কঙ্গনার ১ লাখ টাকার বিদ্যুৎ বিল বিতর্ক: দাবি উড়়িয়ে হিসেব প্রকাশ করল হিমাচল পাওয়ার বোর্ড

13

মানালি, হিমাচল প্রদেশ: অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের [Kangana Ranaut] মানালির বাড়ির বিদ্যুৎ বিল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কঙ্গনা সম্প্রতি একটি জনসভায় দাবি করেন, তাঁর যে বাড়িতে কেউ থাকে না, সেই বাড়ির বিদ্যুৎ বিল ১ লক্ষ টাকা এসেছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়।

কঙ্গনার এই দাবি উড়িয়ে দিয়েছে হিমাচল প্রদেশ বিদ্যুৎ পর্ষদ [Himachal Pradesh Electricity Board]। পর্ষদের দাবি, কঙ্গনার বাড়ির গত দু’মাসের বিদ্যুৎ বিল ৯০,৩৮৪ টাকা [Rs 90,384], যেখানে আগের কিছু বকেয়াও যুক্ত আছে। শুধু তাই নয়, বিদ্যুৎ পর্ষদ কঙ্গনার বিরুদ্ধে নিয়মিতভাবে বিল দেরিতে পরিশোধ করার অভিযোগও এনেছে।

বিদ্যুৎ পর্ষদের ম্যানেজিং ডিরেক্টর সন্দীপ কুমার [Sandeep Kumar] জানান, কঙ্গনা রানাউত বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন। তিনি বলেন, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চের কিছু অংশ মিলিয়ে এই বিলটি প্রায় ৯১ হাজার টাকা। নভেম্বরের বিল ১৬ই জানুয়ারি পরিশোধ করার পর তিনি আর কোনো বিল দেননি।

পর্ষদের আরও দাবি, কঙ্গনার বাড়িতে বিদ্যুতের ব্যবহার অনেক বেশি। তাদের হিসেব অনুযায়ী, প্রতি মাসে গড়ে ৫,০০০ থেকে ৯,০০০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়, কারণ তাঁর বাড়ির কানেক্টেড লোড ৯৪.৮২ কিলোওয়াট [94.82 kilowatts]। সাধারণ বাড়ির থেকে যা অনেক বেশি।

যদিও বিতর্ক তৈরি হয়েছে, বিদ্যুৎ পর্ষদ জানিয়েছে, কঙ্গনা রাজ্য সরকারের বিদ্যুৎ ভর্তুকি প্রকল্পের সুবিধা পান। এমনকি, ফেব্রুয়ারির বিলে তিনি ৭০০ টাকার ভর্তুকি পেয়েছেন। পর্ষদের বক্তব্য, যদি তিনি সময়মতো বিল দিতেন, তাহলে বিলের পরিমাণ অনেক কম হতো। এই বিষয়ে কঙ্গনার পক্ষ থেকে কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেননি।

এই ঘটনায় কঙ্গনা রানাউতের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

[Kangana Ranaut Electricity Bill] [Himachal Pradesh Electricity Board] [Electricity Bill Controversy] [Manali] [Power Consumption] [Delayed Payments] [Indian Politics] [Bollywood News]

Comments are closed.