Maldah North Loksabha Election Updates- রতুয়ায় বুথের বাইরে ব্যপক বোমাবাজি, আতঙ্কে সাধারণ মানুষ
দুপুর ২:০০-
১। মালদহের রতুয়ায় বুথের বাইরে ব্যপক বোমাবাজি। মুড়ি-মুড়কিড় মতো ফাটলো বোমা, আতঙ্কিত সাধারণ মানুষ।
সকাল ৯: ১৬–
১। রতুয়ার ২০১ নম্বর বুথে ভোটারদের ধুকতে বাঁধা।
২০০৯-এর পর এই আসনে দু’বার জয়ী হন প্রয়াত গনি খান চৌধুরীর বোনঝি কংগ্রেস প্রার্থী মৌসম নুর। ২০১৯-এ দল বদলে তৃণমূলের প্রার্থী হন তিনি। কিন্তু প্রাক্তন সিপিএম বিধায়ক তথা বিজেপি প্রার্থী খগেন মুর্মুর কাছে হেরে যান। ২০২১-এর বিধানসভা নির্বাচনে এই লোকসভার অন্তর্গত চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতিপুর এবং রতুয়ায় তৃণমূল জয়ী হয়েছিল। বিজেপি জিতেছিল হবিবপুর, গাজোল এবং মালদহে।
মালদহ উত্তরে তৃণমূলের তরফে প্রার্থী হয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিজেপির খগেন মুর্মু এবং কংগ্রেসের মোস্তাক আলম। উত্তর মালদা লোকসভা কেন্দ্রে মোট সাতটি বিধানসভার মধ্যে রয়েছে- পুরাতন মালদা, হবিবপুর , গাজোল, চাচোল, রতুয়া, মালতিপুর এবং হরিশ্চন্দ্রপুর। সব মিলিয়ে মালদহ উত্তরে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৮১২ টি। স্পর্শকাতর ভোটকেন্দ্র ৬৫১মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা রয়েছে ১৮ লক্ষ ৫৮ হাজার ১১৬। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৫৫ জন। পুরুষ ভোট রয়েছে ৯ লক্ষ ৪৪ হাজার ৩৩৩ । মহিলা ভোটার রয়েছে ৯ লক্ষ ১৩ হাজার ৭২৮ জন। এই কেন্দ্রে ১৪৪ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। মহিলা পরিচালিত বুধ ৩৩টি।