্তারক্ষীরা।
দুপুর ১২:৩৮
১। কলকাতা উত্তর কেন্দ্রে বেলেঘাটার ফুলবাগানে ২২০ নম্বর বুথের কংগ্রেসের বুথ এজেন্ট বিজন চট্টোপাধ্যায়কে মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ। বিজনের দাবি, তাঁকে বুথ থেকে টেনে বাইরে বার করে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করেছে তৃণমূল কর্মীরা। পরে কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য ঐ আক্রান্ত এজেন্টকে বুথে বসিয়ে দিয়ে আসেন।
সকালঃ ১০টা
১। উত্তর কলকাতার কাশীপুরে উত্তেজনা।
২। বরাহনগরের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য হাতাহাতিতে জড়িয়ে পরলেন।
এই আসনে ঘাসফুলে প্রার্থী তিনবারের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। বিপক্ষে বিজেপির প্রার্থী মমতার ৩৩ বছরের সঙ্গী অভিমানী তাপস রায়। তৃণমূলের প্রার্থীর নাম ঘোষণার পরেই বিজেপিতে যোগ দিয়ে প্রার্থী হন তিনি। কলকাতা উত্তরের জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী পোড় খাওয়া রাজনীতিক, তথা বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্য। এই আসনে লড়াই আসলে ইগো’র।
কলকাতা দক্ষিণ লোকসভা
দুপুর ১২:৪৪
১। কলকাতা দক্ষিণে নানা ওয়ার্ডে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট মারার অভিযোগ বিজেপির। বেহালা পশ্চিমের ১২৭ নম্বর ওয়ার্ডের ২৪১, ২৪২, ২৬৫, ২৬৪, ২১২, ২১৩, ২১৪ বুথে চলছে ছাপ্পা। ছাপ্পা চলছে খিদিরপুর এবং গার্ডেনরিচের একাধিক বুথেও। কসবার ১০৭ নম্বর ওয়ার্ডের ৩০৯,৩১০, ২২৬, ২২৭ বুথে তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ। ছাপ্পা ভোট মারা নিয়ে কমিশনে অভিযোগ জানানো হয়েছে কংগ্রেসের তরফেও।
সকালঃ ৯টা
১। কলকাতার দক্ষিণের সিপিএম প্রার্থীর এজেন্টকে মারধর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী বিদায়ী সাংসদ মালা রায়। কংগ্রেস-তৃণমূল-কংগ্রেস করে ২০১৫ সালে আবার তৃণমূলে যোগ দেন মালা। ২০১৯ সালে কলকাতা দক্ষিণে সুব্রত বক্সী ভোটে লড়তে না চাইলে দল প্রার্থী করে তাঁকে। জিতে সাংসদ হন। মালা রায়ের বিপক্ষে বিজেপি প্রার্থী রায়গঞ্জের বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। বামেদের প্রার্থী সায়রা শাহ আলম।
যাদবপুর লোকসভা কেন্দ্র
দুপুর ১:৪৩
১। ভাঙরের ৩৯, ৪০, ৪৬ এবং ৪৪ নম্বর বুথে ভোটারদের ভোট দিতে বাঁধা। আইএস কর্মীদের বুথে বসতেও বাঁধা দেওয়ার অভিযোগ তৃণমূলের প্রধানের বিরুদ্ধে। দুপুর পৌনে ২টো অবধি ভোট দিতে পারেননি প্রায় ৯০০ ভোটার।
দুপুর ১:২৯
১। যাদবপুর বিধানসভা কেন্দ্রের ১০২ নম্বর ওয়ার্ডে সিপিএমের ৬টি ক্যাম্প অফিস ভাঙচুর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আহত বেশ কয়েকজন সিপিএম কর্মী। তৃণমূলের দাবি, দু’পক্ষের মধ্যেই মারপিট হয়েছে।
দুপুর ১২:৫৪
১। যাদবপুরে বাইক বাহিনীর দৌরাত্ম্য। ভাঙচুরের অভিযোগ।
দুপুরঃ ১২টা
১। যাদবপুর সিপিএমের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ।
সকালঃ ১১টা
১। ভোটের দায়িত্বে ভাঙড়ে গিয়ে আহত ৭০ এবং ৭১ নম্বর বুথের দায়িত্বে থাকা কলকাতা পুলিশের কর্মী এম আই খান।
সকাল ১০টা
১। ফুলবাড়িতে পুলিশের গাড়ি আটকে দেওয়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে।
সকালঃ ৯.৩০
১। সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে ‘গো ব্যাক’ স্লোগান।
২। যাদবপুর লোকসভা কেন্দ্রের সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উমাচরণ স্কুল জগদ্দল ১০ নম্বর বুথে এখনও ভোটগ্রহণ শুরু হয়নি।
৩। ভাঙড়ের ফুলবাড়িতে তৃণমূল-আইএসএফের মারামারি।
৪। সিপিএম প্রার্থী সৃজন বভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ। পুলিশি হস্তক্ষেপে কোনওরকম সেখান থেকে বেরিয়ে আসেন সৃজন।
সকালঃ ৯টা
১। সোনারপুর উত্তর বিধানসভার খেয়াদহ-২ অঞ্চলের ৩০ নম্বর বুথে বিজেপি এজেন্টকে বুথে ঢুকতে ‘বাধা’। বিজেপি এজেন্টের নথিপত্র কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ।
২। ভাঙড়ের কালিকাপুর ২৪৫ নম্বর বুথে ইভিএম খারাপ। ভোট গ্রহণ বন্ধ।
৩। বারুইপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রভবনে ১৩২ নম্বর বুথে ইভিএম মেশিন খারাপ থাকায় সকাল থেকেই ভোট দিতে পারেননি ভোটাররা। প্রায় দেড় ঘন্টা পর মেশিন ঠিক হয়।
সকালঃ ৭টা
১। ভোটের সকালে উত্তপ্ত পরিস্থিতি ভাঙড়ে। আইএসএফ-তৃণমূলের এজেন্ট বসানোকে কেন্দ্র করে উত্তেজনা, বোমাবাজি।
২। ভোটের সকালে তাজা বোমা উদ্ধার ভাঙড়ে।
৩। ভাঙড়ের নলমুড়িতে আইএসএফ-তৃণমূল সংঘর্ষ, মাথা ফাটল একাধিক জনের।
এক সময়ে বাম নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে ১৯ হাজার ভোটে এই কেন্দ্রে হারিয়ে নিজের রাজনৈতিক উত্থান শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঐতিহাসিক সেই কেন্দ্রে এবারে তৃণমূলের টিকিটে লড়ছেন অভিনেত্রী সায়নী ঘোষ। বিপক্ষে রয়েছে বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি এবং বামেদের তরুণ নেতা সৃজন ভট্টাচার্য।
দমদম লোকসভা কেন্দ্র
বিকেল৫:৩৮
১। সোদপুরের নন্দনকানন এলাকায় বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান। হামলা সাংবাদিকদের গাড়ির উপরেও।
দুপুর ৪:১৭
১। দমদমে ২৪৯ নম্বর বুথে জহরলাল নেহেরু বিদ্যাপীঠ স্কুলে ছাপ্পা ভোটের অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে বাম প্রার্থী সুজন চক্রবর্তী। অভিযোগ জানানোর ৪০ মিনিট পর পৌঁছল পুলিশ।
দুপুর ২:৩২
১। বরানগরের উপনির্বাচনে অশান্তি। বিজেপি প্রার্থী সজল ঘোষকে ঘিরে আলমবাজারে বিক্ষোভ।
২। দক্ষিণ দমদম পুরসভার ১ নম্বর ওয়ার্ডে বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল নেতা প্রবীর পালের নেতৃত্বেই হামলার ঘটনা বলে খবর, ছড়িয়েছে উত্তেজনা।
দুপুর ১:৫৩
১। বরাহনগরে ২ নম্বর ওয়ার্ডে কত নম্বর বোতাম টিপে ভোট দিতে হবে, নির্বাচনের সকালে মাইকে করে প্রচার করে বলে দিলেন তৃণমূল নেতা।
সকালঃ ১১টা
১। দমদমের মুড়াগাছায় সুজন চক্রবর্তীকে ‘গো-ব্যাক’ স্লোগান।
শেষ দফার ভোটে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র দমদম। অতীতে বাম আমলেও পদ্ম ফুটেছে এই কেন্দ্র। ২০০৯ থেকে সাংসদ সৌগত রায়। যিনি আবার তৃণমূলের নবীন-প্রবীণ দ্বন্দ্বে প্রবীণদের দলে। তাই অভিষেকের পছন্দের প্রার্থীদের তালিকায় নেই সৌগত। এই কেন্দ্রে প্রচারে আসেননি অভিষেক। তবে অভিষেক না আসলেও বিশেষ ভাবে গুরুত্ব দিয়ে প্রচারে ঝড় তুলেছিলেন মমতা। বিপক্ষে রয়েছে বিজেপি প্রার্থী ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন তৃণমূল নেতা শীলভদ্র দত্ত। যাকে গাড়িতে করে আবার রোড শো করেছেন স্বয়ং মোদী। বাম প্রার্থীকেও অবহেলা করার জো নেই। কারণ জোট সমর্থিত বাম প্রার্থী রাজ্যে বামেদের অন্যতম প্রধান মুখ সুজন চক্রবর্তী।
বসিরহাট লোকসভা কেন্দ্র
দুপুর ৪:৫৩
১। বাসন্তী হাইওয়েতে পথ অবরোধ মহিলাদের। সন্দেশখালিতে বিজেপি কর্মীদের মুক্তির দাবিতে পথ অবরোধ করল মহিলারা।
দুপুর ৪:১০
১। সকাল ১১টার পর সন্দেশখালিতে ২৫ এবং ২৬ নম্বর বুথে ভোটারদের ভোট দিতে বাঁধা। তৃণমূলের বহিরাগত দুষ্কৃতীরা এসে পরিস্থিতি অশান্ত করে তোলে বলে অভিযোগ।
২। সন্দেশখালির বেড়মজুরে আগারহাটিতে মহিলাদের উপর হামলা চালানোর অভিযোগ। পুলিশি
নিষ্ক্রিয়তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।
৩। প্রতিবাদ করলে পালটা গ্রামবাসীদের উপরে পুলিশের চড়াও হওয়ার অভিযোগ।
দুপুর ৩:৫০
১। সন্দেশখালিতে বাড়ছে উত্তেজনা। সন্দেশখালির বয়ারমারিতে পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি স্থানীয় গ্রামবাসীদের। রাজবাড়ি এলাকাতেও আহত স্থানীয় এক মহিলা। রাজবাড়ি ফাঁড়ির বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা।
দুপুর ৩:২৪
১। সরবেরিয়ার কানমাড়িতে তুমুল উত্তেজনা। পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। রাস্তায় গাছ ফেলে অবরোধ। ভোটারদের ভোট দানে বাধা দেওয়ার অভিযোগ। রাস্তায় গাছ ফেলে পথ অবরোধ করল গ্রামবাসীরা। ‘পুলিশের উর্দি গায়ে থাকবে না’ বলেও হুমকি দেন রেখা। গ্রামবাসীদের অভিযোগ সকাল থেকেই ‘বহিরাগতদের’ নিয়ে এসে ভোট প্রক্রিয়া ব্যহত করার চেষ্টা চলছে। রেখা পাত্রের নেতৃত্বে লাঠিসোঁটা-বাঁশ নিয়ে রাজবাড়ি থানা ঘেরাও অভিযানে গ্রামের মহিলারাও। অভিযোগ বিনা কারণে পুলিশ তুলে নিয়ে গিয়ে আটক করেছে নিরাপরাধ গ্রামবাসীদের।
দুপুর ১:৫৭
১। বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালিতে বয়ারমারিতে বিজেপি-তৃণমূল সংঘর্ষ। সংঘর্ষ চলাকালীন সময় তিন রাউন্ড গুলি চালানোরও অভিযোগ। ঘটনায় গুরুতর আহত তৃণমূলের অঞ্চল সভাপতি নলিনী খাটুয়া-সহ দু’জন। আহত রামকিঙ্কর জানা নামের এক বিজেপি কর্মী। আক্রান্তদের হাটগাছি পিএইচসি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা চলছে। এলাকা ছড়িয়েছে তুমুল উত্তেজনা।
দুপুর ১:৩৩
১। বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালিতে বয়ারমারীতে বিজেপি-তৃণমূল সংঘর্ষ। মাথা ফাটল বিজেপি কর্মী চঞ্চল খাটুয়ার।
দুপুরঃ ১২ টা
১। বসিরহাট লোকসভা কেন্দ্রের হিঙ্গলগঞ্জে বিজেপি কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে।
সকালঃ ১১টা
১। বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের ভবানীপুরে ৬৬ নম্বর বুথে আক্রান্ত তৃণমূল কর্মী।
২। সন্দেশখালিতে আক্রান্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী।
সকালঃ ৯টা
১। বসিরহাটে ৬৫ নম্বর বুথের বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
২। বসিরহাট লোকসভার সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার সন্দেশখালির খুলনা গ্রাম পঞ্চায়েতের ১৭০ নম্বর বুথে ভোট দিলেন।
১। বসিরহাটে লোকসভা কেন্দ্রে সিপিএম এজেন্টকে বুথে বসতে ‘বাধা’। গায়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ।
২। কুলটি কামারগাছির ৭২ ও ৭৩ নম্বর বুথে বিজেপি এজেন্টদের বসতে ‘বাধা’। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
আগামীকাল বাংলার যেসব কেন্দ্রে গোটা দেশের নজর রয়েছে তার মধ্যে একটি হল বসিরহাট লোকসভা কেন্দ্র। কারণ এই লোকসভা কেন্দ্রেই রয়েছে সন্দেশখালি। যা নিয়ে গত কয়েক মাসে উত্তাল হয়েছে রাজ্য তথা দেশের রাজনীতি। বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে সন্দেশখালিতে নির্যাতিতাদের আন্দোলনের প্রধান মুখ রেখা পাত্রকে। তৃণমূলের প্রার্থী হাজি নুর আলম। এবং জোটের পক্ষে বামদের প্রার্থী নিরাপদ সর্দার।
জয়নগর লোকসভা কেন্দ্র
দুপুর ১:০৯
১। মৈপীঠের বৈকুণ্ঠপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আক্রান্ত বিজেপি কর্মীরা। ভেঙেছে হাত-পা। ভোট দিতে যাওয়ার সময় হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পালটা আক্রমণের অভিযোগ তৃণমূলের।
২। ঝড়খালিতে ২০৭ নম্বর বুথে বিরোধীদের ভোট দিতে যেতে বাঁধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ। উত্তেজনা এলাকায়।
সকাল ৯.৫০
১। জয়নগর লোকসভা কেন্দ্রের কুলতলি বিধানসভার মেরিগঞ্জ ২ গ্রাম পঞ্চায়েতে ৪০ এবং ৪১ নম্বর বুথে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। আহত ৬ জন।
২। ক্যানিংয়ে ভোটারদের ভোট দিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
সকাল ৮টায়
১। জয়নগরের মেরিগঞ্জে জলে ইভিএম ফেলে দেওয়ার অভিযোগ।
২। জয়নগর লোকসভা কেন্দ্রের গোলাবাড়ি বাজারে বোমাবাজি।
নোনা জলের জয়নগরে তৃণমূল প্রার্থী প্রাক্তন ডব্লুবিসিএস অফিসার তথা বিদায়ী সাংসদ প্রতিমা মন্ডল। বিজেপির প্রার্থী অশোক কান্ডারি। জোটের হয়ে আরেএসপি প্রার্থী সমরেন্দ্রনাথ মন্ডল। এই আসনে বরাবর শক্তিশালী এসইউসিআই, অতীতে দুবার সাংসদ পেয়েছে তাঁরা। এই বারে এসইউসিআই প্রার্থী নিরঞ্জন নস্কর। তবে প্রার্থী যেই হোক না কেন বীরভূমের কেষ্টর মতোই বাম আমল থেকেই এই আসনের ভোট পরিচালক অতীতের বাম নেতা তথা বর্তমানে তৃণমূলের ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। যদিও ভোটের দিন নিজের বিধানসভা এলাকার বাইরে শওকত যেতে পারবে না বলেই বির্দেশ কমিশনের।
মথুরাপুর লোকসভা কেন্দ্র
সকালঃ ১০.৪০
১। মথুরাপুরে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের।
১। মথুরাপুরের সরবেড়িয়া বুথে বিজেপি এজেন্টদের বুথে বসতে ‘বাধা’।
শেষ বার এই কেন্দ্রে তৃণমূলের টিকিটে জিতে প্রার্থী হয়েছিলেন চৌধুরী মোহন জাটুয়া। এই বারে ঘাসফুলের প্রার্থী বাপি হালদার। বিজেপি প্রার্থী করেছে অশোক পুরকায়েতকে। আর জোট সমর্থিত বাম প্রার্থী শরৎচন্দ্র হালদার।
বারাসত লোকসভা কেন্দ্র
দুপুর ২:৪৪
১। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ, ভোট দানে বাঁধা। ইটবৃষ্টি, মারপিট উত্তেজনা ছড়িয়েছে অশোকনগরের বাকপুলে। অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে।
২। অশোকনগর বিধানসভায় ফের অশান্তি, সংঘর্ষ আইএসএফ-তৃণমূল কর্মীদের মধ্যে। সেনাবাহিনী এসে পরিস্থিতির মোকাবিলা করে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী সরে যেতেই আবার ছড়িয়েছে উত্তেজনা। চলছে ইটবৃষ্টি, হামলা।
দুপুর ১:১৬
১। অশোকনগরে বুথে যেতেই বিজেপি প্রার্থীকে ‘গো ব্যাক’ স্লোগান। স্বপন মজুমদারকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। কিউআরটি টিম গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
১। তৃণমূলের পোলিং এজেন্টকে বুথে ঢুকতে ‘বাধা’।
বারাসতে তৃণমূল প্রার্থী বিদায়ী সাংসদ কাকলী ঘোষ দস্তিদার। বিজেপির হয়ে ভোটে লড়ছেন স্বপন মজুমদার। জোট সমর্থিত এআইএফবি প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়।
রাজ্যে হেভওয়েট নেতাদের মধ্যে রয়েছে তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যপাধ্যায়, বিপরীতে বিজেপি প্রার্থী তাপস রায়। কলকাতা দক্ষিণে তৃণমূলের মালা রায়ের লড়াই কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর সঙ্গে। বিশেষ নজরে রয়েছে বসিরহাট লোকসভা। কারণ এই কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালি। কিছুদিন আগেও যেই নাম পরিচিত ছিল না রাজ্যে তাই আজ সারা দেশে অন্যতম আলোচ্য বিষয়। ত্রিমুখী লড়াই দমদম লোকসভা কেন্দ্রেও। তৃণমূল প্রার্থী সৌগত রায়ের বিপক্ষে রয়েছেন বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত এবং বাম প্রার্থী সুজন চক্রবর্তী। জোর টক্কর যাদবপুর লোকসভা কেন্দ্রেও। তৃণমূল প্রার্থী করেছে অভিনেত্রী তথা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সায়নী ঘোষকে, বিপক্ষে বামেদের প্রার্থী তরুণ নেতা সৃজন ভট্টাচার্য এবং বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি।
সপ্তম দফায় রাজ্যে মোতায়েন করা হয়েছে ৯৬৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জোর দেওয়া হয়েছে কিউআরটি টিমের উপরেও। সুন্দরবনে ভোট পরিচালনা এবং নিরাপত্তার কারণে উড়বে ড্রোন, খবর কমিশন সূত্রে। ভোটের আগেই উত্তেজিত ভাঙর, তাই অতিরিক্ত নজর রয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রেও।