Kolkata Metro Timing: ১১টার বদলে রাত ১০টা ৪০ মিনিটে ছাড়বে বিশেষ মেট্রো, ঘোষণা করল কলকাতা মেট্রো রেল কতৃপক্ষ    

0 41

যাত্রী সুবিধার কথা ভেবে গত মে মাস থেকে রাতে মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছিল রেল কতৃপক্ষ। পরীক্ষামূলক ভাবে ব্লু লাইনে এই পরিষেবা চালু করা হয়েছিল। মে মাস থেকেই শেষ মেট্রো ছাড়ছে রাত ১১ টায়। তবে দেড় মাস যেতে না যেতেই আবার সময় সূচি পরিবর্তনের কথা জানিয়েছে কলকাতা মেট্রো রেল। ফের ব্লু লাইনে শেষ মেট্রোর সময় বদলাচ্ছে কলকাতা মেট্রো রেল। এত দিন কবি সুভাষ থেকে দমদম মেট্রো স্টেশন পর্যন্ত বিশেষ রাত্রিকালীন পরিষেবা চালু করেছিল কলকাতা মেট্রো।

পরীক্ষামূলকভাবে চালানো ওই পরিষেবায় সোম থেকে শুক্র রাত ১১টার সময় শেষ মেট্রো রওনা হত কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে। তবে এবার বুধবার কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, ১১টার বদলে শেষ মেট্রো রেল ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে। ২৪ জুন থেকে লাঘু হবে এই নতুন নিয়ম। ২০ মিনিট এগিয়ে আসবে ব্লু লাইনের রাত্রিকালীন বিশেষ মেট্রোর সময়।পরিষেবা শুরু হতে না হতেই কেন এই বদল, তার ব্যাখ্যা দিয়েছেন কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

কারণ হিসাবে মেট্রো জানিয়েছে, ‘মাত্রাতিরিক্ত খরচ’ এবং তুলনায় ‘খুবই কম আয়’-এর কথা। একটি প্রেস বিবৃতিতে মেট্রো কর্তৃপক্ষ লিখেছেন, ‘রাতে প্রচুর সংখ্যক মানুষের চাহিদা পূরণ  করা যাবে এই আশা নিয়ে চালু করা হয়েছিল এই পরিষেবা। তবে দেখা যাচ্ছে যে রাতের এই পরীক্ষামূলক পরিষেবাগুলি মেট্রো যাত্রীদের মধ্যে তেমন জনপ্রিয় হচ্ছে না। ফলস্বরূপ, দমদম এবং কবি সুভাষের মধ্যে যাতায়াতকারী রাত ১১ টার প্রতিটি ট্রেনে গড়ে মাত্র ৩০০ জন যাত্রী হচ্ছে। এই পরিষেবাগুলি চালাতে মেট্রো রেলের প্রচুর খরচ হচ্ছে(চালানোর খরচ হিসাবে প্রায় ২.৭ লক্ষ টাকা এবং অন্যান্য খরচ হিসাবে ৫০ হাজার টাকা)। কিন্তু বিনিময়ে এই দুটি ট্রেন থেকে আয় হচ্ছে খুবই কম(গড়ে মাত্র ৬ হাজার টাকা)। এটিও লক্ষ্য করা গেছে যে অনেক স্টেশনে কাউন্টার খোলা রেখে গড়ে মাত্র ১ বা ২ টি টোকেন বিক্রি হচ্ছে। অর্থাৎ টোকেন বিক্রির হারও খুবই কম।’

এই সমস্ত দিক মাথায় রেখে আগামী ২৪ জুন থেকে ব্লু লাইন মেট্রো পরিষেবার শেষ ট্রেন যা এতদিন রাত ১১টায় ছাড়তো তা এবার থেকে ২০ মিনিট এগিয়ে ১০টা ৪০ মিনিটে ছাড়বে বলে জানিয়েছে রেল কতৃপক্ষ। সঙ্গে এও জানানো হয়েছে যে রাত্রীকালীন সময়ে মেট্রো পরিষেবা উপভোগ করতে টিকিট কাটার জন্য কোনও কাউন্টার খোলা থাকবে না। নির্দিষ্ট টিকিট কাটার মেশিন বা ASCRM মেশিন থেকে UPI পেমেন্ট করে টিকিট কাটতে হবে। প্রয়োজনে স্মার্ট কার্ড ওই মেশিনে রিচার্য করতে পারবেন যাত্রীরা।   

Leave A Reply

Your email address will not be published.