ডিজিটাল ডেস্ক, ২৩ এপ্রিল: কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় এবার মোদি সরকারের পাশে দাঁড়াল ইজরায়েল। বুধবার এক কড়া বার্তায় ইজরায়েলের ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত রেউভেন অজার জানান, “নিরপরাধ সাধারণ মানুষের উপর এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড আমাদের আরও বেশি অনুপ্রাণিত করে সন্ত্রাসবাদকে শিকড় থেকে উপড়ে ফেলতে।”
সেই সঙ্গে ভারত সরকারের উপর আস্থা প্রকাশ করে তিনি বলেন, “ভারত জানে কীভাবে এমন পরিস্থিতির দৃঢ়ভাবে মোকাবিলা করতে হয়। আমরা ভারতের পাশে আছি।” অজারের এই বার্তা আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানকে আরও জোরালো করল বলে মনে করছেন কূটনৈতিক মহল।
কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইজরায়েলের রাষ্ট্রদূত। তাঁর বক্তব্য, “এই ধরনের অপরাধীরা আমাদের ভয় দেখানোর জন্য সবসময় নতুন কৌশল খোঁজে। আমাদেরও সেই অনুযায়ী মানসিকতা তৈরি করতে হবে। জঙ্গিরা যেভাবে ভাবে, আমাদেরও সেই কৌশলে ভাবতে হবে। আমরা বিশ্বাস করি, এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা আরও দৃঢ় প্রতিজ্ঞ হব।”
ভারত সরকারের ভূমিকায় আস্থা প্রকাশ করে তিনি আরও বলেন, “ভারত জানে, এমন সংকটময় পরিস্থিতিতে কীভাবে কার্যকর পদক্ষেপ নিতে হয়। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আমরা ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করতে প্রস্তুত।”
উল্লেখযোগ্যভাবে, পুলওয়ামার ঘটনার পর জম্মু ও কাশ্মীরের মাটিতে সবচেয়ে বড় জঙ্গি হামলা ঘটে গেল গত মঙ্গলবার। সেদিন বিকেলে পহেলগাঁওয়ের এক রিসর্টে পর্যটকদের উপর নির্মম হামলা চালায় জঙ্গিরা। বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে, পর্যটকদের ধর্মীয় পরিচয় যাচাই করে টার্গেট করে গুলি চালানো হয়। ইতিমধ্যেই এই ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-ত্যায়বার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)
কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর মঙ্গলবার একটি বিবৃতি জারি করে ইজরায়েলের ভারতীয় দূতাবাস জানায়, “এই নৃশংস হামলায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে ইজরায়েল সবসময় ভারতের পাশে রয়েছে।”
Comments are closed.