অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথম দফায় ১৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিল বামফ্রন্ট। ৪২ আসনের মধ্যে ১৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বামফ্রন্ট নেতৃত্ব। রাজ্যে গত দু’টি বিধানসভা নির্বাচনে সমঝোতা করে ভোটে লড়াই করেছে বাম-কংগ্রেস। এবারও কংগ্রেসের সঙ্গে আলোচনার দরজা খোলা রেখেই প্রথম দফায় ১৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তবে কি জোট সঙ্গীদের জন্য বাকি ২৬ আসন আপাতত ছেড়ে রাখলেন বাম নেতৃত্ব?
এই ১৬ বাম মনোনীত প্রার্থীদের মধ্যে ১৪ জনই নতুন মুখ। প্রথম দফার প্রার্থী তালিকায় একটি করে আসন ফরওয়ার্ড ব্লক, সিপিআই ও আরএসপি-কে প্রতিদ্বন্দ্বিতার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। রয়েছেন ৩ জন মহিলা প্রার্থীও।
কোচবিহারে প্রার্থী ফরোয়ার্ড ব্লকের নীতীশচন্দ্র রায়
জলপাইগুড়িতে সিপিএমের দেবরাজ বর্মন
বালুরঘাটে আরএসপির জয়দেব সিদ্ধান্ত
কৃষ্ণনগরে সিপিএমের এস এম সাদি
দমদমে সিপিএমের সুজন চক্রবর্তী
যাদবপুরে সিপিএমের সৃজন ভট্টাচার্য
হাওড়ায় সিপিএমের সব্যসাচী চ্যাটার্জি
দক্ষিণ কলকাতায় সিপিএম-এর সায়েদা শাহ হালিম
শ্রীরামপুরে সিপিএমের দীপ্সিতা ধর, হুগলিতে সিপিএমের মনোদীপ ঘোষ
তমলুকে সিপিএমের সায়ন বন্দ্যোপাধ্যায়, মেদিনীপুরে সিপিআইয়ের বিপ্লব ভট্ট
বাঁকুড়ায় সিপিএমের নীলাঞ্জন দাশগুপ্ত, বিষ্ণুপুরে শীতল কৈবর্ত্য
বর্ধমান পূর্বে সিপিএমের নীরব খান, আসানসোলে সিপিএমের জাহানারা খান