phase 5 voting live updates: লিলুয়ায় প্রিসাইডিং অফিসারকে থাপ্পড়, ব্যপক বোমাবাজি বজরংবলি মার্কেটের বাইরে
পঞ্চম দফায় বাংলার ৭ আসনের মধ্যে রয়েছে হাওড়া এবং উলুবেড়িয়াও। আপাতদৃষ্টিতে দুই আসন নিয়েই চিন্তার কারণ কম শাসক দলের। দুই কেন্দ্রই ২০০৯ সাল থেকে শাসকের দখলে। তবে রাম মন্দির প্রতিষ্ঠার পরে হিন্দুত্বের চোরা স্রোত রয়েছে। যা যেকোনো সময় পালটে দিতে পারে হিসেব নিকেশ।
হাওড়া লোকসভা কেন্দ্র
দুপুর ২:২৮
১। হাওড়ার আবাসনে বোমাবাজি, ভোটারদের আটকাতে তৃণমূল-বিজেপি দু’পক্ষই আবাসনের মূল গেট বন্ধ করিয়ে দেয় বলে অভিযোগ। গেট খুললে নিরাপত্তা কর্মীকে গুলি করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। প্রায় দেড় ঘণ্টা গেট বন্ধ ছিল। খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও পুলিশ ওই আবাসনে গিয়ে গেট খুলে দেয়।
দুপুর ১২:২৪
১। ভোট চলাকালীন লিলুয়ার বজরংবলি মার্কেটের বাইরে ব্যপক বোমাবাজি। অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। গুলি চলারও অভিযোগ শাসক দলের। দুস্কৃতিদের বিরুদ্ধে গুলি চালানো, বোমাবাজির অভিযোগ, যদিও এখনও তাঁদের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।
২। উত্তর হাওড়ার গুলমোহর এলাকায় বহিরাগতদের দিয়ে বুথ জ্যামের অভিযোগ।
সকাল ১১:০৪
১। হাওড়ার সাকরাইলে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে বুথের বাইরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বামেদের।
সকাল ৯:২০
১। লিলুয়ার ভারতীয় স্কুলে ১৭৬নম্বর বন্ধ সম্পূর্ণ ভোট প্রক্রিয়া। প্রিসাইডিং অফিসারের অভিযোগ তৃণমূল নেতা তাঁকে চড়, থাপ্পড় মেরে ভোট করানোর অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী।
২। ভীত, সন্ত্রস্ত প্রিসাইডিং অফিসারকে হাত জোড় করে ভোট শুরু করার অনুরোধ বিজেপি প্রার্থীর।
সকাল ৮:০০
১। সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু করা গেল না হাওড়ার ১৬৪ নম্বর বুথে। ইভিএম খারাপ তাই ভোট শুরু হয়নি দক্ষিণ হাওড়ার ২৩২ নম্বর বুথেও।
এই কেন্দ্রের তৃণমূলের প্রার্থী জনপ্রিয় ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। ২০১৩ সাল থেকে সাংসদ তিনি। বিপরীতে পদ্মের তরফ থেকে রয়েছেন হাওড়া পুরসভার তৃণমূলের প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী। বামেদের প্রার্থী আইনজীবী সব্যসাচী চক্রবর্তী। এমনিতে ৭ বিধানসভার ৭টি দখলে থাকলেও হিন্দিভাষী ভোটারদের মধ্যে রাম আবেগকে নিয়ে খানিকটা চিন্তায় শাসক দল।
উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র
সকাল ৮:৪৫
১। উলুবেড়িয়া লোকসভার কুলগাছিয়ায় বিএসএফ জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। ঐ বিএসএফ জওয়ানকে ভোটের কাজ থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।
সকাল ৮:১৫
১। উলুবেড়িয়ার আমতা বিধানসভার মানকুর দেবগ্রামের ২২৩ নম্বর বুথে উত্তেজনা। রবিবার রাতে বিজেপির বুথ সভাপতি অর্জুন রং-এর ভাইপোর উপর হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
প্রথম ঘাসফুল ফোটে ১৯৯৮ সালে। তবে পরে আবার আসন পুনরুদ্ধার করে বাম। ২০০৯ সালে তৃণমূলের হয়ে জয় পান সুলতান আহমেদ। ২০১৭ আমৃত্যু তিনিই ছিলেন সাংসদ। তাঁর মৃত্যুর পরে উপ নির্বাচনে জিতে সাংসদ হন স্ত্রী সাজদা আহমেদ। ২০১৯ সালে জেতেন তিনি। এই বারেও সাজদাতেই ভরসা মমতার। কারণ এই কেন্দ্রের ৩০ শতাংশই যে সংখ্যালঘু ভোট। বিপরীতে বিজেপির প্রার্থী অরুণউদয় পাল চৌধুরী। দীর্ঘ দিন সংগঠন করলেও ভোটে লড়ছেন এই প্রথম। জোটের হয়ে প্রার্থী দিয়েছে কংগ্রেস। আজহার মল্লিক। এখন দেখার কার ভাগ্য সহায় হয়।