ইডির হেফাজতে ভালো নেই জ্যোতিপ্রিয়

0 6

নিউজ ডেস্ক, ১২ নভেম্বর : স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আজ সকালে নিয়ে যাওয়া হয় কমান্ড হাসপাতাল। সিজিও থেকে বেরোনোর সময় মন্ত্রীর মুখে মৃত্যুশঙ্কা! স্বাস্থ্য পরীক্ষার পর সিজিওতে ঢোকার পথে জানালেন, বা দিক প্যারালাইস হয়ে গেছে, শরীর ভালো নেই।

ইডির হেফাজতে ভালো নেই জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন সকালে আলিপুর কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। কিছুক্ষণ ধরে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে ফের তাঁকে ইডির সিজিও কমপ্লেক্সের দফতরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। মৃত্যুর আশঙ্কা করছেন জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার ইডির দফতর থেকে বেরনো ও পরে ঢোকার মুখে সাংবাদিকদের সামনে তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন বালু। তাঁর শারীরিক পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে এদিন জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “শরীর অত্যান্ত খারাপ, মৃত্যু শয্যা প্রায়। এক সাইড প্রায় প্যারালাইসিস হয়ে গেছে।”

সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর সময় আরও একবার মুখ খোলেন। বলেন, “আমি মরে যাব আর বাঁচব না।” প্রশ্ন উঠছে, ইডি হেফাজতে থাকা জ্যোতিপ্রিয় মল্লিককে তবে মৃত্যুভয় তাড়া করছে? বিরোধীদের দাবি, ইডি হেফাজত থেকে ছাড়া পেতে নাকি নাটক করছেন রাজ্যের মন্ত্রী।

এবার সরাসরি মৃত্যুর কথা বললেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর সময় এই আশঙ্কা প্রকাশ করেন তিনি। 

Leave A Reply

Your email address will not be published.