Jammu & Kashmir Assembly : ৩৭০ ধারা উচ্ছেদ নিয়ে ধুন্ধুমার জম্মু-কাশ্মীর বিধানসভায়

0 21

Jammu & Kashmir Assembly : ৩৭০ ধারা উচ্ছেদ নিয়ে তুলকালাম জম্মু ও কাশ্মীর বিধানসভায় (Jammu-Kashmir Assembly)। বিধানসভার ভিতরেই হাতাহাতি শাসক ও বিরোধী বিধায়কদের। বাধ্য হয়ে বিধানসভা কক্ষে প্রবেশ করল মার্শালরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অধিবেশন মুলতুবি করলেন স্পিকার।

জম্মু ও কাশ্মীরে ফের ৩৭০ ধারা ফেরাতে চেয়ে বুধবার প্রস্তাব পাশ হয় কাশ্মীর বিধানসভায়। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে আওয়ামি ইত্তেহাদ পার্টির বিধায়ক খুরশিদ আহমেদ শেখ ৩৭০ ধারার সমর্থনে একটি পোস্টার তুলে ধরেন। সেই পোস্টারে আপত্তি জানান বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক সুনীল শর্মা। ওই পোস্টারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা। বিষয়টিকে কেন্দ্র করে শাসক এবং বিরোধী দলের বিধায়কদের মধ্যে হাতাহাতি শুরু হয়।

বিজেপির দাবি, ৩৭০ ধারা(Article 370) উচ্ছেদের ফলে জম্মু-কাশ্মীরের আদিবাসী ও দলিতরা তাঁদের অধিকার ফিরে পেয়েছেন।

৩৭০ ধারা নিয়ে সরাসরি কোনও কথা না বললেও রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা এনসি নেতা সুরিন্দর কুমার চৌধুরী বলেন, তাঁদের একমাত্র লক্ষ হল কাশ্মীরের উন্নয়ন।

জম্মু-কাশ্মীর বিধানসভার ঘটনায় কংগ্রেসকে কটাক্ষ করেছে বিজেপি। পদ্ম শিবিরের প্রশ্ন, কংগ্রেস কি জম্মু-কাশ্মীরের উন্নয়নের বিরোধী?

৩৭০ ধারা ইস্যুতে নির্দল এবং আওয়ামি ইত্তিহাদ পার্টির বিধায়কের দাবিকে সমর্থন করেন শাসক ইন্ডি জোট। বিজেপির দাবি, ৩৭০ ধারা ফেরানোর প্রশ্নই ওঠে না। ৩৭০ ধারা নিয়ে বিধায়করা হাতাহাতিতে জড়িয়ে পড়লে শেষ পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার।

Leave A Reply

Your email address will not be published.