রাষ্ট্রীয় মর্যাদায় উস্তাদ রাশিদ খানের শেষকৃত্য

0 57

সুরলোকে পাড়ি দিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রাশিদ খান। শিল্পীর নশ্বর দেহ ফুল এবং মালায় ঢাকা। অনুরাগীরা প্রিয় শিল্পীকে শেষ বারের মতো দেখার অপেক্ষায়। বুধবার রবীন্দ্রসদন চত্বরে প্রয়াত সঙ্গীত শিল্পী রাশিদ খানকে শেষ শ্রদ্ধা জানাতে উপচে পড়া ভিড়।

বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে নাকতলার বাড়ি থেকে রাশিদের মরদেহ রবীন্দ্রসদনে নিয়ে আসা হয়। রবীন্দ্রসদনে উস্তাদ রশিদ খানকে শেষ শ্রদ্ধা জানানো হয়। গান স্যালুটে শেষ বিদায় জানানো হয় বিশিষ্ট শিল্পীকে। রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন। হাসপাতালে পরিবারকে সমবদেনা মুখ্যমন্ত্রীর। উপস্থিত ছিলেন শিল্পীর পরিবার এবং নিকটাত্মীয়রা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, দেবাশিস কুমার, রাজ চক্রবর্তী। বেলা ১টা নাগাদ শিল্পীকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়।

রাশিদকে শেষ শ্রদ্ধা জানাতে সঙ্গীত জগৎ থেকে উপস্থিত ছিলেন হৈমন্তী শুক্ল, ঊষা উত্থুপ, তেজেন্দ্রনারায়ণ মজুমদার, দেবজ্যোতি বসু, সমর সাহা প্রমুখ। রাশিদকে শেষ শ্রদ্ধা জ্ঞাপনের পর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় শিল্পীর বাসভবনে।

উস্তাদ রশিদ খানের জীবনাবসান। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে জীবনাবসান। দীর্ঘদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার ৩ টে ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৫৬ বছর। ২২ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত কয়েক বছর ধরে শিল্পী প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন। চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন। সম্প্রতি তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। আজ সাড়ে নটার মধ্যে তাঁর বাসভবন থেকে মরদেহ নিয়ে আসা হয় রবীন্দ্রসদনে। এখানে শেষ শ্রদ্ধা জানাবেন সাধারণ মানুষ থেকে বিশিষ্ট শিল্পীরা। বুধবার কলকাতা থেকে শিল্পীর মরদেহ পাড়ি দেবে বদায়ূঁ। তাঁর জন্মস্থানে। সেখানেই সমাধিস্থ করা হবে তাঁকে।

উস্তাদ রশিদ খানের জন্ম উত্তরপ্রদেশের বাদাউনে। ১৯৬৮ সালের ১ জুলাই জন্মগ্রহণ করেন। সঙ্গীত পরিবারেই বেড়ে ওঠা রশিদের। সম্পর্কে উস্তাদ গুলাম মুস্তাফা খানের ভাইপো ছিলেন তিনি। কাকার হাত ধরেই মুম্বইয়ে পাড়ি দেন রশিদ। সেখানে গানের তালিম নেন তিনি। এরপর উস্তাদ নিসার হুসেন খানের কাছে গানের তালিম শুরু করেন রশিদ। ১০-১১ বছর বয়সে কলকাতা চলে আসেন রাশিদ।

ইনায়েত হুসেন খাঁ-সাহিব যে ঘরানার প্রতিষ্ঠা করেছিলেন সেই রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী রশিদ খান। মূলত শাস্ত্রীয় সঙ্গীত গাইলেও ফিউশন বা বলিউড এবং টলিউডের ছবিতে বহু জনপ্রিয় গানও গেয়েছেন শিল্পী। ‘যব উই মেট’, ‘কিসনা’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘মাই নেম ইজ খান’, ‘রাজ ৩’-র মতো বলিউড ছবির পাশাপাশি ‘মিতিন মাসি’, ‘বাপি বাড়ি যা’, ‘কাদম্বরী’-র মতো বাংলা ছবিতেও রয়েছে তাঁর গান।

Leave A Reply

Your email address will not be published.