Loksabha Election 2024: দেশ জুড়ে ভোট ৪৯ কেন্দ্রে, ৬৯৫ প্রার্থীর মধ্যে রয়েছেন যে সব হেভিওয়েটরা
রাত পোহালেই পঞ্চম দফার নির্বাচন। সারা দেশ জুড়ে ৬ রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে মোট ৪৯ কেন্দ্রে ভোট গ্রহণ আগামীকাল। রয়েছে একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য পরীক্ষা। তালিকায় রয়েছেন রাহুল গান্ধী, রাজনাথ সিংহ, স্মৃতি ইরানি সহ আরও অনেকে।
পঞ্চম দফায় উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ১৪, মহারাষ্ট্রের ৪৮টির মধ্যে ১৩, বিহারের ৪০টির মধ্যে পাঁচ, ওড়িশায় ২১টির মধ্যে ৫, ঝাড়খণ্ডের ১৪টির মধ্যে ৩ আসনে ভোট হবে। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের ৫টি লোকসভা কেন্দ্রের মধ্যে একটি এবং লাদাখের এক মাত্র আসনে সোমবার ভোটগ্রহণ। এই দফায় ৮২ জন মহিলা-সহ মোট প্রার্থীর সংখ্যা ৬৯৫।
বাংলার ৭ আসনে নির্বাচন আগামীকাল। আরামবাগ, হুগলী, শ্রীরামপুর, হাওড়া, উলুবেড়িয়া, ব্যারাকপুর এবং বনগাঁয় লড়াইয়ে ভাগ্য পরীক্ষা। ভোটের সমীকরণে কোথাও এগিয়ে শাসক তো কোথাও আবার বিরোধীরা। ৩০ আসনের লক্ষমাত্রা নিয়ে এ রাজ্যে লড়াই বিজেপির। ২০১৯ হারানো আসন ফিরে পেতে মরিয়া শাসক শিবির। জোড় টক্কর দিতে জোট বেঁধে মাঠে নেমেছে বাম-কংগ্রেস।
বাংলায় হেভিওয়েটদের কাল রয়েছেন হুগলী লোকসভা কেন্দ্রের দুই প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় এবং লকেট চট্টোপাধ্যায়। ব্যারাকপুরে লড়াই রাজ্যে মন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে বাহুবলী অর্জুন সিংহের। বনগাঁয় মতুয়া হাওয়া পালে টানতে লড়াই শান্তনু ঠাকুর এবং বিশ্বজিৎ দাসের। শ্রীরামপুর সম্মুখসমরে প্রাক্তন শ্বশুর-জামাই সঙ্গে রয়েছে তরুণ নেত্রী দীপ্সিতা ধর।
দেশ জুড়ে হেভিওয়েটদের মধ্যে অমেঠিতে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, উত্তরপ্রদেশের রায়বড়েলিতে সনিয়ার ছেড়ে যাওয়া আসনে প্রার্থী রাহুল গান্ধী। সেখানে ভোট প্রচারে গিয়ে সনিয়া বলেন ‘ছেলেকে আপনাদের হাতে তুলে দিলাম’। এ ছাড়াও লখনউ কেন্দ্রে প্রার্থী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, মুম্বই উত্তর কেন্দ্রে ভোটে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল।
কাইসারগঞ্জ থেকে বিজেপির টিকিটে লড়ছেন যৌন হেনস্থায় অভিযুক্ত বিদায়ী সাংসদ কুস্তিগীর ব্রিজভূষণ শরণ সিংহের পুত্র করণভূষণ সিংহ। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বারামুলায় লড়ছেন। আরজেডি প্রধান লালুপ্রসাদের কন্যা রাগিণী প্রার্থী হয়েছেন সারণ লোকসভা কেন্দ্রে।
সব কেন্দ্রের খবর নিয়ে সবার আগে হাজির আমরা, চোখ রাখুন NKTV বাংলায়।