দক্ষিণ কলকাতায় রক্তারক্তি, বিজেপি নেত্রীকে বন্দুকের বাট দিয়ে মারার অভিযোগ, বিক্ষোভ দেবশ্রী চৌধুরির

0 26

ভোটের আগেই ভোট হিংসার অভিযোগ খাস কলকাতার বুকে । আনন্দপুরে বিজেপি নেত্রী সরস্বতী সরকারের মাথায় কোপ। তৃণমূলের বিরুদ্ধে আনন্দপুর থানায় অভিযোগ  দায়ের করেছে বিজেপি। বিক্ষোভ   দেখান দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। পুলিশকে তিনঘণ্টার ডেডলাইন বেধে দিয়েছেন স্মৃতি ইরানি।  সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ।

কসবার আনন্দপুরে আরবান কমপ্লেক্সের কাছে দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর সমর্থনে পোস্টার লাগাচ্ছিলেন বিজেপির দক্ষিণ কলকাতা মহিলা মণ্ডল সভাপতি সরস্বতী সরকার। সঙ্গে ছিলেন দুই বিজেপি কর্মীও। সেইসময় আচমকা তাঁদের উপর কয়েকজন দুষ্কৃতী হামলা করে বলে অভিযোগ। পিস্তলের বাঁট দিয়ে মেরে মাথা ফাটানোর অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। ঘটনার পরে শনিবার রাতেই আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন সরস্বতী। তবে অভিযোগে লাভ হয়নি। রবিবার সকালে আনন্দপুর থানায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা।

কী ভাবে সরস্বতীর উপর হামলা,  কেনই বা পদক্ষেপ করেনি পুলিশ,  অভিযোগ তুলে তড়িঘড়ি আনন্দপুরে আসেন দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীও। দেখা করেন আক্রান্ত বিজেপি নেত্রীর সঙ্গেও। এরপরেই থানায় যান দেবশ্রী। আনন্দপুরে থানা ঘেরাও করে চলতে থাকে বিক্ষোভ।  আক্রান্ত নেত্রীকে ফোন করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। পুলিশকে তিনঘণ্টার ডেডলাইনও  বেঁধে দিয়েছেন স্মৃতি।

অভিযোগের তীর ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। তৃণমূল কাউন্সিলরের গ্রেফতারের দাবি তুলে সরব  হয়েছে বিজেপি। ইতিমধ্যেই ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর  সুশান্ত ঘোষের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে বলে খবর পুলিশ সূত্রের। যদিও গোটা ঘটনার অভিযোগ অস্বীকার করেছেন খোদ সুশান্ত। তাঁর চ্যালেঞ্জ যদি অভিযোগ প্রমাণ করতে পারেন তবে গ্রেফতার করুন।

Leave A Reply

Your email address will not be published.