Raiganj Loksabha Election Updates- সকাল সকাল ভোট দিলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী! বুথের সামনে লম্বা লাইন ভোটারদের
ভোটের লড়াইয়ে যুযুধান দুই পক্ষ। তৃণমূল এবং বিজেপি। কংগ্রেস, সিপিএম, তৃণমূল হয়ে ২০১৯ সালে এই লোকসভার দখল নেয় বিজেপি। প্রার্থী ছিলেন দেবশ্রী চৌধুরী। তবে এই বারের লোকসভা নির্বাচনে এখানকার তিন প্রার্থীদের মধ্যে একটা দারুণ মিল রয়েছে। রায়গঞ্জে তিন প্রার্থী বর্তমানে যে দলের হয়ে নির্বাচন লড়ছেন তাঁরা কেউ প্রথম থেকে সেই দলের সদস্য ছিলেন না। একদা তৃণমূলের কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান কার্তিক পাল এখন বিজেপি প্রার্থী। পালটা তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়িয়েছেন একদা বিজেপি নেতা বলে পরিচিত কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জ লোকসভার ত্রিমূখী লড়াইয়ে তৃতীয়জন হলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ইমরান রম্জ। যিনি নাকি এক সময় ফরওয়ার্ড ব্লক কর্মী ছিলেন।
Live Update: (রায়গঞ্জ লোকসভা কেন্দ্র) Raiganj Loksabha Election
বিকেল ৫টা
১। বিকেল ৫ টা পর্যন্ত রায়গঞ্জে ভোট পড়ল ৭১.৮৭
দুপুর: ২ টো
১। বেলা ১১টা অবধি কমিশনে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়ল রায়গঞ্জ লোকসভার।
২। রায়গঞ্জ লোকসভা থেকে মোট অভিযোগ জমা পড়ল ১২৩টি
৩। দুপুর ১টা অবধি রায়গঞ্জে ভোটের হার ৪৪.৯৩ শতাংশ।
সকাল: ৯:১৫
১।রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রমজ ভিক্টর চাকুলিয়া বিধানসভার ১২ নম্বর বুথে ভোট দিলেন।
সকাল ৮:৩০
১। ইটাহারে এখনও শুরু হয়নি ভোট গ্রহণ। ইভিএম খারাপ, তাই শুরু হয়নি ভোট গ্রহণ।
২। বুথে বসা নিয়ে উত্তেজনা। রায়গঞ্জে কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ।
সকাল: ৮:০০
১। গরমকে উপেক্ষা করেই বুথে বুথে ভোটারদের ভিড়।
২। নিজের কেন্দ্রে ভোটদান করলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী।
সকাল: ৭:৩০
সকাল থেকেই বুথের সামনে লম্বা লাইন। ভোট দিতে হাজির মহিলা থেকে বয়স্করা। তীব্র দাবদাহের মধ্যেও নজরকারা ভিড় বুথে বুথে।
সকাল সকাল নিজের কেন্দ্রে ভোট দিলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীও।