SSC ভবন ঘেরাও প্রত্যাহার চাকরিহারাদের, আন্দোলন চালানোর বার্তা

12

কলকাতা, ২৫ এপ্রিল: ৫ দিন পর এসএসসি ভবন ঘেরাও তুলে নিলেন চাকরিহারারা। আগামী দু’দিন শহিদ মিনারের কাছে অবস্থান কর্মসূচি চলবে। এর মধ্যেই সমস্ত নথিপত্রের কাজ সম্পূর্ণ না হলে ‘বিকাশ অভিযান’-এর ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। তবে সবকিছু ঠিকঠাক চললে, আসছে সোমবার থেকেই তাঁরা স্কুলে ফিরে যাবেন বলে খবর।

যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের দাবিতে গত সোমবার এসএসসি ভবনের বাইরে ধরনায় বসেছিলেন চাকরিচ্যুতরা। ওই সময় এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারসহ ১৬ জন ভিতরে আটকে পড়েন। আন্দোলনকারীদের স্পষ্ট দাবি ছিল—তালিকা প্রকাশ করতেই হবে, নইলে আন্দোলন চলবে। তবে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট নির্দেশ না থাকায় এসএসসি সেই তালিকা প্রকাশ করেনি। যদিও ডিআই অফিসে পাঠানো হয়েছিল যোগ্য প্রার্থীদের তালিকা, তবে সেখানেও একাধিক যোগ্য প্রার্থীর নাম ছিল না বলে অভিযোগ। ফলে আন্দোলন অব্যাহত ছিল। এই পরিস্থিতিতে শুক্রবার সকালে এসএসসি ভবনের ঘেরাও তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন চাকরিহারারা।

Comments are closed.