‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এআই প্রার্থী দেবে’ বিজেপিকে কটাক্ষ কুণালের
ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রার্থী দেবে। বুধবার অমিত শাহের সভার পরে বিজেপিকে কটাক্ষ করে এমনটাই বললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বিজেপির ১০ নম্বর প্রার্থী তালিকায় আসানসোলের প্রার্থীর নাম থাকলেও ডায়মন্ড হারবার কেন্দ্রে কে প্রার্থী হবেন তা এখনও ঘোষণা করেনি। তারপরেই বিজেপিকে কটাক্ষ কুণালের।
কুণাল ঘোষের কথায়, ‘ডায়মন্ড হারবারে বিজেপি এআই প্রার্থী দেবে। ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির কাছে কোনও প্রার্থী নেই। তাই আগে একটি এআই প্রার্থী তৈরী করবে তারপর প্রার্থীর নাম ঘোষণা করবে’।
অমিত শাহের সভার পরেই সংবাদ মাধ্যমের মুখোমুখী হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে তাঁকে প্রশ্ন করা হয় ডায়মন্ড কেন্দ্রের প্রার্থীর কে হবেন? তিনি বলেন আসানসোল কেন্দ্রে যেমন এস এস আহলুওয়ালিয়ার নাম ঘোষণা হওয়ার পরে সব অঙ্ক বদলে গিয়েছে, ডায়মন্ড হারবার কেন্দ্রেও তাই হবে।
বুধবার বহু জল্পনা কল্পনার পরে আসানসোল কেন্দ্রে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। আসানসোল কেন্দ্রে প্রার্থী করা হয়েছে তিন বারের সাংসদ এস এস আহলুওয়ালিয়াকে। এর আগে এই কেন্দ্রে তৃণমূলের শত্রুঘ্ন সিংহের বিরুদ্ধে ভোজপুরী অভিনেতা পবন সিংহের নাম ঘোষণা করেছিল বিজেপি। কিন্তু নাম ঘোষণার ২৪ ঘণ্টা কাটার আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন যে ভোটে লড়বেন না। তারপর থেকেই এই কেন্দ্রে কে প্রার্থী হবেন তাই নিয়ে জল্পনা চলছিল। মাঝে বিজেপি নেতা জিতেন তিওয়ারির নাম উঠে এলেও এনআইএ ইস্যুতে নাম জড়ানোর পরে সে সম্ভাবনা নষ্ট হয়ে যায়।
প্রসঙ্গত, মোদীজির হাফ ডজন প্রচার ঝড়ের পরে বুধবার লোকসভা ভোটের প্রচারে প্রথম রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বালুরঘাটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে সভা করেন তিনি। এই দিনই সভা থেকে ৩০ বেশি আসন পাওয়ার কথা বলেন শাহ। অমিত শাহের এই দাবিকেও কটাক্ষ করে কুণাল ঘোষ বলেন, ‘ওনার এই কথা দিশাহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত ভাবে বলা। এই বারে তৃনমূল ৩০ থেকে ৩৫টি আসন পাবে। বিজেপি ৫-৬টা আসন পায় কি না সন্দেহ’।
এর আগে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। এখন বিজেপি কাকে প্রার্থী করে সেটাই দেখার।