৪ দিন পরই আলোর উৎসব দীপাবলি

0 15

নিউজ ডেস্ক, ৮ নভেম্বর : চলছে উৎসবের মরসুম। আর ৪ দিন পরই আলোর উৎসব দীপাবলি। দেশ জুড়ে আলোর উৎসবের প্রস্তুতি তুঙ্গে। পবিত্রতা, শুদ্ধতা, সৌভাগ্য ও পরাজয়ের প্রতীক হল আলো বা আগুন। এই আগুন বা আলোর উপস্থিতিতেই অন্ধকার কেটে শুভশক্তির উদয় হয়। দুর্গাপুজোর পর দীপান্বিতা অমাবস্যায় কালো অন্ধকারকে ভেদ করে শুভ শক্তিকে জাগ্রত করার জন্য ঘরে ঘরে প্রদীপ জ্বালানো হয়। দীপাবলি, যা ধনতেরাস থেকে শুরু হয় এবং ভাতৃ দ্বিতীয়া অবধি চলে।

ক্যালেন্ডার অনুসারে, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা ১২ নভেম্বর ২০২৩ রবিবার দুপুর ২.৪৩  মিনিটে শুরু হবে এবং পরের দিন ১৩ নভেম্বর ২০২৩, সোমবার দুপুর ২.৫৬ মিনিট পর্যন্ত চলবে।

এই বছর একই দিনে পড়েছে কালীপুজো ও দীপাবলি। সেদিন সারা রাত জুড়ে চলবে দেবী কালীর আরাধনা। জেনে নিন কালীপুজোর সঠিক সময় ও মুহূর্ত : –

◾আগামী রবিবার ১২ নভেম্বর ২০২৩ কালীপুজো বা শ্যামাপুজো পালিত হবে।

◾পঞ্জিকা অনুসারে কার্তিক অমাবস্যা তিথি পড়বে ১২ নভেম্বর ২০২৩ বেলা ২টো ৪৩ মিনিটে।

◾অমাবস্যা তিথির অবসান হবে ১৩ নভেম্বর ২০২৩ রাত ২টো ৫৬ মিনিটে।

◾কালীপুজোর জন্য শুভ সময় থাকবে ১২ নভেম্বর রাত ১১টা ৩৯ মিনিট থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত।

◾এই ৫৩ মিনিটের মধ্যেই মা কালীর আরাধনার সবচেয়ে উপযুক্ত সময় থাকবে।

Leave A Reply

Your email address will not be published.