Loksabha Election 2024 live updates: অশান্ত ব্যারাকপুর, বার বার অর্জুন সিংহকে ঘিরে বিক্ষোভ, পালটা হুঁশিয়ারি বিজেপি প্রার্থীর

0 31

আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরেই শুরু পঞ্চম দফার ভোট। দেশ জুড়ে ৪৯ কেন্দ্রে ৬৯৫ প্রার্থীর ভাগ্য নির্ধারণ। রয়েছেন একাধিক হেভিওয়েট প্রার্থীও। ভোট যুদ্ধের দামামা রাজ্য জুড়েও। লড়াই আরামবাগ, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলী এবং শ্রীরামপুরে।

প্রথম ৩ দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণ হলেও চতুর্থ দফায় রক্তাক্ত হয়েছে বাংলা। দিনভর অশান্তি বোমাবাজি, ভোট লুঠের ঘটনার স্বাক্ষী গোটা বঙ্গবাসী। পঞ্চম দফায় তাই আরও সাবধানী কমিশন। সকাল থেকেই সব জায়গায় তৈরি NKTV বাংলার প্রতিনিধিরা। সব খবর সবার আগে পেতে চোখ রাখুন NKTV বাংলা LIVE Story তে।

ব্যারাকপুর লোকসভা কেন্দ্র

দুপুর ৩:২১

১। খড়দহে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। লাঠিচার্য করল কেন্দ্রীয় বাহিনী। দুই ঘন্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচন কমিশন।

দুপুর ৩:১৪

১। ভোট দিয়ে বাড়ি ফেরার পথে হামলা। সিপিএম কর্মীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ, অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে।

দুপুর ২:১৭

১। ধুন্ধুমার কান্ড ব্যারাকপুরে। খড়দহের দেশবন্ধুপল্লিতে বিজেপি প্রার্থী অর্জুন সিংহকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান, কালো পতাকা দেখান তৃণমূল কংগ্রেস কর্মীরা। হাতাহাতি-ধস্তাধস্তির পরিস্থিতি। নিরাপত্তারক্ষীদের ঘেরা টোপে বিজেপি প্রার্থী।

দুপুর ১:৫৮

১। ব্যরাকপুরে হামলা বিজেপি নেতা কৌস্তভ বাগচীর গাড়িতে। ভাঙচুর করা হয় তাঁর গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান প্রার্থী অর্জুন সিংহ।

দুপুর ১:৩৮

১। বুথে ঢুকে প্রিসাইডিং অফিসারকে হুমকি বিজেপি প্রার্থী অর্জুন সিংহের। ‘চাকরি খেয়ে নেব’, ‘গুলি করে মারব’ বললেন বিজেপি প্রার্থী। অর্জুনের অভিযোগ ৫০ এবং ৫২ নম্বর বুথে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম দলবল নিয়ে এসেছে বিজেপি এজেন্টকে বুথ থেকে বার করে দিয়েছে। বুথের ভিতরে রাজ্য পুলিশ, ছাপ্পা ভোটেরও অভিযোগ অর্জুনের।

দুপুর ১:২৭

১। ব্যারাকপুরের কাউগাছিতে অর্জুন সিংহকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান।

২। ৪৯, ৫০, ৫১ নম্বর বুথে বিজেপি পোলিং এজেন্টকে বুথে বসতে বাঁধা।

সকাল ১০:১৮

১। আমডাঙায় বিশাল কেন্দ্রীয় বাহিনী। গন্ডগোল এড়াতে জমায়েত সরিয়ে দিল বিশাল কিউআরটি টিম।

সকাল ৯:০৫

১। বীজপুরে বুথ পরিদর্শনে যেতেই উত্তেজনা। বিজেপি প্রার্থী অর্জুন সিংহকে দেখেই গো ব্যাক স্লোগান।

সকাল ৮:৪৫

১। বীজপুর বিধানসভার অন্তর্গত কাঁচরাপাড়া ১৭৪ ১৭৫ ১৭৬ নম্বর বুথে ভোটাররা ভোট দিতে পারছে না বলে অভিযোগ বিজেপির।তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ।

সকাল ৮:৩৫

১। টিটাগড়ে নিয়ম ভেঙে ১৭ নম্বর ওয়ার্ডে ২১১ নম্বর বুথে বসার চেষ্টা নির্দল প্রার্থীর এজেন্টের। প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ সেই এজেন্টের।

সকাল ৭:০০

১। সকাল সকাল ভোট দিলেন অর্জুন সিংহ।

২। ভোট শুরু হতে না হতেই অশান্তি, আমডাঙা বিধানসভার ১২৩, ১৯৮ ১৯৯ নম্বর বুথে বিজেপির এজেন্টকে বুথে বসতে বাঁধা। ভোট দিয়ে বেরিয়ে হুঁশিয়ারি অর্জুন সিংহের।

৩। ব্যারাকপুরের টিটাগড়ে ২০৩ নম্বর বুথে উত্তেজনা। বিজেপির ভুয়ো এজেন্টকে বার করে দিল কেন্দ্রিয় বাহিনী।

হুগলী লোকসভা কেন্দ্র

দুপুর ১২:২৭

১। লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে তুমুল উত্তেজনা। ১০৭ নম্বর বুথে যেতেই ঘিরে ধরে ‘গো ব্যাক’ স্লোগান গ্রামবাসীদের। অভিযোগ গত ৫ বছরে কোনও কাজ করেননি তিনি।

২। পালটা ‘অসীমা চোর’ স্লোগান বিজেপি প্রার্থী লকেটের। স্লোগান দেন তৃণমূল নেত্রী অসীমা পাত্রের বিরুদ্ধে।

সকাল ১১:১৩

১। আশা কর্মীর সঙ্গে বচসায় জড়ালেন লকেট চট্টোপাধ্যায়। কেন বুথের বাইরে আশা কর্মী প্রশ্ন লকেটের। তাঁকে উঠে যেতেও নির্দেশ বিজেপি প্রার্থীর। ‘আমি সরকারি লোক, সরকার আমাকে বসিয়েছে কে কোন বুথে যাবে তা বলার জন্য। আমি ওনার কথায় যাব কেন? আমরা কাউকে প্রভাবিত করছি না’ পালটা আশা কর্মীর। থানায় ফোন করে অভিযোগ লকেটের, বললেন ‘এখানে বসে ভোটারদের তৃণমূলের হয়ে প্রভাবিত করছে, এঁদের তুলে নিয়ে যান’।

সকাল ১০:৫৬

১। আরও এক ভুয়ো এজেন্ট ধরলেন লকেট চট্টোপাধ্যায়। ৮৩ নম্বর বুথ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করলেন সেই এজেন্টকে।

সকাল ১০:৪৫

১। ধনেখালির ৮৪ নম্বর বুথ থেক্লে ভুয়ো এজেন্টকে বার করলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।

সকাল ১০:২৪

১। হুগলীতে এবার সরাসরি পুলিশকেই ধমক বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের। কেন জমায়েত হচ্ছে প্রশ্ন তাঁর।

সকাল ৯:৪৪

১। হুগলী ১২৯ নম্বর বুথে তৃণমূলের ব্যানার পতাকা ছেঁড়ার অভিযোগ।

সকাল ৯:০০

১। জেলা আধিকারিকের সই জাল করে কার্ড তৈরী করে ভোটার সহায়তা কেন্দ্র তৈরী করে ভোটকে প্রভাবিট করার চেষ্টা। হুগলীর ধনিয়াখালিতে চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের।

সকাল ৮:৪০

১। ধনিয়াখালি বসো প্রাথমিক বিদ্যালয় ১৫৭ ও ১৫৮ নম্বর বুথে মকপোলের সময় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। দুপুর ২টোর মধ্যে বুথ না ছাড়লে বোমা মারার হুমকি তৃণমূলের বিরুদ্ধে।

২। বুথের ১০০ মিটারের মধ্যে আশা কর্মীদের ভোটার সহায়তা কেন্দ্র।

সকাল ৭:১৫

১। হুগলীতে টাকা বিলি করছে আইপ্যাক। ২০টি ছেলে গতকাল রাতে হুগলীতে এসেছে। তারাই টাকা বিলি করছে। কড়া হাতে মোকাবিলা করা হয়েছে দাবি লকেট চট্টোপাধ্যায়।


আরামবাগ লোকসভা কেন্দ্র

দুপুর ৩:০০

১। চন্দ্রোকোনায় ধুন্ধুমার। পরিস্থিতি সামাল দিতে সিআরপিএফের লাঠি চার্য।

দুপুর ২:০৯

১। বেলা দেড়টা নাগাদ আরামবাগের গোঘাটে তৃণমূল প্রার্থী মিতালি বাগ সাতবেড়িয়া হাই স্কুলে এলেই তাঁকে দেখে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন বিজেপির কর্মীরা। পালটা ‘জয় বাংলা’ স্লোগান দেয় তৃণমূলও। উত্তেজনা সামাল দিতে উত্তেজিত জনতাকে এলাকা থেকে সরিয়ে দেয় বাহিনী।

সকাল ১০:১৫

১। পুরশুরার ঘোল সুকান্ত প্রাথমিক বিদ্যালয়ের বুথের কাছে উদ্ধার দুটি বোমা। তৃণমূলের অভিযোগ, বহিরাগত বিজেপি কর্মী সমর্থকেরা এলাকায় অশান্তি পাকানোর জন্য বোমা নিয়ে এসেছিলেন। বাড়ির সামনে বোমাবাজি করার সময় স্থানীয়েরা এক বিজেপি কর্মীকে ধরে ফেলেন। সুরজিৎ পাত্র নামে বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ।

সকাল ৭:১৫

১। আমডাঙ্গা বিধানসভার ১৯৮ ও ১৯৯ নম্বর বুথে বিজেপির এজেন্টকে বসতে বাঁধা। ঘটনাস্থলে দত্তপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী।

শ্রীরামপুর লোকসভা কেন্দ্র

দুপুর ১:১০

১। মোল্লারপাড়ায় বুথ জ্যাম সরাল কেন্দ্রীয় বাহিনী। যারা যারা বাম প্রার্থী দীপ্সিতাকে ঘিরে স্লোগান দিচ্ছিল তাঁদের সরিয়ে দিল জওয়ানরা।

দুপুর ১:০০

১। ডোমজুড় মোল্লারপাড়ায় সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান। সিপিএম বুথ এজেন্টকে মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূলের। শাসক দলের অভিযোগ, ‘নিজেই নিজের জামা ছিঁড়ে রাজনীতি করছে সিপিএম। ওঁর অনেক টাকা ধার রয়েছে। রাস্তায় বেরোতেই পাওনাদার টাকা চেয়েছিল, তখন নিজে জামা ছিঁড়ে বলছে তৃণমূল মেরেছে।’

দুপুর ১২:৫১

১। ডোমজুরে সিপিআইএম কর্মীদের মারধরের অভিযোগ। আতঙ্কিত এজেন্ট, ভীত।

দুপুর ১২:১২

১। শ্রীরামপুর লোকসভার ডোমজুড় বিধানসভায় দেবী পাড়ায় বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা। অভিযোগ উঠেছে শাসকদলের কর্মীদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উচিয়ে তৃণমূল এবং বিজেপির কর্মী-সমর্থকদের দিকে তেড়ে যায় পুলিশ।  দু’দলেরই বেশ কয়েকজন সমর্থককে আটক করেছে পুলিশ।

সকাল ১১:৩২

ফুরফুরা শরিফে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আইএসএফ এবং সিপিএমকে ঘুম পাড়িয়ে দিয়েছি, গুন্ডা সেলিম অনেক ছক করেছিল সব ছক ভেঙে দিয়েছি। বিমান বসুকে শুইয়ে দিয়েছি। নওসাদ সিদ্দিকি পালিয়ে গিয়েছে।’

সকাল ১১:১৮

১। সোমবার সকালে বালি ঘোষপাড়ায় মতিগড় অঙ্গনওয়াড়ি স্কুলে ভোট দিলেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।

সকাল ৯:০০

১। কাঁচড়াপাড়ায় ভোটারদের ঢুকতে বাঁধা, অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তোপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।

সকাল ৮:৪৫

১। ডানকুনি হাই স্কুলে ১৯৯ এবং ২০২ নম্বর বুথে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। বিজেপির কথায় কাজ করছে কেন্দ্রীয় বাহিনী, তোপ কল্যাণের।

সকাল ৮:১৫

১। হাইভোল্টেজ শ্রীরামপুর। জগতবল্লভপুরে ১৮৩ নম্বর বুথে মারধর করে সিপিএমের এজেন্টকে বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে।

২। বিরীধীদের কাছে কিছু নেই শ্রীরামপুরে সিপিএম-বিজেপি জোট করেছে, দাবি তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।

বনগাঁ লোকসভা কেন্দ্র

দুপুর ১২:১৯

১। ঝড় বৃষ্টির পরেই বিদ্যুৎ বিভ্রাট। বিদ্যুৎ বিচ্ছিন্ন ভোট কেন্দ্র। অগত্যা বাগদার ৭১ নম্বর বুথে মোমবাতি জ্বেলে চলল ভোট গ্রহণ।

সকাল ১১:৫০

১। বনগাঁর গিরিবালা স্কুলে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে ঢুকতে বাঁধা। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিজেপির কথামত কাজ করার অভিযোগ তৃণমূলের।

২। ভোটের মধ্যেই প্রবল ঝড়, বৃষ্টি। ঝড়ের চোটে লণ্ডভণ্ড ২১৭ নম্বর বুথ। ব্যহত ভোট গ্রহণ প্রক্রিয়া।

সকাল ৯:৪০

১। বনগাঁর গয়েশপুরে বিজেপি কর্মীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হাসপাতালে সেই কর্মীকে দেখতে গেলেন শান্তনু ঠাকুর।

সকাল ৯:২৫

১। ভোট দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সরূপনগর নবাবাকাটি ১২৭ নম্বর বুথে। ভোট দিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মীদের উপর লোহার রড দিয়ে হামলা, মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

সকাল ৮:১৫

১। ভোটের দিতে লাইনে বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। একাধিক বুথে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। অভিযোগ শান্তনুর।

হাওড়া লোকসভা কেন্দ্র

দুপুর ২:২৮

১। হাওড়ার আবাসনে বোমাবাজি, ভোটারদের আটকাতে তৃণমূল-বিজেপি দু’পক্ষই আবাসনের মূল গেট বন্ধ করিয়ে দেয় বলে অভিযোগ। গেট খুললে নিরাপত্তা কর্মীকে গুলি করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। প্রায় দেড় ঘণ্টা গেট বন্ধ ছিল। খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও পুলিশ ওই আবাসনে গিয়ে গেট খুলে দেয়।

দুপুর ১২:২৪

১। ভোট চলাকালীন লিলুয়ার বজরংবলি মার্কেটের বাইরে ব্যপক বোমাবাজি। অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। গুলি চলারও অভিযোগ শাসক দলের। দুস্কৃতিদের বিরুদ্ধে গুলি চালানো, বোমাবাজির অভিযোগ, যদিও এখনও তাঁদের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।

২। উত্তর হাওড়ার গুলমোহর এলাকায় বহিরাগতদের দিয়ে বুথ জ্যামের অভিযোগ।

সকাল ১১:০৪

১। হাওড়ার সাকরাইলে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে বুথের বাইরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বামেদের।

সকাল ৯:২০

১। লিলুয়ার ভারতীয় স্কুলে ১৭৬নম্বর বন্ধ সম্পূর্ণ ভোট প্রক্রিয়া। প্রিসাইডিং অফিসারের অভিযোগ তৃণমূল নেতা তাঁকে চড়, থাপ্পড় মেরে ভোট করানোর অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী।

২। ভীত, সন্ত্রস্ত প্রিসাইডিং অফিসারকে হাত জোড় করে ভোট শুরু করার অনুরোধ বিজেপি প্রার্থীর।

সকাল ৮:০০

১। সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু করা গেল না হাওড়ার ১৬৪ নম্বর বুথে। ইভিএম খারাপ তাই ভোট শুরু হয়নি দক্ষিণ হাওড়ার ২৩২ নম্বর বুথেও।

উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র

সকাল ৮:৪৫

১। উলুবেড়িয়া লোকসভার কুলগাছিয়ায় বিএসএফ জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। ঐ বিএসএফ জওয়ানকে ভোটের কাজ থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।

সকাল ৮:১৫
১। উলুবেড়িয়ার আমতা বিধানসভার মানকুর দেবগ্রামের ২২৩ নম্বর বুথে উত্তেজনা। রবিবার রাতে বিজেপির বুথ সভাপতি অর্জুন রং-এর ভাইপোর উপর হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।



Leave A Reply

Your email address will not be published.