শুরু নির্বাচনী রণ। আজ সকাল ৭টা থেকে শুরু প্রথম পর্যায় ভোটগ্রহণ। প্রথম দফায় দেশের ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। প্রথম দফায় মোট ভোটারের সংখ্যা ১৬.৬৩ কোটি। তৈরি ২১ টি কেন্দ্রের ১.৮৭ ভোটকেন্দ্র। প্রতিটি কেন্দ্রে আটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ভোটকেন্দ্রগুলিতে মোট ১৮ লক্ষ কর্মী নিয়োগ করা হয়েছে।
প্রথম দফার নির্বাচনে পুরুষ ভোটার ৮. ৪০ কোটি, মহিলা ভোটার ৮.২৩ কোটি, তৃতীয় লিঙ্গের ভোটার ১১, ৩৭১। প্রথমবারের জন্য ভোটাধিকার সাব্যস্ত করা ভোটার ৩৫.৬৭ লক্ষ। ২০-২৯ বছর বয়সী তরুণ ভোটারের সংখ্যা প্রায় ৩ কোটি ৫১ লক্ষ।
৫০ শতাংশ ভোটকেন্দ্রে ওয়েবকাস্টিং-এর সুবিধা রয়েছে। সব নির্বাচনী এলাকায় মোট ৩৬১ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।
প্রথম দফায় ভোট রাজ্যের তিন কেন্দ্র কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। প্রথম দফার ভোটে মূল ‘ফোকাস’ কোচবিহার। নিশীথ প্রামানিক ও উদয়ন গুহর দ্বৈরথ এই কেন্দ্রে ভোটের উত্তাপ বাড়িয়েছে। কোচবিহারে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়া। সমঝোতার তোয়াক্কা না করেই প্রার্থী দিয়েছে বাম-কংগ্রেসও। উত্তরবঙ্গের অন্যতম এই আসনে আজ ভোট দেবেন ১৯ লক্ষ ৬৬ হাজার ৮৯৩ জন। কোচবিহারে মোট ভোটগ্রহণ কেন্দ্র ২০৪৩টি। স্পর্শকাতর কেন্দ্র রয়েছে ১৯৬টি। ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হচ্ছে কোচবিহারে।
চা বাগান বেষ্টিত জলপাইগুড়ি লোকসভা কার দখলে থাকবে? ত্রিমুখী লড়াইয়ে বিজেপি, তৃণমূল ও সিপিএম। ২০১৯-এর জয়ী প্রার্থীকেই এবার ময়দানে রেখেছে বিজেপি। তৃণমূলের তরুপের তাস ধূপগুড়িতে উপনির্বাচনে বাজিমাত করা বিধায়ক। অন্যদিকে, বামেদের হাতিয়ার তরুণ মুখ দেবরাজ বর্মণ। আজ কার ঝুলি ভরাবে জনগণ? জলপাইগুড়িতে মোট ভোট গ্রহণ কেন্দ্র ১৯০৪টি। জলপাইগুড়িতে স্পর্শকাতর কেন্দ্র ৩৯১টি। কোচবিহারে ৮৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট। কোচবিহারে মোট ভোটার ১৮ লক্ষ ৮৫ হাজার ৯৬৩জন। ১৮-১৯ বয়সি ভোটার ৩২ হাজার ৫০৭ জন।