নিউজ ডেস্ক, ৯ নভেম্বর : নিয়োগ দুর্নীতি মামলায় ফের হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এক ঘণ্টার মাথায় ইডি দফতর থেকে বেরিয়ে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বেলা ১১টার সময় অভিষেককে আসতে বলা হয়েছিল সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। তাই বৃহস্পতিবার সকাল থেকেই সিজিও চত্বরকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। ১০টা ৪০ মিনিট নাগাদ নিজের বাড়ি থেকে বার হন অভিষেক। ঠিক ১১টা বেজে ৫ মিনিটে তিনি পৌঁছে যান ইডি দফতরে। আর বেরিয়ে আসেন ঠিক তার এক ঘণ্টার মাথায়। ১২টা বেজে ৬ মিনিটে সিজিও কমপ্লেক্স থেকে তিনি বেরিয়ে এলেন।
এর আগে কখনই ইডি বা সিবিআইয়ের সমন পেয়ে তাদের দফতরে ঢোকার পর এক ঘণ্টার মধ্যে বাইরে আসেননি অভিষেক। আগের বার অভিষেককে টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তার আগেও কখনও ৬ ঘণ্টা, কখনও বা ৮ ঘণ্টা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখোমুখি হয়েছেন তিনি।
সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখেমুখি হয়ে তিনি জানিয়েছেন, তদন্তকারী সংস্থাকে আগেও সাহায্য করেছেন, আবারও করবেন। ‘‘ওঁরা তথ্য চেয়েছিলেন। আমি ওঁদের ৬০০০ পাতার নথিপত্র জমা দিয়ে এসেছি। ওঁরা বলেছেন, এত নথি দেখতে সময় লাগবে। দরকার পড়লে আপনাকে আবার ডেকে পাঠাব।’’ অর্থাৎ, আপাতত অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না বৃহস্পতিবার। ফলে এক ঘণ্টার মধ্যেই সিজিও দফতরের থেকে তিনি বেরিয়ে এলেন।