কোন কোন বলি তারকাকে দেখা গেল রামমন্দিরের উদ্বোধনে?

0 27

বহু প্রতীক্ষিত অপেক্ষার অবসান! রামমন্দিরের উদ্বোধন। রামলালার প্রাণ প্রতিষ্ঠা। সোমবার সবই হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। আজ অযোধ্যার রামমন্দিরে রামলালার বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকাল থেকেই রামমন্দির প্রাঙ্গণে নেমেছে তারকাদের ঢল। বলি তারকা থেকে শুরু করে দক্ষিণী ফিল্মজগতের অভিনেতারাও হাজির হয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানে।

নাচে-গানে জমজমাট রামরাজ্য। উৎসবে মেতেছে রামরাজ্য। রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁছলেন বিগ বি অমিতাভ বচ্চন এবং ছেলে অভিষেক বচ্চন।

সকালেই অযোধ্যায় পৌঁছেছেন অভিনেতা অনুপম খের। তিনি প্রথমে অযোধ্যার হনুমানগড়হী মন্দিরে পুজো দিতে যান।

রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে হাজির হয়েছেন বলি গায়ক সোনু নিগম। ‘রাম সিয়া রাম’ ভজন গাইতে শোনা গেল তাঁকে।

উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন বলি অভিনেতা রণবীর কপূর তাঁর স্ত্রী তথা বলি অভিনেত্রী আলিয়া ভট্ট। সঙ্গে রয়েছেন বলি অভিনেতা আয়ুষ্মান খুরানা। এবং বলিপাড়ার ছবিনির্মাতা রোহিত শেট্টি এবং রাজকুমার হিরানিসঙ্গে বলি অভিনেত্রী মাধুরী দীক্ষিত নেনেকেও উপস্থিত থাকতে দেখা গিয়েছে।

রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত রয়েছেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ হেমা মালিনীও।

ভারতের শিল্পপতি মুকেশ অম্বানী এবং তাঁর স্ত্রী নীতা অম্বানীকে দেখা গেল রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে।

বলি অভিনেতা ভিকি কৌশল এবং তাঁর স্ত্রী ক্যাটরিনা কইফ উপস্থিত রয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানে।

রামমন্দির উদ্বোধনে গতকাল অযোধ্যায় পৌঁছে গিয়েছিলেন বলিপাড়ার অভিনেত্রী কঙ্গনা রানাউত। সোমবার সকালে রামমন্দির চত্বরে হাজির হন কঙ্গনা।

রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেল দক্ষিণী অভিনেতা রাম চরণ ও তারকা চিরঞ্জীবীকেও।

ভিকি-ক্যাটরিনা ছাড়াও রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিপাড়ার অন্য এক জুটি রণবীর কাপুর এবং তাঁর স্ত্রী তথা বলি অভিনেত্রী আলিয়া ভাটও। পাশাপাশি মুকেশ-পুত্র আকাশ অম্বানী এবং তাঁর স্ত্রী শ্লোকা মেহতাকেও অনুষ্ঠানে দেখা গিয়েছে।

অতিথিদের তালিকায় বাদ পড়েননি ক্রিকেটাররাও। একই ফ্রেমে দেখা গেল ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকর, বলিউডের খ্যাতনামী সঙ্গীতনির্মাতা শঙ্কর মহাদেবন। পাশাপাশি দক্ষিণী ফিল্মজগতের জনপ্রিয় তারকা রজনীকান্তও হাজির হয়েছেন অযোধ্যার রামমন্দিরে।

নবদম্পত্তি তথা বলি অভিনেতা রণদীপ হুডা এবং তাঁর স্ত্রী লিন লাইশ্রম উপস্থিত রয়েছেন রামমন্দিরে।

Leave A Reply

Your email address will not be published.