Modi Cabinet 3.0: মোদীর মন্ত্রীসভার সম্পূর্ণ তালিকা

0 26

নয়া সরকার গঠিত হল রবিবার। টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী শপথ নেন মোদী। রাষ্ট্রপতি ভবনে ৭১ জন মন্ত্রী সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান।

জওহরলাল নেহরুর পর প্রধানমন্ত্রী মোদী হলেন দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি টানা তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তার নতুন মন্ত্রিসভা, যা ক্যাবিনেট 3.0 নামে পরিচিত, এতে ৩০ জন ক্যাবিনেট মন্ত্রী,  ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৩৬ জন প্রতিমন্ত্রী রয়েছে।

মন্ত্রীদের মধ্যে,  ৪৩  জন সংসদে তিন বা তার বেশি মেয়াদে কাজ করেছেন এবং ৩৯ জন এর আগে ভারত সরকারে মন্ত্রী ছিলেন।

মোদীর মন্ত্রিসভা 3.0

পূর্ণমন্ত্রী

১. রাজনাথ সিং  উত্তর প্রদেশ 

২. অমিত শাহ    গুজরাট

৩. নিতিন গড়করী   মহারাষ্ট্র

৪. জে পি নাড্ডা  হিমাচল প্রদেশ

৫. শিবরাজ সিং চৌহান  মধ্য প্রদেশ

৬. নির্মলা সীতারমণ  কর্ণাটক

৭. ড. এস জয়শঙ্কর   গুজরাট

৮. মনোহর লাল খট্টর   হরিয়ানা

৯. এইচ ডি কুমারস্বামী  কর্ণাটক 

১০. পীযুষ গোয়েল    মহারাষ্ট্র   

১১.  ধর্মেন্দ্র প্রধান    ওড়িশা

১২. জিতন রাম মাঝি    বিহার

১৩. রাজীবরঞ্জন সিং (JDU)    বিহার   

১৪. সর্বানন্দ সোনেওয়াল      অসম

১৫. বীরেন্দ্র কুমার  মধ্যপ্রদেশ 

১৬. রামমোহন নায়ডু  (TDP)  অন্ধ্রপ্রদেশ 

১৭. প্রহ্লাদ যোশী  কর্ণাটক

১৮. জুয়েল ওরাম  ওড়িশা 

১৯. গিরিরাজ সিং চৌহান  বিহার

২০. অশ্বিনী বৈষ্ণ  ওড়িশা 

২১. জ্যোতিরাদিত্য সিন্ধিয়া  মধ্যপ্রদেশ 

২২. ভূপেন্দ্র যাদব  রাজস্থান 

২৩. গজেন্দ্র সিং শেখাওয়াত  রাজস্থান

২৪. অন্নপূর্ণা দেবী  ঝাড়খণ্ড

২৫. কিরেণ রিজিজু অরুণাচল প্রদেশ

২৬. হরদীপ সিং পুরী 

২৭. মনসুখ মাণ্ডব্য  গুজরাত

২৮. জি কিষাণ রেড্ডি  তেলেঙ্গনা 

২৯. চিরাগ পাসোয়ান বিহার এলজেপি

৩০. সি আর পাটিল গুজরাত

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী

১) রাও ইন্দ্রজিৎ সিং

২) জিতেন্দ্র সিংহ

৩) অর্জুনরাম মেঘওয়াল

৪) প্রতাপরাও গণপতরাও জাধব

৫) জয়ন্ত চৌধুরী

প্রতিমন্ত্রী

জিতিন প্রসাদ

নিত্যানন্দ রাই

শ্রীপদ নায়ক

পঙ্কজ রাও চৌধুরী

কৃষ্ণ পাল গুর্জর

রামদাস আঠাওয়ালে
রামনাথ ঠাকুর

অনুপ্রিয়া পটেল

ভি সোমান্না

চন্দ্র শেখর পেম্মাসানি

এসপি সিংহ বাঘেল

শোভা করন্দলাজে

কীর্তি বর্ধন সিংহ

বি এল বর্মা

শান্তনু ঠাকুর

সুরেশ গোপী

এল মুরুগান

অজয় ​​টামটা

সঞ্জয় কুমার

কমলেশ পাসোয়ান

ভগীরথ চৌধুরী
সতীশ চন্দ্র দুবে

সঞ্জয় শেঠ

রবনীত সিং বিট্টু

দুর্গাদাস উইকে
রক্ষা খাড়সে

সুকান্ত মজুমদার

সাবিত্রী ঠাকুর

তোখন সাহু

রাজভূষণ চৌধুরী

শ্রীনিবাস বর্মা
হর্ষ মালহোত্রা

নিমুবেন বমভানিয়া

মুরলীধর মহল

জর্জ কুরিয়েন

পবিত্র মার্ঘেরিটা

Leave A Reply

Your email address will not be published.