Jangipur Loksabha Election Updates- নির্দিষ্ট বোতাম টিপলে মুড়ি-ঘুগনি খাওয়াচ্ছে বিজেপি, প্রভাবিত করার চেষ্টা সরব তৃণমূল
দুপুর ১:১৫-
১। কংগ্রেসের পর এ বার বিজেপি। গরম ঘুগনি, মুড়ি খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। জঙ্গিপুর লোকসভার অন্তর্গত মহিষাইল ২ গ্রাম পঞ্চায়েতের পারুলিয়া গ্রামের ১৭ নম্বর নতুন পারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের ২০৬ নম্বর বুথ থেকে বেরোলে বিজেপির ক্যাম্প অফিস থেকে পাওয়া যাচ্ছে মুড়ি-ঘুগনি। শাসক দলের অভিযোগ নির্দিষ্ট চিহ্নে ভোট দিলেই নাকি বিজেপি মুড়ি ঘুগনি দিচ্ছে ভোটারদের।
সকাল ৯: ১৫–
১। জঙ্গীপুরে বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল নেতার হাতাহাতি।
খড়গ্রাম, নবগ্রাম, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সুতি, সাগরদিঘী ও লালগোলা বিধানসভা নিয়ে জঙ্গিপুর লোকসভা। ৩৪ বছরের বাম জমানায় তিন বার এই আসনে জিতেছে কংগ্রেস।তার মধ্যে দু’বার (২০০৪ এবং ২০০৯) জিতেছিলেন প্রয়াত প্রণব মুখোপাধ্যায়।২০১২-র উপনির্বাচন এবং ২০১৪-র লোকসভা ভোটে প্রণব-পুত্র অভিজিৎ জিতলেও ২০১৯-এ তাঁকে তৃতীয় স্থানে ঠেলে জয়ী হন তৃণমূলের খলিলুর রহমান। বিজেপি দ্বিতীয় হয়।২০২১-এর বিধানসভা নির্বাচনে এই লোকসভার অন্তর্গত সাতটি তৃণমূল জেতে।তৃণমূল প্রার্থীর মৃত্যুর জেরে ২০২৩-এর উপনির্বাচনে সাগরদিঘিতে জেতেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। যদিও পরে তিনি তৃণমূলে যোগ দেন। এ বার আবার খলিলুর রহমানকেই প্রার্থী করেছে তৃণমূল। কংগ্রেসের প্রার্থী মোর্তজা হোসেন। মোর্তজা কংগ্রেসের প্রয়াত মন্ত্রী আব্দুস সাত্তারের ভাই সিরাজুল ইসলামের নাতি। বিজেপির প্রার্থী জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ। লক্ষ্য হিন্দু ভোট।
জঙ্গিপুরে মোট ভোটার – ১৮ লক্ষ ৪ হাজার ৭৬৫। মোট পুরুষ ভোটার – ৯লক্ষ ১৬ হাজার ৯১৮, মোট মহিলা ভোটার – ৮ লক্ষ ৮৭ হাজার ৮২৪, জঙ্গিপুর লোকসভায় মোট বুথ – ১৮৫১, জঙ্গিপুর কেন্দ্রে মোতায়েন করা হয়েছে ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।