বামেদের ব্রিগেডে কড়া নজরদারি, সতর্ক লালবাজার

13

ডিজিটাল ডেস্ক, ২০ এপ্রিল: সিপিএমের গণসংগঠনগুলির ডাকে আয়োজিত ব্রিগেড সমাবেশ ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনওরকম অশান্তি না ঘটে সেদিকে সজাগ রয়েছে পুলিশ। সভাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে, মিছিলেও নজরদারি চালাবে তারা।

ব্রিগেড ময়দানে থাকবেন ইন্সপেক্টর পদমর্যাদার ৬ জন আধিকারিক, সঙ্গে থাকবেন এসআই ও এএসআই পদমর্যাদার ১২ জন করে অফিসার। এছাড়া মাঠে থাকবেন মোট ৮০ জন পুলিশ কর্মী এবং ১৫ জন মহিলা পুলিশ।

গুরুত্বপূর্ণ জায়গাগুলোর মধ্যে ডোরিনা ক্রসিং, মেয়ো রোড, চৌরঙ্গি রোডে থাকবে সাতটি পুলিশ পিকেট। সমাবেশ ঘিরে ছয়টি পার্কিং জোন চিহ্নিত করা হয়েছে, এবং অতিরিক্ত সতর্কতা হিসেবে রাখা হয়েছে দু’টি অ্যাম্বুল্যান্সও।

কয়েকদিন আগে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে আইএসএফের ডাকা মিছিল ঘিরে ভাঙড়ে যে বিশৃঙ্খলা ও রণক্ষেত্রের পরিবেশ তৈরি হয়েছিল, তা পুলিশের কাছে অপ্রত্যাশিত ছিল। সেই ঘটনার পর থেকেই শহরে যেকোনও মিছিল, মিটিং বা সমাবেশকে কেন্দ্র করে আরও বেশি সতর্ক হয়েছে লালবাজার।

শনিবার বডিগার্ড লাইনে অনুষ্ঠিত ক্রাইম মিটিংয়ে কলকাতার নগরপাল মনোজ বার্মা পুলিশ আধিকারিকদের উদ্দেশে বলেন, মিছিল, পথ অবরোধ, আইন অমান্য বা বিক্ষোভ কর্মসূচি নিয়ে পুলিশকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। পাশাপাশি তিনি আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি রাখার নির্দেশও দেন।

সূত্রের খবর, স্থানীয় থানাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে—বিক্ষোভ, অবস্থান, ধর্মঘট বা সমাবেশ সংক্রান্ত আগাম তথ্য সংগ্রহ করতে হবে। কোনও এলাকায় যদি আচমকা রাস্তা অবরোধ বা বিক্ষোভ শুরু হয়, তাহলে দ্রুত সেই জায়গায় পৌঁছাতে হবে পুলিশকে এবং সেইসঙ্গে সদর দপ্তরকে জানাতে হবে অবিলম্বে। বিক্ষোভস্থলে যাওয়ার সময় পুলিশকর্মীদের বাধ্যতামূলকভাবে হেলমেট ও বডিগিয়ার পরার নির্দেশও দেওয়া হয়েছে আত্মরক্ষার স্বার্থে।

Comments are closed.