Maldah South Loksabha Update: দক্ষিণ মালদহে ভোট প্রভাবিত করার চেষ্টা রাজ্য পুলিশের, বুথ থেকে বের করে দিলেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী
দুপুর ৩:৩০-
১। ঝলঝলিয়া শিশু শিক্ষা নিকেতনে বিজেপির পোলিং এজেন্টকে বসতে বাঁধা, অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। বুথ জ্যামের অভিযোগ বিজেপির।
২। দক্ষিণ মালদহের ১০৯,১১০,১১১,১১২ নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা রাজ্য পুলিশের আধিকারিক বিশ্বরূপ বর্ধেনর, অভিযোগ বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর। বুথ থেকে পুলিশকে বার করে দেন তিনি।
৩। ইংরেজবাজারে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান। বিক্ষোভ শাসক দলের।
সকাল ১০: ১৫–
১। ইংরেজবাজারে বিজেপিউ এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ। পুলিশের সঙ্গে বচসায় জড়ালো বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী।
২। সকাল ১০: ১৫– ইংরেজবাজারে বিজেপি এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ। পুলিশের সঙ্গে বচসায় জড়ালো বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী।
সকাল ৮:৩০-
১। মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের ঝলঝলিয়া শিশু নিকেতন প্রাথমিক বিদ্যালয় ৯১ নম্বর বুথে বিজেপির মহিলা পোলিং এজেন্টকে বসতে বাধা। শাসকদলের এজেন্টের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। বিজেপি লোকসভা প্রার্থী নিজে এসে পোলিং এজেন্টকে ফিরিয়ে আনেন। অন্যদিকে রাজ্য পুলিশের বিরুদ্ধেও অভিযোগ বিজেপি প্রার্থীর। নিজের সীমারেখা অতিক্রম করে অতি সক্রিয়তা দেখাচ্ছে পুলিশ। দীর্ঘক্ষণ বচসার পরে কেন্দ্রীয় বাহিনী এবং কমিশনের কাছে অভিযোগ।
২। ভোট বয়কট করে অনশন! বুথের সামনেই অনশনে গ্রামের মহিলারা। এলাকার উন্নয়ন হয়নি, অভিযোগ তুলে অনশন। হবিবপুরের মঙ্গলপুরা জিপির ১২২ নম্বর বুথে ঘটনা।
লোকে বলে ‘গনি-মিথে’-ই ভোট হয় মালদহে। সেই গনি ম্যাজিক কি এবারের লোকসভাতেও কাজ করবে? ২০০৯ সালে আসন পুনর্বিন্যাসের পর মালদহ কেন্দ্র ভেঙেই তৈরী হয়েছে মালদহ দক্ষিণ এবং মালদহ উত্তর এই দুই কেন্দ্র। গনি খানের মৃত্যুর পরে মালদহ দক্ষিণে উপ নির্বাচনে জয়ী হন তাঁর ভাই আবু হাসেম খান চৌধুরী (ডালু)। তারপর ২০০৯, ২০১৪, ২০১৯ তিন বারেই ম্যাজিক দেখিয়েছে গনি ম্যাজিক। তবে ,২০০৯ বা ২০১৪ সালের ভোটের ব্যবধান ভাল থাকলেও ২০১৯ তা কমে দাঁড়ায় ৮,২২২টি ভোটে। এই বারে কংগ্রেসের প্রার্থী গনি সাহেবের ভাইপো ডালু পুত্র ঈশা খান চৌধুরী। আবার শাসক দল তৃণমূলের প্রার্থী শাহনওয়াজ আলি রায়হান। তরুণ মুখ, পরিচিতি রয়েছে বিজেপি বিরোধী আন্দোলনের জন্য। বিজেপি প্রার্থী ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। যদিও তিনি অবশ্য ২০১৯ সালেও লোকসভা ভোটে প্রার্থী ছিলেন এই কেন্দ্রে। তবে গত লোকসভা ভোটে কংগ্রেস জিতলেও ২০২১ সালে বিধানসভা ভোটে পালটে গিয়েছে অঙ্ক। ৭টি বিধানসভা আসনের ৬টিতে জয় পায় তৃণমূল এবং ১টিতে বিজেপি। তাই এই বারে জয় যে কোনও পক্ষের জন্য খুব সহজ নয় তা বলাই বাহুল্য।