এখনও অবধি এই আসনে জোড়া ফুল ফোটাতে ব্যর্থ শাসকদল তৃণমূল। গত তিনবার এই কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি। ২০১৯ লোকসভা ভোটে এই কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিল রাজু বিস্তা। এই আসনে পদ্ম ফোটাতে বিজেপির সঙ্গী গোর্খা ন্যাশানাল লিবারেশন ফ্রন্ট এবং বিজেপির পাহাড়ের সর্বোচ্চ নেতা বলে কথিত গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুঙের সমর্থন। বিজেপির রাজু বিস্তার বিপরীতে রয়েছেন তৃণমূলের প্রার্থী গোপাল লামা। তাঁকে সমর্থন করছে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। এ ছাড়াও এই আসনে জোট প্রার্থী হয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মুনীশ তামাং। আবার বিজেপির বিক্ষুব্ধ কার্শিংয়াঙের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা নির্দল প্রার্থী হিসাবে লোকসভা ভোটে লড়ছেন। এখন পদ্ম রাজ বজায় থাকে না প্রথম বারের জন্য পাহাড়ে জোড়া ফুল ফুটবে তা বলবে সময়।
বিকেল ৫ টা
১। আজ বিকেল ৫টা পর্যন্ত দার্জিলিং ভোট পড়েছে ৭১.৪১
দুপুর ২টো
১। শান্তিপূর্ণ ভোট হচ্ছে পাহারে। কমিশনে অভিযোগ মাত্র ২৬টি।
২। দুপুর ১টা অবধি দার্জিলিঙে ভোটের হার ৪৯.০৯ শতাংশ।
দুপুর ১টা
১।কার্শিংয়াঙের নতুন বাজারে ভোট দিলেন অনীত থাপা।
২। আত্মবিশ্বাসী অনীতের দাবি ‘আমরাই বিজেপিকে এনেছিলাম, আমরাই সরাবো’
সকাল ১০:৩০
১। স্ত্রী-পুত্রকে নিয়ে ভোট দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার সর্বোচ্চ নেতা বিমল গুরুং।
সকাল ৯ টা
১। শিলিগুড়ির রামকৃষ্ণ পাঠশালায় স্বস্ত্রীক ভোট দিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ
২। ফাঁসিদেওয়া, মাটিগাড়া, নকশালবাড়ি সহ দার্জিলিঙের নানা জায়গায় ইভিএম বিভ্রাট
৩। নিজের কেন্দ্রে ভোট দিলেন হর্ষ বর্ধন শিংলা।
সকাল ৭:৩০
১।বুথে বুথে লম্বা লাইন ভোটারদের।
২।সকাল ৭ টা বাজতেই নিজের কেন্দ্রে ভোট দান করলেন দার্জিলিঙের তৃণমূল প্রার্থী গোপাল লামা। প্রার্থীকে দেখে উচ্ছসিত ভোটাররা।