Anant-Radhika Wedding : বলিউড তারকা থেকে হলিউড, বিয়ের অনুষ্ঠানে রয়েছে বড় চমক

0 36

এক বহু চর্চিত বিয়ে। বলিপাড়া থেকে নেটপাড়া, সর্বত্রই চর্চা চলছে এই বিয়ে নিয়ে। সম্পন্ন হয়েছে গায়েহলুদ ও মেহেন্দির অনুষ্ঠান। শুরু অনন্ত আম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) বিয়ের অনুষ্ঠান। বলিউড তারকা থেকে আন্তর্জাতিক তারকা এবং দক্ষিণী সিনেমাজগৎ সকলেই আমন্ত্রিত বিবাহ অনুষ্ঠানে। বিয়েতে আমন্ত্রিত রয়েছেন দেশের সব কেন্দ্রীয় মন্ত্রীরা এবং সব রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শিল্পপতি, উদ্যোগপতিরা। ইতিমধ্যেই মুম্বইয়ে জিয়ো ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আসতে শুরু করেছেন অতিথিরা। রেড কার্পেটে একের পর এক ফটোসেশন।

অনন্ত আম্বানী এবং রাধিকা মাৰ্চেণ্টের বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিত কারা?

ভারতীয় অতিথিদের তালিকায় রয়েছে :-

অনুষ্ঠানে সপরিবারে হাজির ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া। ছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, বরুণ ধাওয়ান এবং রজনীকান্তের মতো অভিনেতারা। জন সিনাকেও দেখা গেল শেরওয়ানিতে। আম্বানিদের রেড কার্পেটেও গাছ হাতে জ্যাকি শ্রফ। সস্ত্রীক উপস্থিত এ আর রহমান। সপরিবারে উপস্থিত মাধুরী দীক্ষিতও।

ভারতের সাবেক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, অন্ধ্রপ্রদেশের মন্ত্রী নারা লোকেশ, অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, তেলেঙ্গানার বিরোধী দলনেতা কে টি রামা রাও, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, অভিষেক মনু সিংভি, কংগ্রেস-কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য, কংগ্রেস-কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য সলমন খুরশিদ, কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য দিগ্বিজয় সিং। রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল। শচীন পাইলট, কংগ্রেস-কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য।

আন্তর্জাতিক অতিথির তালিকা :

আমেরিকার রাজনীতিবিদ জন কেরি
ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার
ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন
ইতালির সাবেক প্রধানমন্ত্রী মেটিও রেনজি
অস্ট্রিয়ার সাবেক প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান কুর্জ
কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হারপার
সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী কার্ল বিল্ড
মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ
তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান
আমিন নাসের, প্রেসিডেন্ট ও সিইও, আরামকো
খালদুন আল মুবারক, সিইও, ম্যানেজিং ডিরেক্টর, মুবাদালা
মারে ওসিনক্লুস, সিইও, বিপি

রবার্ট ডুডলি, প্রাক্তন সিইও – বিপি, বোর্ড সদস্য – আরামকো
মার্ক টাকার, গ্রুপ চেয়ারম্যান, এইচএসবিসি হোল্ডিংস পিএলসি

বার্নার্ড লুনি, প্রাক্তন সিইও, বি.পি.

শান্তনু নারায়ণ, সিইও, অ্যাডোবি
ব্যবস্থাপনা পরিচালক, মাইকেল গ্রিমস, মরগান স্ট্যানলি
জয় লি, স্যামসাং ইলেকট্রনিক্সের এক্সিকিউটিভ চেয়ারম্যান
দিলহান পিল্লাই, তেমাসেক হোল্ডিংসের সিইও
এমা ওয়াল্মসলে, সিইও, গ্ল্যাক্সোস্মিথক্লাইন
ডেভিড কনস্টেবল, সিইও, ফ্লোর কর্পোরেশন
জিম টিগ, সিইও, এন্টারপ্রাইজ জিপি
জিয়ান্নি ইনফান্তিনো, আইওসি সদস্য, ফিফা সভাপতি
হুয়ান আন্তোনিও সামারাঞ্চা, আইওসির সহ-সভাপতি
এনগোগি অ্যাকনজো-আইওয়েলা, বিশ্ব ব্যবসা সংস্থার মহাপরিচালক

কিম কার্দাশিয়ান, মিডিয়া ব্যক্তিত্ব

ক্লউ কার্দাশিয়ান, মিডিয়া ব্যক্তিত্ব, সমাজসেবী
দীনেশ পালিওয়াল, পার্টনার, কেকেআর
লিম চৌ কিয়াত, সিইও, জিআইসি
মাইকেল ক্লেইন, ম্যানেজিং পার্টনার, এম ক্লেইন অ্যান্ড কোম্পানি
বদর মোহাম্মদ আল-সাদ, পরিচালক, কেআইএ
ইয়োশিহিরো হায়াকুতোম, এসএমবিসির সিনিয়র ম্যানেজিং এক্সিকিউটিভ অফিসার
খলিল মোহাম্মদ শরীফ ফৌলাথি, এডিআইএ’র ভাইস প্রেসিডেন্ট
পিটার ডায়াম্যান্ডিস, সিঙ্গুলারিটি বিশ্ববিদ্যালয়ের নির্বাহী চেয়ারম্যান
জে শেঠি, পডকাস্টার, লেখক, প্রশিক্ষক
জেফ, শিল্পী

জানুয়ারি মাকাম্বা, পররাষ্ট্র বিষয়ক এবং পূর্ব আফ্রিকার সহযোগিতা
জেমস টাইকলেট, সিইও, লকহিড মার্টিন
এরিক ক্যান্টর, মোলিস অ্যান্ড কোম্পানির ভাইস চেয়ারম্যান
এনরিক লরেস, চেয়ারম্যান ও সিইও, এইচপি ইনকর্পোরেটেড।
এরিকসনের প্রেসিডেন্ট ও সিইও বার্জ একহোম
উইলিয়াম লিন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, বি.পি.
টমি উইটো, নকিয়া মোবাইল নেটওয়ার্কের চেয়ারম্যান
ক্লারা উ সাই, সহ-প্রতিষ্ঠাতা, জো এবং ক্লারা সাই ফাউন্ডেশন
পানো ক্রিস্টো, সিইও, প্র্যাট এ ম্যাঙ্গার

মাইক টাইসন, আমেরিকান পেশাদার বক্সার

জন সিনা, পেশাদার কুস্তিগীর, হলিউড অভিনেতা

জিন-ক্লড ভ্যান ডেম, হলিউড অভিনেতা

কেনান ওয়ারসাম (কনান), গায়ক, গীতিকার, র্যাপার

লুইস রদ্রিগেজ (লুইস ফ্যান্সি), গায়ক

ডিভাইন একুবর (রেমা), গায়ক, র্যাপার
টনি চেবা, চিন্তার নেতা
স্যার মার্টিন সোরেল, প্রতিষ্ঠাতা, WPP

Leave A Reply

Your email address will not be published.