Indian Railways : পয়লা নভেম্বর থেকে দূরপাল্লার টিকিট কাটার নিয়মে পরিবর্তন। এবার থেকে কোথাও যেতে টিকিট কেটে চার মাস অপেক্ষা করতে হবে না। নতুন নিয়ম অনুযায়ী, ১২০ দিনের পরিবর্তে ৬০ দিন আগে ট্রেনের টিকিট বিক্রি করবে ভারতীয় রেল।
১২০ দিনের পরিবর্তে ৬০ দিন আগে ট্রেনের টিকিট কাটার সুবিধা ফের চালু করল ভারতীয় রেল। এব্যাপারে নির্দেশিকা জারি করা হয়েছে। রেল বোর্ড ও রেলমন্ত্রক এব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পরে নির্দেশিকা জারি করা হয়েছে। রেলমন্ত্রক মনে করছে নতুন এই ব্যবস্থায় অনেক মানুষের সুবিধা হবে।
বর্তমানে ট্রেন ছাড়ার দিন বাদ দিয়ে ১২০ দিন আগে ট্রেনের টিকিট সংরক্ষণ শুরু হয়। যে কারণে প্রায় চার মাস আগে থেকে ভ্রমণের পরিকল্পনা করতে হয় সাধারণ মানুষকে। পয়লা নভেম্বর থেকে তা ৬০ দিন কমে যাচ্ছে। এই ব্যবস্থায় পয়লা নভেম্বর থেকে শুরু করা হলেও, সেই সুবিধা পয়লা জানুয়ারি থেকে পাওয়া যাবে না। কারণ, পুরনো নিয়মে পয়লা জানুয়ারির টিকিট বিক্রি আগেই শুরু হয়ে গিয়েছে। পয়লা নভেম্বর ২৮ ফেব্রুয়ারির টিকিট কাটা যাবে।
টিকিট কাটার অপেক্ষার সময় কমলেও, তা বাতিলের নিয়ম একই থাকছে। তবে যেসব ক্ষেত্রে ৩০ দিন আগে কাটার নিয়ম ছিল তা অবশ্য বদলাচ্ছে না। এছাড়া বিদেশি নাগরিকদের জন্য ৩৬৫ দিন আগে টিকিট কাটার সুবিধা আগের মতোই বজায় থাকছে।