লোকসভা ভোট মিটতে না মিটতেই রাজ্যে ফের ভোটের দামামা। চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জুলাই মাসে হবে রায়গঞ্জ, বাগদা, কলকাতার মানিকতলা এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন।
ইতিমধ্যেই নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। জোট সঙ্গীর সঙ্গে বোঝাপড়া করে প্রার্থীর নাম ঘোষণা করল বাম-কংগ্রেস জোট। শুক্রবার বামফ্রন্ট জানায় ৪ কেন্দ্রের মধ্যে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে ৩ আসনে। একটি আসন রায়গঞ্জ কেন্দ্রটি ছেড়ে দেওয়া হয়েছে কংগ্রেসের জন্য। কিন্তু বাকি ৩ আসনেই প্রার্থী কারা তা বলে দিয়েছে বামেরা।
বামফ্রন্ট সূত্র খবর রানাঘাট দক্ষিণ এবং কলকাতার মানিকতলা আসনে লড়াই করবে সিপিএম। বনগাঁ লোকসভার কেন্দ্রের অন্তর্গত বাগদায় লড়বে ফরওয়ার্ড ব্লক। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা অধুনাপ্রয়াত বর্ষীয়ান রাজনীতিক সাধন পাণ্ডের কেন্দ্র কলকাতার মানিকতলা। ২০২১ ভোটে জিতলেও তারপর থেকেই অসুস্থ ছিলেন তিনি। ২০২২ সালে মারা যান বিধায়ক। সেই থেকেই এই আসন ফাঁকা। কারণ ভটের ফলাফলকে নিয়ে বিজেপি নেতা কল্যাণ চৌবে আদালতে মামলা করেন। সম্প্রতি আদালত সেই মামলা খারিজ করে দেয়, তাই আর কোনও আইনি জটিলতা নেই। সেই কেন্দ্রে ভোট এবার। বামেরা এখানে প্রার্থী করেছে কলকাতার জেলা কমিটির সদস্য রাজীব মজুমদারকে।
রানাঘাট লোকসভার অন্তর্গত আসন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র। ২০২১ সালে এই কেন্দ্রে বিজেপির টিকিটে জয়ী হয় মুকুটমণি অধিকারী। কিন্তু ২০২৪ সালে লোকসভা ভোটের আগে পদত্যাগ করে তৃণমূলে যোগ দেন মুকুটমণি। লোকসভা ভোটেও প্রার্থীও হয়েছিলেন, তবে জগন্নাথ সরকারের কাছে পরাজিত হয়েছেন। এখন সেই রানাঘাট দক্ষিণে বিধানসভার উপনির্বাচন। লোকসভা নির্বাচনে ত্রুণদের ভরাডুবির পরেও সিপিএমের প্রার্থী তরুণ নেতা অরিন্দম বিশ্বাস।
উত্তর ২৪ পরগনার বনগাঁ লোকসভা কেন্দ্রের বাগদা বিধানসভা। ২০২১ সালে তৃণমূলের টিকিটে এখানে জয় পান বিশ্বজিৎ দাস। কিন্তু লোকসভায় প্রার্থী হওয়ার জন্য বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি। যদিও জয় আসেনি। সেই আসনে উপনির্বাচনে বামেদের হয়ে প্রার্থী দিয়েছে ফরওয়ার্ড ব্লক। টিকিট পেয়েছেন গৌরাদিত্য বিশ্বাস।
রায়গঞ্জে এখনও প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেস। তবে প্রার্থীর নাম ঘোষণা করেছে শাসক দল তৃণমূল। রায়গঞ্জে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী ২০২১ সালে জয়ী বিধায়ক কৃষ্ণ কল্যাণী। লোকসভা ভোটে প্রার্থী হওয়ায় তিনিও ইস্তফা দিয়েছিলেন। তবে জয় আসেনি।
রানাঘাট দক্ষিণ আসনেও ২০২১ সালে জয়ী বিজেপি বিধায়ক, যিনি এখন ঘাস শিবিরে সেই মুকুটমণী অধিকারীকে প্রার্থী করেছে তৃণমূল। তবে বাগদায় বিশ্বজিৎ দাসকে আর প্রার্থী করেনি শাসক শিবির। বরং তার জায়গায় মতুয়া অঙ্ক কষে তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা ঠাকুরবাড়ির সদস্য মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছে। আবার সূত্রের খবর এই আসনে বিজেপি প্রার্থী করতে পারে জয়ী সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী কে।
কলকাতার মানিকতলা কেন্দ্র ধরে রাখতে তৃণমূলের বাজি পাণ্ডে পরিবারেই। প্রার্থী হওয়ার দৌড়ে প্রথম থেকে সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে থাকলেও মমতার ইচ্ছায় তাঁকে টিকিট দেয়নি তৃণমূল। বরং প্রার্থী করা হয়েছে শ্রেয়ার মা, সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে।