RAT HOLE : উমরাংশুর কয়লা খনি ট্ৰাজেডি নিয়ে অসম সরকার গঠিত তদন্ত কমিটি প্রকাশ্য শুনানি গ্রহণ করল। গৌহাটি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অনিমা হাজরিকার নেতৃত্বে একজনের তদন্ত কমিটি কয়লা খনি দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখছে।
অসমের ডিমা হাসাওয়ের উমরাংশুতে RAT HOLE পদ্ধতিতে কয়লা খনন দীর্ঘকালের। পুরো প্রক্রিয়াটি বেআইনি। একাধিকবার এরকম RAT HOLE খনিতে অঘটন ঘটেছে। সরকার নিষিদ্ধ করেছে RAT HOLE খনন। তবু, বন্ধ করা যায়নি RAT HOLE খনন। রীতিমতো সিন্ডিকেট চক্রের হাতে এই বেআইনি কার্যকলাপ চলে আসছে। চলতি বছরের ৬ জানুয়ারি উমরাংশুতে তিনকিলো কালামাটি এলাকায় RAT HOLE খনি দুর্ঘটনা ঘটে।
গুয়াহাটি হাইকোর্টের প্ৰাক্তন বিচারপতি অনিমা হাজরিকার সামনে সাক্ষ্য দেন ষষ্ঠ তফসিল সুরক্ষা সমিতির আহ্বায়ক ড্যানিয়েল লাংথাসা এবং বাপুজিৎ লাংথাসা। সাক্ষ্য দিয়ে বেরিয়ে আসার পর ড্যানিয়েল লাংথাসা বলেন, তাঁদের জানা সব তথ্য কমিশনের কাছে পেশ করেছেন তিনি।
ড্যানিয়েল,ষষ্ঠ তফসিল সুরক্ষা সমিতির আহ্বায়ক লাংথাসা বলেন, কয়লা খনিতে দুর্ঘটনার পর ১৬ জানুয়ারি তাঁরা উমরাংশু থানায় একটি এজাহার দায়ের করেছিলেন। কিন্তু আজও পুলিশ সেই এজাহারের প্রেক্ষিতে কোন মামলা দায়ের করেনি। এই তথ্য তদন্ত কমিশনের কাছে পেশ করেন ড্যানিয়েল। ড্যানিয়েল জানান যে, তাঁর এই সাক্ষ্য শুনে বিস্ময় প্রকাশ করেন তদন্ত কমিশন
ড্যানিয়েল বলেন, তাঁরা শুনেছেন শুধু তাঁদের দায়ের করা এজাহারেই যে পুলিশ মামলা করেনি তা নয়। আরও অনেকের ক্ষেত্রেই এরকম হয়েছে। অনেকেই ব্যক্তিগত ভাবে এবং অনেকে গ্রুপ হিসেবে পুলিশে এজাহার দায়ের করেছেন। কিন্তু কোনও ক্ষেত্র্ই পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি। তাঁর অভিযোগ, ঘটনাটিতে প্রশাসনের লোকজনদের হাত রয়েছে। প্রশাসনের অনেকেই RAT HOLE খননে জড়িত।
ড্যানিয়েল বলেন, তাঁরা শুনেছেন শুধু তাঁদের দায়ের করা এজাহারেই যে পুলিশ মামলা করেনি তা নয়। আরও অনেকের ক্ষেত্রেই এরকম হয়েছে। অনেকেই ব্যক্তিগত ভাবে এবং অনেকে গ্রুপ হিসেবে পুলিশে এজাহার দায়ের করেছেন। কিন্তু কোনও ক্ষেত্র্ই পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি। তাঁর অভিযোগ, ঘটনাটিতে প্রশাসনের লোকজনদের হাত রয়েছে। প্রশাসনের অনেকেই RAT HOLE খননে জড়িত।
তদন্ত কমিশনে সাক্ষ্য দেবার পরও ন্যায় বিচারে তেমন ভরসা করতে পারছেন না ড্যানিয়েল লাংথাসা। তিনি বলেন, কমিশনের কাছেও তিনি বলেছেন যে ভারতীয় বিচার ব্যবস্থার উপরে আস্থা একেবারে তলানিতে ঠেকেছে। প্রসঙ্গক্রমে তিনি তাঁর বাবার হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেন। তিনি বলেন, আমার বাবা নিন্দু লাংথাসা একজন জননেতা ছিলেন। ২০০৭ সালে তিনি খুন হয়ে যান। কিন্তু আজ পর্যন্ত ন্যায়বিচার মেলেনি। সেই মামলা এখনও চলছে। দেশের বিচার ব্যবস্থাই এমন, যে-সত্য সকলের জানা তাতেও প্রত্যক্ষদর্শীর অভাব।
উমরাংশুর ভয়ঙ্কর খনি দুর্ঘটনায় ডজন খানেক গরিব শ্রমিকের বেঘোরে প্রাণ গেলেও শেষ পর্যন্ত বিপজ্জনক এবং বেআইনি এই RAT HOLE কয়লা খনন বন্ধ হবে কি? কে দেবে সেই নিশ্চয়তা! তবু, এখনও সকলে অপেক্ষায় রয়েছেন RAT HOLE খনি দুর্ঘটনায় ন্যায়বিচার হবে। ততদিন অধীর প্রতীক্ষা।

Comments are closed.