ঝন্টু আলি শেখকে ‘শহিদ শ্রদ্ধার্ঘ্য’ সেনাবাহিনীর

17

ডিজিটাল ডেস্ক, ২৫ এপ্রিল: ভারতীয় সেনার বাঙালি কমান্ডো ঝন্টু আলি শেখের দেহের ময়নাতদন্ত শেষ হয়েছে সেনা হাসপাতালে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হবে, তার সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন। স্ট্রেচারে শোয়ানো ভাইকে ‘শহিদ শ্রদ্ধার্ঘ্য’ জানালেন সেনাবাহিনীর সুবেদার রফিক শেখ। পাশে দাঁড়িয়ে রফিককে সান্ত্বনা দিলেন তাঁর স্ত্রী অনিন্দিতা শেখ, যিনি নিজেও কাশ্মীরে সেনাবাহিনীতে কর্মরত।

কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলার ঘটনার পরবর্তী উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার জম্মুর এক সংঘর্ষে নিহত হন ঝন্টু আলি শেখ। নদিয়ার তেহট্টের বাসিন্দা ঝন্টু ৬ প্যারাশুট রেজিমেন্ট স্পেশাল ফোর্সের হাবিলদার পদে কর্মরত ছিলেন। জম্মুর উধমপুর জেলার ডুডু-বসন্তগড়ের পাহাড়ি এলাকায় জঙ্গিদের গতিবিধির খবর পেয়ে আজ ভোরে ৬ প্যারা, হোয়াইট নাইট কোর এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী চিরুনি তল্লাশি অভিযান শুরু করে। দ্রুতই বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলিযুদ্ধ শুরু হয়, এবং এসময় গুরুতর আহত হন ঝন্টু। সেনা জানায়, চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ঝন্টুর দেহ কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এরপর, তা ব্যারাকপুর সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে। শনিবার সকালে, দেহটি তেহট্টের বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে।

Comments are closed.