গোয়ায় শুরু হয়েছে এসসিও বৈঠক। যোগ দিয়েছেন নয় দেশের বিদেশমন্ত্রী। পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টোকে স্বাগত জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। করমর্দন নয়, বরং ভারতীয় প্রথায় ‘নমস্তে’ বা নমস্কার জানিয়ে বিলাবল ভুট্টোকে আপ্যায়ন করেন এস জয়শংকর। নিয়ে যান সভাস্থল তাজ এক্সোটিকা কেন্দ্রে।
১২ বছর পর ভারতে এলেন পাকিস্তান সরকারের কোনো প্রতিনিধি। গোয়ায় শুরু হয়েছে শাংহাই কর্পোরেশন সংস্থা (এসসিও) বৈঠক। যোগ দিয়েছেন নয়টি দেশের বিদেশমন্ত্রী। গোয়ায় চলছে এসসিও বৈঠক। আশা করা হচ্ছে জয়শংকর-বিলাবলের একান্ত আলোচনায় উঠে আসবে দুদেশের সীমান্ত সমস্যা সহ একগুচ্ছ বিষয়। যার মধ্যে অতি অবশ্যই থাকবে জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদ। বৃহস্পতিবার গোয়া বিমানবন্দরে বিলাবল ভুট্টোকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রকের সচিব জেপি সিং।
এসসিও বৈঠকে বিদেশমন্ত্রী কড়া ভাষায় সন্ত্রাসবাদের নিন্দা করেন। মঞ্চে আসীন পাক বিদেশমন্ত্রীর সামনে তিনি বলেন, যে কোনো সন্ত্রাসে অর্থের জোগান বন্ধ করতে হবে। কোভিড অতিমারিতে গোটা বিশ্ব অচল হয়ে গেলেও সন্ত্রাসবাদ থামেনি, বরং ক্রমান্বয়ে শক্তি বাড়িয়েছে বিভিন্ন স্থানে। এরপর তিনি বলেন, সীমান্ত-সুবিধার স্বার্থে বা রাজনৈতিক স্বার্থেও কখনো সন্ত্রাসবাদকে সমর্থন করা উচিত নয়। যেভাবেই হোক জঙ্গিদের অর্থ-সরঞ্জাম-সুবিধা পাওয়ার ব্যবস্থা বন্ধ করতে হবে, এবং করতে হবে আমাদেরই।
বিলাবল বলেছেন, এসসিও বৈঠকে পাকিস্তানের প্রতিনিধি হয়ে ভারতে এসে আনন্দিত আমি, আশা করি এই বৈঠক সফল হবে। প্রসঙ্গত, এসসিও বৈঠকে যোগ দিয়েছেন রাশিয়া ও চীনের বিদেশমন্ত্রীও। এ ছাড়া রয়েছে কির্ঘিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তানের প্রতিনিধিরাও রয়েছেন এই বৈঠকে।