ডিজিটাল ডেস্ক, ২০ এপ্রিল: বামেদের ব্রিগেড সমাবেশের সাফল্য কামনা করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাঁর কথায়, এই ব্রিগেড আসলে মেহনতি মানুষের কণ্ঠস্বর। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লেখেন, “মেহনতি মানুষের ব্রিগেড। সফলতা কামনা করি।”
আসলে, নওশাদ সিদ্দিকীর সঙ্গে বামেদের সেই পুরনো রসায়ন এখন আর সেভাবে দেখা যায় না। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বাম ও আইএসএফের মধ্যে জোট নিয়ে আলোচনা চললেও, আইএসএফের অনড় অবস্থানের কারণেই শেষমেশ তা সফল হয়নি। উলটে রাজনৈতিক মহলের একটা অংশের দাবি, শাসকদলের সঙ্গে নওশাদের ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা চলছিল।
তবে সেই জল্পনায় জল ঢেলে নওশাদ এবার স্পষ্ট বার্তা দিলেন— এখনও তিনি মেহনতি মানুষের পাশে, এবং পরোক্ষে বামেদের সঙ্গেই থাকার ইচ্ছা প্রকাশ করলেন। বামেদের ব্রিগেড সমাবেশের জন্য শুভেচ্ছা জানিয়ে তাঁর পোস্ট, একপ্রকার রাজনৈতিক অবস্থানেরও ইঙ্গিত দিল বলেই মনে করছে অনেকেই।
প্রসঙ্গত উল্লেখ্য এবারের ব্রিগেড সরাসরি সিপিএমের ব্যানারে নয়, আয়োজক দলের শ্রমিক, কৃষক ও খেতমজুর সংগঠনগুলি। তাই বক্তা তালিকায় সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ছাড়াও রয়েছেন অনাদি সাহু, নিরাপদ সর্দার, বন্যা টুডু, অমল হালদার ও সুখরঞ্জন দে-র মতো শ্রমজীবী মানুষের সংগঠনের নেতারা। ফলে এবারের ব্রিগেডে বড় কোনও চমক নেই বলেই অনেকের মত। তবে তার ঠিক আগেই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর শুভেচ্ছাবার্তা নিঃসন্দেহে বেশ তাৎপর্যপূর্ণ ও নজরকাড়া— রাজনৈতিক বার্তাও বটে।
Comments are closed.