Loksabha Election 2024: বাবার উপস্থিতেই তাঁর ভোট দিলেন নাবালক ছেলে, নিশ্চুপ ভোট কর্মচারীরা

0 29

বাবার সঙ্গে ভোট কেন্দ্রে এসেছিলেন ছেলেটি। ছেলের পরনে লাল সাদা ফুল হাতা গেঞ্জি, বাবার পরনে স্ট্রাইপ শার্ট। বুকের বোতামটি খোলা। নাবালক ছেলেকে নিয়েই ভোট দিতে বুথে ঢোকেন তিনি। তাঁকে সঙ্গে নিয়েই সম্পন্ন করেন মতদানের আগে সব কাজ। এবার ইভিএম মেশিনে গিয়ে যাকে ভোট দিতে চান সেই বোতাম টেপার পালা। কিন্তু ঠিক তখনই ঘটল এক অদ্ভুত ব্যাপার।

আসানসোল লোকসভা কেন্দ্রের, জামুরিয়া বিধানসভা এলাকার জামুরিয়া নিমসা প্রাথমিক বিদ্যালয়েই ছেলেকে নিয়ে ভোট দিতে গিয়েছিল সেই ব্যাক্তি। জানা যায় ছেলেটি এখনও প্রাপ্ত বয়স্ক নয়। নাবালক। তাও সঙ্গে করে নিয়ে যান বাবা। তারপর সব নিয়ম শেষে ভোট দেওয়ার সময় ইভিএম মেশিনের দিকে এগিয়ে যায় ছেলে। সেখানে গিয়ে কোনও একটি বোতাম টিপে বাবার হয়ে ভোট দিয়ে আসেন তিনি। সেই ছবি ধরা পড়েছে NKTV বাংলার ক্যামেরায়। কেন তাঁরা এমন করলেন? এই প্রশ্নের কোনও উত্তর অবশ্য দেননি পিতা-পুত্রের কেউ। এর পিছনে কোনও রাজনৈতিক দলের মদত আছে বলেও এখনও জানা যায়নি।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে বুথে উপস্থিত ভোট কর্মীদের ভূমিকায়। প্রথমত, একজনের ভোট অন্য কেউ দিতে পারে না, বা কেউ ভোট দেওয়ার সময় সঙ্গে করে কেউ যেতে পারে না। দ্বিতীয়ত, কোনও ভোটার যদি অসুস্থ থাকেন এবং নিজের ভোট নিজে না দিতে পারেন তা হলে সেই মর্মে একটি চিঠি করে প্রিসাইডিং অফিসারকে বা সংশ্লিষ্ট ভোট কর্মীকে জানাতে হয়। তারপর তাঁরা সিদ্ধান্ত নেবেন কী ভাবে ভোট দিতে পারবেন ঐ ব্যাক্তি। কিন্তু এখানে কেউ অসুস্থ ছিল না। তাই ভোট উপস্থিতে কী ভাবে এই ঘটনা ঘটল এবং তাঁর পরিপ্রেক্ষিতে কেউ কেন কোনও পদক্ষেপ নিলেন না তা নিয়েও উঠেছে প্রশ্ন!

Leave A Reply

Your email address will not be published.