শুধু সময়ের অপেক্ষা! সবুজ সঙ্কেত পেলেই বৌবাজারে সুড়ঙ্গ পথে ছুটবে ইস্ট ওয়েস্ট মেট্রো

14

কলকাতা, ২৭ এপ্রিল: আজ, রবিবার ইস্ট ওয়েস্ট মেট্রোর ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। ইতিমধ্যেই সিআরএস (কমিশন অফ রেলওয়ে সেফটি) পরিদর্শন শুরু করেছে। রবিবার এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত এই পরিদর্শন চলবে।

ধর্মতলা শিয়ালদা রুটে মেট্রো সম্প্রসারণ এর কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আজ কমিশনিং অফ রেলওয়ে সেফটির তরফ থেকে সেই কাজ পর্যবেক্ষণ করা চলছে। আপাতত সিআরএস প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর রেলওয়ের তরফ থেকে সবুজ সিগন্যাল পাওয়ার পরেই এই রুটে মেট্রো পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম (সিবিটিসি) ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গেছে। সিআরএস অনুমতি দিলে, খুব শিগগিরই হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যাত্রী পরিষেবা শুরু হবে।

প্রসঙ্গত, মেট্রো পরিষেবা স্বাভাবিক হওয়ার কারণে আগে কিছুদিন মেট্রো পরিষেবা বন্ধ ছিল। শনিবার, ২৬ এপ্রিল থেকে সোমবার, ২৮ এপ্রিল পর্যন্ত হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা বন্ধ থাকবে। সোমবার অফিসের দিন মেট্রো বন্ধ থাকলে যাত্রীদের জন্য ভোগান্তি আরও বাড়বে।

Comments are closed.