নিউজ ডেস্ক, ২২ সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীর পুলিশের এক জ্যেষ্ঠ পুলিশ সদস্যকে এক সন্ত্রাসবাদীর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। কাশ্মীরে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার হয়ে কাজ করা এক ব্যক্তিকে পালাতে সাহায্য করার অভিযোগে উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত পুলিশ আধিকারিকের নাম শেখ আদিল মুস্তাক। তিনি জম্মু ও কাশ্মীর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে কর্মরত ছিলেন। ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে শুধু লস্কর সহযোগীকে সাহায্য করাই নয়, ঘুষ নেওয়ারও অভিযোগ উঠেছে। পুলিশের তরফে সব দিক তদন্ত করে দেখা হচ্ছে।
দুর্নীতি সহ আরও বেশ কয়েকটি অভিযোগে শ্রীনগরের ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার পরে সিনিয়র পুলিশ অফিসারকে ছয় দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
সূত্রের খবর, গত জুলাই মাসে গ্রেফতার হওয়া ওই সন্ত্রাসবাদীর ফোন অ্যানালাইসিস থেকে জানা যায়, অভিযুক্ত জম্মু ও কাশ্মীরের জ্যেষ্ঠ পুলিশ অফিসার তাঁর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন। এমনকি কীভাবে আইন এড়িয়ে চলতে হয় সে বিষয়েও তিনি তাকে নির্দেশনা দিয়েছিলেন বলে অভিযোগ করেন ওই সন্ত্রাসী কর্মী।
এদিকে, প্রযুক্তিগত প্রমাণ এবং অর্থ লেনদেনের ভিত্তিতে অফিসারের বিরুদ্ধে একটি ওয়াটারটাইট মামলা দায়ের করা হয়েছে।