Loksabha Election live update: ভোট দিলেন অর্জুন সিংহ সকাল থেকে অশান্ত ব্যারাকপুর, গতকাল রাতে অশান্তি বনগাঁয়

0 25

পঞ্চম দফায় ভোট বাংলার ‘মিনি শিল্পাঞ্চলে’। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। ২০১৯ ভোটের পর থেকে বার বার রক্তপাত হয়েছে তৃণমূল-বিজেপি সংঘর্ষে। অন্যদিকে ভোট রয়েছে বনগাঁ লোকসভাতেও। রাজনীতিতে ক্ষমতা দখল করে কেন্দ্র করে আজ দ্বিধাবিভক্ত মতুয়াদের তীর্থ স্থল ঠাকুরবাড়ি। ভোট সেই মতুয়াগড়েও।
ব্যারাকপুর লোকসভা কেন্দ্র

দুপুর ৩:২১

১। খড়দহে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। লাঠিচার্য করল কেন্দ্রীয় বাহিনী। দুই ঘন্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচন কমিশন।

দুপুর ৩:১৪

১। ভোট দিয়ে বাড়ি ফেরার পথে হামলা। সিপিএম কর্মীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ, অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে।

দুপুর ২:১৭

১। ধুন্ধুমার কান্ড ব্যারাকপুরে। খড়দহের দেশবন্ধুপল্লিতে বিজেপি প্রার্থী অর্জুন সিংহকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান, কালো পতাকা দেখান তৃণমূল কংগ্রেস কর্মীরা। হাতাহাতি-ধস্তাধস্তির পরিস্থিতি। নিরাপত্তারক্ষীদের ঘেরা টোপে বিজেপি প্রার্থী।

দুপুর ১:৫৮

১। ব্যরাকপুরে হামলা বিজেপি নেতা কৌস্তভ বাগচীর গাড়িতে। ভাঙচুর করা হয় তাঁর গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান প্রার্থী অর্জুন সিংহ।

দুপুর ১:৩৮

১। বুথে ঢুকে প্রিসাইডিং অফিসারকে হুমকি বিজেপি প্রার্থী অর্জুন সিংহের। ‘চাকরি খেয়ে নেব’, ‘গুলি করে মারব’ বললেন বিজেপি প্রার্থী। অর্জুনের অভিযোগ ৫০ এবং ৫২ নম্বর বুথে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম দলবল নিয়ে এসেছে বিজেপি এজেন্টকে বুথ থেকে বার করে দিয়েছে। বুথের ভিতরে রাজ্য পুলিশ, ছাপ্পা ভোটেরও অভিযোগ অর্জুনের।

দুপুর ১:২৭

১। ব্যারাকপুরের কাউগাছিতে অর্জুন সিংহকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান।

২। ৪৯, ৫০, ৫১ নম্বর বুথে বিজেপি পোলিং এজেন্টকে বুথে বসতে বাঁধা।

সকাল ১০:১৮

১। আমডাঙায় বিশাল কেন্দ্রীয় বাহিনী। গন্ডগোল এড়াতে জমায়েত সরিয়ে দিল বিশাল কিউআরটি টিম।

সকাল ৯:০৫

১। বীজপুরে বুথ পরিদর্শনে যেতেই উত্তেজনা। বিজেপি প্রার্থী অর্জুন সিংহকে দেখেই গো ব্যাক স্লোগান।

সকাল ৮:৪৫

১। বীজপুর বিধানসভার অন্তর্গত কাঁচরাপাড়া ১৭৪ ১৭৫ ১৭৬ নম্বর বুথে ভোটাররা ভোট দিতে পারছে না বলে অভিযোগ বিজেপির।তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ।

সকাল ৮:৩৫

১। টিটাগড়ে নিয়ম ভেঙে ১৭ নম্বর ওয়ার্ডে ২১১ নম্বর বুথে বসার চেষ্টা নির্দল প্রার্থীর এজেন্টের। প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ সেই এজেন্টের।

সকাল ৭:০০

১। সকাল সকাল ভোট দিলেন অর্জুন সিংহ।

২। ভোট শুরু হতে না হতেই অশান্তি, আমডাঙা বিধানসভার ১২৩, ১৯৮ ১৯৯ নম্বর বুথে বিজেপির এজেন্টকে বুথে বসতে বাঁধা। ভোট দিয়ে বেরিয়ে হুঁশিয়ারি অর্জুন সিংহের।

৩। ব্যারাকপুরের টিটাগড়ে ২০৩ নম্বর বুথে উত্তেজনা। বিজেপির ভুয়ো এজেন্টকে বার করে দিল কেন্দ্রিয় বাহিনী।


রাজনীতির কারবারিরা বলেন এখানে ভোট কথার জোড়ে নয় বরং পেশি শক্তির জোড়েই হয়। ২০২১ সালে বিধানসভা ভোটের পরে অর্জুন সিংহ তৃণমূলে ফিরলে অবশ্য সাময়িক বিরতি ছিল। তবে টিকিট না পেয়েই আবার পদ্মে ফিরেছেন তিনি। ভোটেও লড়ছেন বাহুবলী নেতা। তৃণমূলের প্রার্থী রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। যদিও অর্জুনের লড়াইয়ে মূল বিরোধী তৃণমূলের বাহুবলী বিধায়ক সোমনাথ শ্যাম। বামেরা প্রার্থী করেছে অভিনেতা দেবদূত ঘোষকে।

বনগাঁ লোকসভা কেন্দ্র

দুপুর ১২:১৯

১। ঝড় বৃষ্টির পরেই বিদ্যুৎ বিভ্রাট। বিদ্যুৎ বিচ্ছিন্ন ভোট কেন্দ্র। অগত্যা বাগদার ৭১ নম্বর বুথে মোমবাতি জ্বেলে চলল ভোট গ্রহণ।

সকাল ১১:৫০

১। বনগাঁর গিরিবালা স্কুলে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে ঢুকতে বাঁধা। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিজেপির কথামত কাজ করার অভিযোগ তৃণমূলের।

২। ভোটের মধ্যেই প্রবল ঝড়, বৃষ্টি। ঝড়ের চোটে লণ্ডভণ্ড ২১৭ নম্বর বুথ। ব্যহত ভোট গ্রহণ প্রক্রিয়া।

সকাল ৯:৪০

১। বনগাঁর গয়েশপুরে বিজেপি কর্মীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হাসপাতালে সেই কর্মীকে দেখতে গেলেন শান্তনু ঠাকুর।

সকাল ৯:২৫

১। ভোট দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সরূপনগর নবাবাকাটি ১২৭ নম্বর বুথে। ভোট দিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মীদের উপর লোহার রড দিয়ে হামলা, মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

সকাল ৮:১৫

১। ভোটের দিতে লাইনে বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। একাধিক বুথে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। অভিযোগ শান্তনুর।


এই কেন্দ্রে ভোটের একটাই মন্ত্র, তা হল মতুয়া তুষ্টি। কারণ ৪৭ শতাংশ ভোট প্রায় মতুয়া সম্প্রদায়ের। বিজেপির প্রার্থী বিদায়ী সাংসদ ঠাকুবড়ির সদস্য শান্তনু ঠাকুর। আর তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ দাস। সরাসরি ঠাকুরবাড়ির সদস্য না হলেও মতুয়া সম্প্রদায়ে তাঁর প্রভাব স্বীকার করেন দুই পক্ষই। তাই এক সময়ে মুকুল রায় নিজে তৃণমূল থেকে বিজেপিতে নিয়ে গিয়েছিলেন বিশ্বজিতকে। কিন্তু পরে তিনি আবার ফিরে আসেন। এই আসনে জোট প্রার্থী কংগ্রেসের প্রদীপ বিশ্বাস।

Leave A Reply

Your email address will not be published.