ডিজিটাল ডেস্ক, ২৬ এপ্রিল: পহেলগাঁও হামলার পরিস্থিতিতে ভারতীয় নৌসেনা এক্স মাধ্যমে একটি পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে, পরপর পাঁচটি যুদ্ধজাহাজ দাঁড়িয়ে আছে জলে। ক্যাপশনে লেখা, ‘Power in unity; Presence with Purpose’। সঙ্গে লেখা #MissionReady #AnytimeAnywhereAnyhow। এই পোস্টে আদতে পাকিস্তানকে প্রচ্ছন্ন বার্তা দেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই কূটনৈতিক স্তরে কড়া জবাব দিয়েছে ভারত। পহেলগাঁও হামলার পর প্রতিক্রিয়া হিসেবে স্থগিত করে দেওয়া হয়েছে বহু পুরনো সিন্ধু জলচুক্তি। পাশাপাশি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে পাঞ্জাবের আটারি সীমান্ত।
এতেই থেমে থাকেনি কেন্দ্র। ভারত থেকে সমস্ত পাকিস্তানিকে বহিষ্কারের কড়া বার্তা দিয়েছে নয়া দিল্লি। পরিস্থিতির গুরুত্ব বুঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনাও করেছেন। সবমিলিয়ে, সন্ত্রাসবাদের মদতদাতাদের বিরুদ্ধে সর্বাত্মক কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ শুরু করেছে ভারত।
পাশাপাশি পহেলগাঁও হামলায় জড়িত বলে যাদের নাম উঠে এসেছে, তাদের বাড়িঘর ইতিমধ্যেই গুঁড়িয়ে দিয়েছে নিরাপত্তাবাহিনী।
Comments are closed.