Mohun Bagan Super Giants: আপুইয়াকে সই করালো মোহনবাগান! তরুণ মিডফিল্ডারকে ৫ বছরের জন্য দলে নিল সবুজ-মেরুন ব্রিগেড
লালেংমাউইয়া রালতে। ভারতীয় ফুটবলে অবশ্য তিনি বেশি পরিচিত আপুইয়া নামে। মিজোরামের ছেলে তরুণ ফুটবলার আপুইয়া। এই মূহুর্তে ভারতীয় ফুটবলের মাঝমাঠ যার কাঁধে সেই প্রতিভাবান তারকা মিডফিল্ডার এবার সবুজ-মেরুন নৌকায়। পাঁচ বছরের জন্য মোহনবাগানের সঙ্গে চুক্তি হয়েছে আপুইয়ার। এর আগে মুম্বই সিটি এফসি-র হয়ে তিন বছর খেলেছেন ২৩ বছরের তরুণ। এ বার তাঁকেই দলে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। সূত্রের খবর আপুইয়াকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল ইস্টবেঙ্গলও। কিন্তু শেষ পর্যন্ত আগামী মরসুমে সবুজ-মেরুন জার্সিতেই দেখা যাবে আপুইয়াকে। সোমবার কলকাতায় এসে শারীরিক সুস্থতার পরীক্ষা দেন আপুইয়া। তারপরেই প্রয়োজনীয় কাগজপত্রে সই করে পাঁচ বছরের জন্য মোহনবাগান সুপার জায়ান্টসের সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। মোহনবাগানে যোগ দিয়ে নিজেও খুব খুশি তরুণ ফুটবলার। ঐতিহ্যবাহী সবুজ-মেরুন জার্সি গায়ে মাঠে নামার জন্য তিনি মুখিয়ে রয়েছেন বলেও জানান। মুম্বই সিটির তরফেও বিদায় জানানো হয়েছে ২৩ বছরের তরুণ ফুটবলারকে। আপুইয়াকে পেয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন কোচ হোসে মোলিনাও।
মোহনবাগানে যোগ দিয়ে আপুইয়া বলেন, ‘ভারতীয় ফুটবলে মোহনবাগানের নাম সকলে জানে। মোহনবাগান সুপার জায়ান্টসের একটা আলাদা জায়গা আছে। এই ক্লাবের একটা ইতিহাস রয়েছে। সেই দলে খেলার সুযোগ পেয়ে আমি একইসঙ্গে সম্মানিত এবং উত্তেজিত। পরিশ্রম এবং আন্তরিকতার সঙ্গে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। কোচ এবং সতীর্থদের সঙ্গে নিয়ে মোহনবাগানকে লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্যই সবুজ-মেরুন জার্সি বেছে নিয়েছি। এই সুযোগ আমার ফুটবল জীবনের বড় পাওয়া। মাঠে নামার জন্য আমি মুখিয়ে আছি। ক্লাবকে তার লক্ষ্যে পৌঁছনর পাশাপাশি ক্লাবের অসংখ্য আবেগপ্রবণ সদস্য- সমর্থকদের মুখে হাসি ফোঁটানোর জন্য প্রতিটা ম্যাচে নামব।’
কিছুদিন আগেই সবুজ-মেরুন ব্রিগেডের নতুন কোচ হিসাবে যোগ দিয়েছেন হোসে মোলিনা। তিনিও তরুণ প্রতিবাভান আপুইয়াকে পেয়ে খুব খুশি। মোলিনা এই বিষয়ে বলেন, ‘আপুইয়া দলে যোগ দেওয়ায় মাঝমাঠের শক্তি আরও বাড়বে মোহনবাগান সুপার জায়ান্টসের। গত মরসুমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার হিসাবে নিজেকে প্রমাণ করেছে আপুইয়া। সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে ভারতীয় দলের জার্সিতে মাঠে নেমেও সফল হয়েছে। ওঁর যোগদানে আমাদের দলের মাঝমাঠের প্রতিযোগিতা আরও বাড়বে যা দলের পারফরম্যান্সের উন্নতি ঘটাবে। মোহনবাগান আরও ভাল খেলবে।‘
প্রসঙ্গত, কিছুদিন আগেই মোহনবাগান সুপার জায়ান্টসের কোচের দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হয়েছে হাবাসকে। শারীরিক অসুস্থতার কারণে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানায় ক্লাব কতৃপক্ষ। তাঁর জায়গায় নতুন কোচ হিসাবে দায়িত্ব নিয়েছেন হোসে মোলিনা।