ভোটের আগে থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে মেদিনীপুরের তিন কেন্দ্রে। কখনও প্রার্থীর নমিনেশনকে ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা তো কখনও আবার বিজেপি কর্মী খুনের কারণে অগ্নিগর্ভ হয়েছে পরিস্থিতি। অশান্তি সামাল দিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। অধিকারী গড়ে কেমন চলছে ভোট? জানুন সবার আগে NKTV বাংলায়।
তমলুক
দুপুর ৪:০৫
১। ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দার আপ্ত সহায়কের বাড়িতে পুলিশি তল্লাশির প্রতিবাদে ধর্নায় বসলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কেন হানা তা জানতেই ধর্নায় অভিজিৎ। অভিযোগ, ময়না পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম গুরু ‘মিসিং’ রয়েছেন। শুক্রবার রাত থেকে তাঁর দুটো ফোনে বহুবার ফোন করা হয়েছে। কিন্তু ফোন তোলেননি তিনি। গৌতমের স্ত্রীর কাছ থেকে এই অভিযোগ পেয়েই তাঁর বাড়িতে যান বিজেপি প্রার্থী।
দুপুর ২:২৩১।
নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল কর্মী। অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। জখম তৃণমূল কর্মীকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে
সকাল ১:৩৩
১। নন্দীগ্রামে ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে বলে যে ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়েছে তৃণমূল, তা সঠিক নয় বলে জানাল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিক শনিবার এ কথা জানিয়েছেন।
সকাল ১২:১৯
১। অবাধে চলছে ছাপ্পা ভোট। নেই কেন্দ্রীয় বাহিনী। নন্দীগ্রাম ১ এর সোনাচুড়ায় গঙ্গাবাসুলি প্রাইমারি স্কুলের ২৭৯ নম্বর বুথে চলছে ছাপ্পা ভোট। ভিডিয়ো পোস্ট করে সমাজমাধ্যমে অভিযোগ তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের। তিনি ছাপ্পা ভোটের ভিডিয়ো পোস্ট করে লেখেন, ‘লজ্জা করুন শুভেন্দুবাবু’
সকাল ১২:০০
১। কেশপুরের আনন্দপুরে হিরণের গাড়িতে ঢিল ছোঁড়ার অভিযোগ।
সকাল ১১:৩০
১। তুলকালাম পরিস্থিতি কেশপুরের মুগবাসান এলাকায়। বিজেপি হিরণের গাড়ি আটকালো তৃণমূল কর্মীরা। বিজেপি কর্মীকে ঢুকতে দেওয়া হবে না, দাবি তৃণমূলের। কোনওক্রমে গাড়িতে তুলে হিরণকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা নিরাপত্তারক্ষীদের। প্রসঙ্গত, এখানেই ২০১৯ সালে বিজেপি প্রার্থী ভারতী ঘোষের গাড়ি আটকে ভাঙচুর করা হয়েছিল, ভাঙা হয়েছিল সংবাদমাধ্যমের গাড়িও। একই জায়গায় আবার বাঁধা বিজেপি প্রার্থী হিরণকে।
২। ‘এটা কি পাকিস্তান? দেখে নেব তোদের কত দম!’ পালটা হুমকি হিরণের
সকাল ১১:১৬
১। নন্দীগ্রামে বিজেপির ভোটারদের বুথে যাওয়ার আগে রাস্তায় মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সাত জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক, নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
সকাল ১১:১৫
১। অভিযোগ জানানোর প্রায় ৩০ মিনিট পরে পৌছল কিউআরটি টিম। বিক্ষোভ ছত্রভঙ্গ করার চেষ্টা। প্রায় ৪৫ মিনিট একই বুথে আটকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
সকাল ১০:৫৩
১। বুথ দখল করে ছাপ্পা ভোট চলছে, অভিযোগ পেয়ে বুথ পরিদর্শনে গিয়ে হলদিয়ায় বিক্ষোভের মুখে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপি নেতৃত্ব এবং প্রার্থীকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের।
সকাল ১০:৩৩
১। নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ার ২৩৭ নম্বর বুথে জমায়েতের অভিযোগ। কেন্দ্রীর বাহিনী ভিড় সরাতে লাঠি চার্য করলে সেই সময় আহত হয় একজন বৃদ্ধ।
সকাল ৯:০৭
১। নন্দীগ্রামে বিজেপির বিরুদ্ধে সেতু ভাঙার অভিযোগ তৃণমূলের। গ্রাম থেকে মানুষ যাতে বুথ পর্যন্ত পৌঁছতে না পারেন, তাই সংযোগকারী সেতু ভেঙে ফেলা হয়েছে। তাতে ভোটারেরা সমস্যায় পড়েছেন বলে দাবি শাসক দলের।
সকাল ৮:৫৪
১। নন্দীগ্রামে বোমাবাজির অভিযোগ গতকাল রাত থেকে। সোনাচূড়ার মনসাবাজার এলাকাতেই গতকাল রাত থেকে আজ সকালে দফায় দফায় বোমাবাজি। সন্ত্রাস ছাড়াতেই বোমাবাজি করছে তৃণমূল, অভিযোগ বিজেপির।
সকাল ৮:৪৮
১। হলদিয়া ১৯ নম্বর ওয়ার্ডে ২২৭, ২২৮ নম্বর বুথে সিপিএম এজেন্টকে তুলে নেওয়ার অভিযোগ।
সকাল ৮:২৬
১। হলদিয়ায় ২২৭ নম্বর বুথের সিপিএম এজেন্টকে অপহরণের অভিযোগ। নয়ন প্রামাণিক এবং আশিস প্রামাণিক নামের দুই এজেন্টকে ভোর সাড়ে ৫টা থেকে পাওয়া যাচ্ছে না বলে জানান বাম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়।
সকাল ৭:৫৬
১। তমলুকে তৃণমূলের দু’জন এজেন্টকে ‘অপহরণ’ করার অভিযোগ। দু’জন এজেন্টকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের।
সকাল ৭:৪১
১। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিরুলিয়া ১৩৪ নম্বর বুথের অঞ্চল সভাপতি অরুণাভ জানাকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
সকাল ৭:২৬
১। বুথ পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হলদিয়ায় ২০৮ নম্বর বুথের কাছে ভবানীপুর অঞ্চলে কাশীপুর প্রাইমারি স্কুলে বিজেপির এজেন্টকে বসতে বাঁধা দেওয়া হয়। তখন নিজের এজেন্টকে বসাতে নিয়ে গেলে তাঁকে দেখেই ‘গো ব্যাক’ এবং ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়।
২। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথায়, ‘এই কাজ তৃণমূল ছাড়া আর কাউর হতে পারে না। অনেক জায়গায় আমাদের কর্মীদের বসতে দেওয়া হচ্ছে না। আমি অশান্তির আশঙ্কা করছি।’
সকাল ৭:১৫
১। ভোটের আগের রাতেই খুন তৃণমূল কর্মী। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ধারালো অস্ত্র, লাঠি নিয়ে আক্রমণ করে বিজেপি কর্মীরা। মহিষাদলের তৃণমূল নেতা শেখ মইবুল। হাসপাতালে নিয়ে গেলেও হয়নি শেষ রক্ষা।
ভোটের সমীকরণ
এই বারের ভোটে হাইভোল্টেজ কেন্দ্র তমলুক। কারণ বিচারপতি চেয়ার থেকে সোজা ভোট যুদ্ধে নেমেছেন এখানকার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজনীতিতে নেমেই একাধিক বিতর্কে জড়িয়েছেন রণনীতিতে অপটু অভিজিৎ। বিতর্কিত মন্তব্য করে কমিশনের কাছ থেকে শো কজ নোটিস পেয়েছেন, জবাবে সন্তুষ্ট না হওয়ায় নিশেধাজ্ঞা জারি হয়েছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। প্রতিপক্ষ তৃণমূলের প্রার্থী ‘খেলা হবে’ গানের স্রষ্টা তরুণ নেতা মাত্র ২৮ বছরের দেবাংশু ভট্টাচার্য। বামেরাও ভরসা রেখেছে যুব ব্রিগেডেই। প্রার্থী করেছে আইনজীবী সায়ন ব্যানার্জিকে।
ঘাটাল
সকাল ১২:৩৬
১। কেশপুরে আবার বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। গাছের গুঁড়ি ফেলে, ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় রাস্তা। তারপরে টায়ার জ্বেলে আগুন ধরানো হয়। স্থানীয়দের দাবি যে কেন্দ্র সরকার আবাসের টাকা, ১০০ দিনের টাকা আটকেছে তাঁদের কোনও প্রতিনিধিকে ঢুকতে দেওয়া হবে না। ‘গো ব্যাক’ স্লোগান। ডিআইজি সিআরপিএফের উপস্থিতিতেই ঘটে এই ঘটনা। নেই কিউআরটি, নেই পর্যাপ্ত বাহিনী, হিরণকে ফিরে যাওয়ার অনুরোধ করেন ডিআইজি।
২। হতাশ হয়ে বুথ পরিদর্শন না করেই ফিরতে হল বিজেপি প্রার্থীকে। ‘এই লুঙ্গি বাহিনী, হার্মাদ বাহিনী কী করল দেখুন।’ বলেন হিরণ।
সকাল ১০:১৩
১। ঘাটালের কেশপুরের শ্যামচাঁদপুর স্কুলে বুথ জ্যামিংয়ের অভিযোগ। ঘটনাস্থলে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। হিরণের কনভয় ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। বাঁশ-লাঠি নিয়ে চড়াও। গত রাতে হিরণের নেতৃত্বে সন্ত্রাস চালিয়েছে বিজেপি এবং কেন্দ্রীয় বাহিনী। বিক্ষুব্ধ গ্রামবাসী। হিরণ নিজে দাঁড়িয়ে থেকে মারধর করেছে। বিজেপি প্রার্থীকে হাত জোড় করে ক্ষমা চাইতে হবে, দাবি স্থানীয় বাসিন্দাদের। ক্ষমা না চাইলে যেতে পারবেন না হিরণময় চট্টোপাধ্যায়, দাবি তৃণমূল কর্মী এবং গ্রামবাসীদের।
সকাল ৯:৩৭
১। সবংয়ে বিজেপির পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের। যুবকের মাথায় আঘাত লেগেছে, তিনি এখন সবং হাসপাতালে চিকিৎসাধীন।
সকাল ৮:৩৩
১। হিরণের কনভয়ে গাড়ির সংখ্যা অনেক বেশি। অভিযোগ পুলিশের। বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী।
২। বুথের ভিতরে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের সঙ্গেও বচসা। ‘কেন্দ্রীয় বাহিনী কোনও কাজ করেনি, কাল সারারাত তাঁরা শুধু স্কুলে বসে খাওয়া দাওয়া করেছে আর ঘুমিয়েছে।’
সকাল ৭:৪০
১। কেশপুরের ১৮০ নম্বর মহিষদা বুথে ইভিএম বিকল। শুরু হয়নি ভোটগ্রহণ।
সকাল ৭:৩১
১। ‘পিংলা, সবং এবং কেশপুরে গতকাল রাত থেকে চলছে ভীষণ সন্ত্রাস। কিউআরটি টিমকে ফোন করলে বলছে দেখছি দেখছি, কিন্তু কেউ আসেনি। গতকাল রাত থেকে দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলের বাইক বাহিনী। আমাদের কর্মীরা মারত খাচ্ছে’ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের।
ভোটের সমীকরণ
ভোটের মাত্র দু’দিন আগে বিরোধী দলনেতার সঙ্গে তৃণমূল প্রার্থীর টুইট যুদ্ধে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। দেবের বিরুদ্ধে গরু পাচারের টাকা নেওয়ার অভিযোগ করেন শুভেন্দু, পালটা জবাব দেন তৃণমূল প্রার্থীও। বিজেপির হয়ে লড়ছেন বাংলা ছবির আরেক নায়ক হিরণ চট্টোপাধ্যায়। বামেদের প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়।
কাঁথি
সকাল ৯:৫০
১। উত্তর কাঁথি বিধানসভার অন্তর্গত ফুলেশ্বর জীবনকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ের ১৫১ নং বুথে ইভিএম মেশিনে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী মহাশয়ের নামের উপরে সাদা স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে।
সকাল ৯:১৯
১। অর্জুননগর, নাড়ুয়াবিলা ২০০ নম্বর বুথে বিজেপি এজেন্টকে বুথে বসতে বাঁধা। প্রার্থী সৌমেন্দু অধিকারী নিজে গিয়ে বসিয়ে দিয়ে এলেন বিজেপি এজেন্টকে।
ভোটের সমীকরণ
টানা ৩ বার এই আসনে সাংসদ হয়েছেন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। তবে তা তৃণমূলের টিকিটে। এখন অধিকারী পরিবার পদ্মের অনুগত। শিশিরবাবু সরাসরি লড়াইয়ে নেই। বিজেপি প্রার্থী করেছে শুভেন্দুর ভাই সৌমেন্দ্যু অধিকারীকে। তৃণমূলের প্রার্থী পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। জোটের হয়ে লড়ছেন কংগ্রেসের উর্বশী ভট্টাচার্য।