SSC ভবন অভিযানে ‘যোগ্য’ শিক্ষকরা

9

ডিজিটাল ডেস্ক, ২১ এপ্রিল: সোমবারই স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) যোগ্য ও অযোগ্য শিক্ষার্থীদের তালিকা পৃথকভাবে প্রকাশ করতে চলেছে। সেই তালিকার অপেক্ষায় রয়েছেন বহু চাকরিপ্রার্থী। ঠিক এই প্রেক্ষাপটে, কমিশনের উপর চাপ বাড়াতে ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’ সোমবার এসএসসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে। তাঁরা জানিয়েছেন, তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত তাঁরা সেখানেই থাকবেন।

দুপুর ১২টার সময় করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে মিছিল শুরু হওয়ার কথা। প্রাথমিক জমায়েত হবে সেখানেই। সেখান থেকে মিছিল এগিয়ে যাবে বিকাশ ভবনের উদ্দেশে। তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত তাঁরা বিকাশ ভবনের সামনে অবস্থান চালিয়ে যাবেন। এমনকী, তালিকা প্রকাশ না হলে স্থায়ী অবস্থানে বসারও ইঙ্গিত দিয়েছেন চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি মেহবুব মণ্ডল।

প্রসঙ্গত গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী চাকরি হারান। ২০১৬ সালের এসএসসি প্যানেলে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা নিয়ে অস্পষ্টতা থাকায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তা বাতিল করে দেয়। আকস্মিকভাবে চাকরি চলে যাওয়ায় হতাশা ও অনিশ্চয়তা গ্রাস করেছে অনেককেই। যদিও শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা।

এই প্রেক্ষাপটে, নিজেদের অধিকার রক্ষায় একাধিক সংগঠন গড়ে তুলেছেন চাকরি হারানো প্রার্থীরা। এর মধ্যেই ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’ উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। গত ৭ এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সঙ্গে এক সমাবেশে এই সংগঠনের প্রতিনিধিরা দেখা করেন। সেই বৈঠকের পর মেহবুব জানান, তাঁদের একাধিক দাবি নিয়ে আন্দোলন অব্যাহত থাকবে। এবার তাঁরাই নতুন কর্মসূচির ঘোষণা করেছেন।

Comments are closed.