সীলমপুরে কিশোরকে ছুরি মেরে হত্যা: ‘লেডি ডন’ গ্রেফতার, আটক ৩

8

দিল্লি, সীলমপুরে [Seelampur], এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক মহিলা গ্যাংস্টার সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় আরও তিনজনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, ধৃত মহিলা, এলাকায় ‘লেডি ডন’ [Lady Don] নামে পরিচিত, এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত।

পুলিশ সূত্রে খবর, নিহত কিশোরের নাম করণ (১৭)। সে সীলমপুরের বাসিন্দা ছিল। গত মঙ্গলবার রাতে [Tuesday night] তাকে ছুরিকাঘাত করা হয় এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নিহত কিশোরের সাথে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। সেই বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ জানিয়েছে, ধৃত ‘লেডি ডন’-এর নামে এলাকায় একাধিক অপরাধমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, তারা ঘটনার তদন্ত করছে এবং খুব শীঘ্রই এই হত্যাকাণ্ডের কারণ ও অভিযুক্তদের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবে।

[Seelampur Murder] [Delhi Crime] [Lady Don Arrested] [Teen Killed] [Delhi Police] [Crime News Delhi]

Comments are closed.